রক্তের গ্রুপ (Blood group)

 ডিপ্লোমা(নার্সিং)

ডিপ্লোমা(নার্সিং)

রক্তের গ্রুপ (Blood group)

 তথ্যকণিকা(Information):

  • মানুষের রক্তের গ্রুপ ৪টি। যথা- A, B, AB, O O গ্রুপকে সর্বজনীন দাতা(Universal Donar)। 
  • O গ্রুপের রক্ত যে কোন ব্যক্তির শরীরে দেওয়া খায়।
  •  অর্থাৎ O গ্রুপের রক্ত O, A, B, AB যে কোন গ্রুপধারী ব্যক্তি গ্রহণ করতে পারে ( এবং AB গ্রুপকে সার্বজনীন গ্রহীতা (Universal Receiver) বলে। 
  • AB গ্রুপধারী ব্যক্তি যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন।

Blood group Antigen Antibody
1. Antigen A Antibody-B
2.B Antigen B Antibody-A
3.AB Antigen A & B None
4.O None Antibody-A & B

লোহিত রক্তকণিকার ঝিল্লিতে রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লির মত একটি অ্যান্টিজেন থাকে। ঐ অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা Rh ফ্যাক্টর বলে। Rh ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে Rh +ve রক্ত এবং Rh বিহীন রক্তকে Rh -ve রক্ত বলে।

১.. ব্লাড গ্রুপ আছে-

ক. মানুষ
খ. ইঁদুর
গ. বিড়াল
ঘ. সবগুলো
উত্তর: ঘ

2.মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?

ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচট
ঘ. দুটি
উত্তর: খ

৩.‘O’ রক্ত গ্রুপের বৈশিষ্ট্য কোনটি?

ক. A এন্টিজেন উপস্থিত 
খ. B এন্টিজেন উপস্থিত
গ. A এবং B এন্টিজেন উপস্থিত
ঘ. A এবং B এন্টিজেন অনুপস্থিত
উত্তর: ঘ

৪.কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?

A. গ্রুপ-A
B. গ্রুপ B
C. গ্রুপ O
D. গ্রুপ AB
উত্তর: গ

৫.AB দ্বারা বুঝি-

ক. রক্তের গ্রুপ
খ. রক্তের উপাদান
গ. রক্তের কণিকা
ঘ. রক্তের রস
উত্তর: ক

৬.কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?Or,Which blood group is the universal blood receiver in human body?

A. A রক্ত গ্রুপকে
B. B গ্রুপকে
C.AB রক্ত গ্রুপকে
D. O রক্ত গ্রুপকে
উত্তর: গ

৭.Anti-D immunoglobulin শিশুর জন্মের পর পর দেওয়া হয়--

ক. মাকে
খ. নবজাতককে
গ. বাবাকে
ঘ, নবজাতককে,রক্ত যদি Rh negative 
উত্তর: ক

৮.নেগেটিভ রক্তের মাকে প্রথম শিশু জন্ম দেবার পর কোন ইনজেকশন দেয়া হয়?

ক. Tetanus
খ. Anti D immunoglobulin
গ. MMR
ঘ. OXygentocin
উত্তর: খ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url