রক্তের গ্রুপ (Blood group)
ডিপ্লোমা(নার্সিং)
রক্তের গ্রুপ (Blood group)
তথ্যকণিকা(Information):
- মানুষের রক্তের গ্রুপ ৪টি। যথা- A, B, AB, O O গ্রুপকে সর্বজনীন দাতা(Universal Donar)।
- O গ্রুপের রক্ত যে কোন ব্যক্তির শরীরে দেওয়া খায়।
- অর্থাৎ O গ্রুপের রক্ত O, A, B, AB যে কোন গ্রুপধারী ব্যক্তি গ্রহণ করতে পারে ( এবং AB গ্রুপকে সার্বজনীন গ্রহীতা (Universal Receiver) বলে।
- AB গ্রুপধারী ব্যক্তি যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেন।
Blood group | Antigen | Antibody |
---|---|---|
1.A | Antigen A | Antibody-B |
2.B | Antigen B | Antibody-A |
3.AB | Antigen A & B | None |
4.O | None | Antibody-A & B |
লোহিত রক্তকণিকার ঝিল্লিতে রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লির মত একটি অ্যান্টিজেন থাকে। ঐ অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা Rh ফ্যাক্টর বলে। Rh ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে Rh +ve রক্ত এবং Rh বিহীন রক্তকে Rh -ve রক্ত বলে।
১.. ব্লাড গ্রুপ আছে-
ক. মানুষ
খ. ইঁদুর
গ. বিড়াল
ঘ. সবগুলো
উত্তর: ঘ
খ. ইঁদুর
গ. বিড়াল
ঘ. সবগুলো
উত্তর: ঘ
2.মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচট
ঘ. দুটি
উত্তর: খ
খ. চারটি
গ. পাঁচট
ঘ. দুটি
উত্তর: খ
৩.‘O’ রক্ত গ্রুপের বৈশিষ্ট্য কোনটি?
ক. A এন্টিজেন উপস্থিত
খ. B এন্টিজেন উপস্থিত
গ. A এবং B এন্টিজেন উপস্থিত
ঘ. A এবং B এন্টিজেন অনুপস্থিত
উত্তর: ঘ
খ. B এন্টিজেন উপস্থিত
গ. A এবং B এন্টিজেন উপস্থিত
ঘ. A এবং B এন্টিজেন অনুপস্থিত
উত্তর: ঘ
৪.কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
A. গ্রুপ-A
B. গ্রুপ B
C. গ্রুপ O
D. গ্রুপ AB
উত্তর: গ
B. গ্রুপ B
C. গ্রুপ O
D. গ্রুপ AB
উত্তর: গ
৫.AB দ্বারা বুঝি-
ক. রক্তের গ্রুপ
খ. রক্তের উপাদান
গ. রক্তের কণিকা
ঘ. রক্তের রস
উত্তর: ক
খ. রক্তের উপাদান
গ. রক্তের কণিকা
ঘ. রক্তের রস
উত্তর: ক
৬.কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?Or,Which blood group is the universal blood receiver in human body?
A. A রক্ত গ্রুপকে
B. B গ্রুপকে
C.AB রক্ত গ্রুপকে
D. O রক্ত গ্রুপকে
উত্তর: গ
B. B গ্রুপকে
C.AB রক্ত গ্রুপকে
D. O রক্ত গ্রুপকে
উত্তর: গ
৭.Anti-D immunoglobulin শিশুর জন্মের পর পর দেওয়া হয়--
ক. মাকে
খ. নবজাতককে
গ. বাবাকে
ঘ, নবজাতককে,রক্ত যদি Rh negative
উত্তর: ক
খ. নবজাতককে
গ. বাবাকে
ঘ, নবজাতককে,রক্ত যদি Rh negative
উত্তর: ক
৮.নেগেটিভ রক্তের মাকে প্রথম শিশু জন্ম দেবার পর কোন ইনজেকশন দেয়া হয়?
ক. Tetanus
খ. Anti D immunoglobulin
গ. MMR
ঘ. OXygentocin
উত্তর: খ
খ. Anti D immunoglobulin
গ. MMR
ঘ. OXygentocin
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url