এইচএসসি আইসিটি ভর্তি পরিক্ষা ২য় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং(QUIZ-2)
Admission Part-2(QUIZ-2)
01. কো-এক্সিয়্যাল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট কত?
(A)10 bps
(A)10 Mbps
(B)10 Kbps
(D)10 Gbps
02. 10 বেস 5 নামে পরিচিত কোনটি?
(A)থিননেট
(B)থিকনেট
(C)UTP
(D)STP
03. CAT6 এর ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ কত?
(A)1000 Kbps
(B)1,000 Mbps
(C)10,000 Kbps
(D)10,000 Mbps
04. স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
(A)হাব
(B) মডেম
(C)রাউটার
(D) রিপিটার
05. কোন ফাইবারের কোরের ডায়ামিটার সবচেয়ে বেশি?
(A)স্টেপ-ইনডেক্স
(B) গ্রেডেড ইনডেক্স
(C) সিঙ্গেল মোড
(D) মনোমেড ফাইবার
06. ট্রান্সপোন্ডারের কাজ কোনটি?
(A)দুর্বল সিগন্যালকে শক্তিশালী করা
(B)শক্তিশালী সিগন্যালকে দূর্বল করা ।
(C)দুটি সিগন্যালকে সমান করা
(D) দুটি সিগন্যালকেই বাদ দেয়া
07. কোন IEEE টি Wi-Fi স্ট্যান্ডার্ড?
(A)802.11
(B)802.11u
(C)802.15
(D)802.16
08. রেডিও ওয়েভের ডেটা প্রেরণের গতি কত?
(A)14 Kbps
(B)24 Kbps
(C)34 Kbps
(D)44 Kbps
09. ব্যাপক ব্যবহৃত Wifi স্ট্যান্ডার্ড কোনটি?
(A)802.11a
(B)802.11b
(C)802.11g
(D)802.11ac
10. কোনটি wifi স্ট্যান্ডার্ড ?
(A)802.44
(B)802.16
(C)802.11
(D)802.33
11. কোনটি Wi-Max স্ট্যান্ডার্ড?
(A)802.11
(B)802.16
(C)802.3
(D)802.4
12. মাধ্যম কয় প্রকার?
(A)2
(B)3
(C)4
(D)5
13. তার মাধ্যম কয় শ্রেণিতে ভাগ করা যায়?
(A)2
(B)3
(C)4
(D)5
14. কো-এক্সিয়াল ক্যাবল কয়টি অংশ থাকে?
(A)2
(B)3
(C)4
(D)5
15. কো-এক্সিয়াল ক্যাবলে পরিবাহী অংশ কয়টি?
(A)2
(B)3
(C)4
(D)5
16. 10 বেস 2 নামে পরিচিত কোন কো-এক্সিয়াল ক্যাবল?
(A)থিননেট
(B)থিকনেট
(C)UTP
(D)STP
17. কো-এক্সিয়াল ক্যাবল কত ধরনের?
(A)2
(B)3
(C)4
(D)5
18. থিকনেটের সর্বোচ্চ স্পিড কত?
(A)8 Mbps
(B)10 Mbps
(C)12 Mbps
(D)15 Mbps
19. টুইস্টেড পেয়ার ক্যাবলে কয় জোড়া তার থাকে?
(A)2
(B)3
(C)4
(D)5
20. টুইস্টেড পেয়ার ক্যাবল কত ধরনের?
(A)2
(B)3
(C)4
(D)5
21. টুইস্টেড পেয়ার ক্যাবলের কমন রং কোনটি ?
(A)কালো
(B)সাদা
(C) সবুজ
(D) নীল
22. নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ?
(A)কো-এক্সিয়াল ক্যাবল
(B) টুইস্টেড পেয়ার ক্যাবল
(C)আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
(D)ফাইবার অপটিক ক্যাবল
23. অপটিক্যাল ফাইবারে কয়টি লেয়ার থাকে?
(A)2
(B)3
(C)4
(D)5
24. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশের নাম কী?
(A)ক্ল্যাডিং
(B)জ্যাকেট
(C)কোর
(D) বাফার
25. আলোর পূর্ণ-অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে ডেটা প্রেরণ করা হয় কোন ক্যাবলের সাহায্যে?
(A)কো-এক্সিয়াল ক্যাবল
(B)টুইস্টেড পেয়ার ক্যাবল
(C)ফাইবার অপটিক ক্যাবল
(D)আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
26. কোন ক্যাবল নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কাজ করে?
(A)কো-এক্সিয়াল ক্যাবল
(B)ফাইবার অপটিক ক্যাবল
(C)টুইস্টেড পেয়ার ক্যাবল
(D)আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
27. তারবিহীন মাধ্যম কত ধরনের?
(A)2
(B)3
(C)4
(D)5
28. রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
(A)5 KHz - 10 KHz
(B)10 KHz - 1 GHz
(C)1 GHz - 0 GHz
(D)5 GHz - 10 GHz
29. প্রেরক ও গ্রাহকের মধ্যে বাধা থাকবে না কোনটি?
(A)রেডিও ওয়েভ
(B) মাইক্রোওয়েভ
(C)ইনফ্রারেড
(D) wifi
30. মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো-
(A)30 MHz - 30 GHz
(B)30 MHz - 300 GHz
(C)300 MHz - 300 GHz
(D)300 GHz - 300 GHz
31. মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিকে কতটি ক্যাটাগরিতে ভাগ করা যায়?
(A)2
(B)3
(C)4
(D)5
32. মাইক্রোওয়েভ কত প্রকার?
(A)2
(B)3
(C)4
(D)5
33. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভে মাঝপথে বাধা না থাকলে কত মাইল পর্যন্ত সিগন্যাল যেতে পারে?
(A) ২০ মাইল
(B)৩০ মাইল
(C)৪০ মাইল
(D)৫০ মাইল
34. স্যাটেলাইট মাইক্রোওয়েভ সিস্টেমে স্যাটেলাইট ভূ-পৃষ্ট থেকে কত কি.মি. ওপরে অবস্থিত?
(A) 20,000
(B) 25,000
(C)30,000
(D)36,000
35. একই সাথে অনেকগুলো দেশের সাথে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে?
(A)ইনফ্রারেড
(B)অপটিক্যাল ফাইবার
(C)স্যাটেলাইট
(D)টেরিস্ট্রিয়াল
36. দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
(A)স্যাটেলাইট
(B)টেরিস্ট্রিয়াল
(C)ইনফ্রারেড
(D)কো-এক্সিয়াল ক্যাবল
37. কম দূরত্বের মধ্যে ডেটা পাঠানোর জন্য কী ব্যবহৃত হয়?
(A) wifi
(B)ব্লুটুথ
(C)ইনফ্রারেড
(D)wi-Max
38. ইনফ্রারেড সাধারণত কত মিটার দূরত্বের মধ্যে ডেটা পাঠাতে পারে?
(A)১০
(B)১৫
(C)২০
(D)১০০
39. হটস্পট কী?
(A)নির্দিষ্ট উত্তপ্ত এলাকা
(B)তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা
(C)তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা
(D) বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
40. কৃত্রিম উপগ্রহ উদ্ভব হয় কত সালে?
(A)১৯৩০
(B)১৯৪০
(C)১৯৫০
(D)১৯৬৫
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url