মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন(MCQ)-QUIZ-1
১. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?
ক দুই
খ) তিন
গ) দুই
ঘ) তিনক দুই
২। মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে পাঠাতে চায়নি কেন?
ক) নির্যাতনের ভয়ে
খ) দারিদ্র্যের কারণে
গ) স্নেহের আতিশয্যে
ঘ)আহ্লাদি যেতে চায়নি বলে
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
দেখি নাই যারে, চিনি নাই যারে
শুনি নাই নাম কভু
তিনিই আজিকে দেবতা আমার
তিনিই আমার প্রভু ।
৩. উদ্দীপকের প্রভু ‘মাসি-পিসি' রচনার কার সাথে সাদৃশ্যপূর্ণ ?
ক) লেখকের
খ ) কৈলেশের
গ) জগুর
ঘ) গোকুলের
৪. উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো-
ক আধিপত্য
খ) পাণ্ডিত্য
গ) স্বৈরাচারী
ঘ অহংবোধ
৫। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
[রা. বো. ১৬]
(ক) ১৮০৮
খ) ১৮৩৮
গ)১৯০৮
ঘ) ১৯৩৮
৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
[সি. বো. 22]
ক) সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়
(খ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
(গ) প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
ঘ) সরোজকুমার বন্দ্যোপাধ্যায়
৭। 'মাঝখানে গুটিশুটি হয়ে বসে আছে অল্পবয়সি একটি বৌ – বৌটি কে?
[ঢা. বো. 22]
ক) জমিলা
খ) আহ্লাদি
গ) রহিমা
ঘ) বিলাসী
৮। ‘ওসব একরকম ছেড়ে দিয়েছে বোঝানো হয়েছে?
[সি. বো. ২২]
ক) মারধর করা
(খ) গালমন্দ করা
গ) রহিমা
(ঘ) নেশা করা
৯. 'মাসি-পিসি গল্পে 'জগু আর সেই জগু নেই'— কথাটি দ্বারা বোঝানো হয়েছে?
[য.বো. 22]
ক) লোভ দূরীকরণ
গ) আহ্লাদির প্রতি দরদ
গ) চারিত্রিক পরিবর্তন
ঘ) নেশাগ্রস্ত হওয়া
১০. 'বজ্জাত হোক, খুনি হোক, জামাই তো।’— 'মাসি-পিসি' গল্পের পিসির এই উক্তির মধ্যদিয়ে প্রকাশ পেয়েছে -
[কু. বো. ২২]
ক) সামাজিকতা ও দায়িত্ববোধ
গ) সৌজন্য ও আত্মীয়তা
(খ) মানবিকতা ও কল্যাণবোধ
ঘ) চাতুর্য ও কৌশল
১১. ‘মাসি-পিসি' গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে?
[কু. বো. ১৬]
ক) কৈলাশের
খ) রহমানের
গ) গোকুলের
ঘ) কানাইয়ের
১২. 'মাসি-পিসি' গল্পে 'বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো।'—
* বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
[ বি. বো. ১৬]
ক কুসংস্কার
খ) প্রথানুগত্য
গ) জামাইপ্রীতি
ঘ) জামাই ভীতি
১৩. আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা— তারা দুজনেই —
[কু. বো. ১৯]
ক) সুন্দরী
খ) শিক্ষিতা
গ) নির্যাতিতা
ঘ) অশিক্ষিতা
১৪. কলেরায় আহ্লাদির পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল?
ক) ২
খ) ৩
(গ) ৪
ঘ) ৫
উ: ৬
১৫. আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?
[ঢা. বো. ১৬]
ক) ঠান্ডায়
খ) জন্ডিসে
(গ) কলেরায়
ঘ) জ্বরে
১৬. আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানায়—
[ঢা. বো. ১৬]
ক) নৌকায় করে
খ) মামলা করে
গ) জোর খাটিয়ে
(ঘ) কৌশল করে
১৭. ‘জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি সোয়ামির কাছে না যেতে চায় খুন হবার ভয়ে?'- উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসি-পিসি চরিত্রের—
[ঢা. বো. ১৭]
(ক) সাহসিকতা ও বাগড়ম্বরতা
(খ) সাহসিকতা ও বুদ্ধিমত্তা
গ) আইন সচেতনতা ও বাগড়ম্বরতা
ঘ) আইন সচেতনতা ও বুদ্ধিমত্তা
১৮. 'মাসি-পিসি' গল্পে কোন রোগটি মহামারির অন্তর্ভুক্ত?
[[রা. বো. ১৭]
ক) টাইফয়েড
খ) বসন্ত
গ) কলেরা
ঘ) জন্ডিস
১৯. 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা গিয়েছিল?
[কু. বো. ১৭]
ক) প্লেগ
খ) যক্ষ্মা
(গ) বসন্ত
ঘ) কলেরা
20. মাসি ও পিসি কেন কাছারি যেতে রাজি হয়নি?
[দি.বো. ২২]
ক)যেতে ইচ্ছে করছিলনা বলে
খ) বাড়িতে চুরি হওয়ার ভয়ে
(গ) নির্যাতনের শিকার হওয়ায় ভয়ে
ঘ) আহ্লাদির নিরাপত্তাজনিত কারণে
২১.'কে এগিয়ে আসবে এসো, বঁটির এক কোপে গলা ফাঁক করে দেবো।'— এখানে কী বুঝিয়েছে?
[দি. বো. ১৬]
ক) যদি এগিয়ে আসো তবে মারা পড়বে
খ) অবশ্যই দু-একটাকে কাটব
গ দু-একটাকে না মেরে শান্তি নেই
(ঘ) এগিয়ে না এলে গলা কাটব
২২. 'মাসি-পিসি' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
[চ. বো. ২২, ১৭, রা. বো. ১৯]
(ক) সমকাল
খ) সমাচার দর্পণ
গ) পূর্বাশা
ঘ) ভারতী
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url