এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় : (কুইজ-১) সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ
সমাজবিজ্ঞান প্রথম পত্র
পূর্ণমান-২৫+১০=৩৫
সময়: ১ঘণ্টা
MCQ-25
১. সমাজবিজ্ঞানের কোন শাখা সমাজকাঠামোর সঙ্গে শিল্পায়নের সম্পর্ক বিশ্লেষণ করে?
ক.নগর সমাজবিজ্ঞান
খ.পরিবেশের সমাজবিজ্ঞান
গ.শিল্প সমাজবিজ্ঞান
ঘ. সামাজিক পরিসংখ্যান
২. কোন বিষয়টি সমাজবিজ্ঞানের উদ্ভবের সাথে জড়িত নয়?
ক. প্রজ্ঞাবাদ
খ. উত্তর-আধুনিকতা
গ. ফরাসি বিপ্লব
ঘ. পুনর্জাগরণ
৩. “সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান, যা সমাজ এবং সামাজিক
সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে।” উক্তিটি কার ?
ক. জিসবার্টের
খ. ডুর্খেইমের
গ. ম্যাকাইভার ও পেজের
ঘ.প্যারেটোর
৪. সমাজবিজ্ঞানের প্রথম নাম কী?
ক. সোশ্যাল ফিজিকস্
খ. সোশ্যাল নেটওয়ার্ক
গ. সোশ্যাল আইডিয়া
ঘ. সোশ্যাল ওয়ার্ক
৫. সমাজবিজ্ঞানকে সমাজের দর্পণ বলা হয় কেন?
ক. সমাজের অধিকাংশ দিক নিয়ে পর্যালোচনা করে বলে
খ. সমাজের বিশেষ দিক নিয়ে পর্যালোচনা করে বলে
গ. সমাজের মানুষের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করে বলে
ঘ. সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানসম্মতভাবে পর্যালোচনা করে বলে
৬. অগাস্ট কোঁৎ-এর মতানুযায়ী সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কয়টি?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৭. বাড়ৈইখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবুর সাহেব বিশৃঙ্খলা প্রতিরোধে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান কোন বিষয়ের জ্ঞান তাকে এ ব্যাপারে সাহায্য করবে?
ক. পৌরনীতির
খ. সমাজকল্যাণের
গ. সমাজবিজ্ঞানের
ঘ. অর্থনীতির
৮. কোনটির ওপর ভিত্তি করে নৃবিজ্ঞানের গবেষণা পরিচালিত
ক. সম্প্রদায়
খ. পরিবার
গ. গোষ্ঠী
ঘ. প্রতিষ্ঠান
৯. সমাজবিজ্ঞান কখন একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে?
ক. আঠার শতাব্দীর প্রথম ভাগে
খ.উনবিংশ শতাব্দীর প্রথম ভাগে
গ.উনবিংশ শতাব্দীর মধ্য ভাগে
ঘ. উনবিংশ শতাব্দীর শেষ ভাগে
১০. পাশ্চাত্যের শিল্প বিপ্লবকালে কোন শাস্ত্রের জন্ম হয়?
ক. নৃ-বিজ্ঞানের
খ. সমাজবিজ্ঞানের
গ. সমাজকল্যাণের
ঘ. পরিসংখ্যানের
১১. “ মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহ বিচ্ছেদের হার ক্রমশ বৃদ্ধি |পাচ্ছে'— এ অনুসিদ্ধান্ত সমাজবিজ্ঞানের কোন শাখার গবেষকদের গবেষণার ফল?
ক. ধর্মের সমাজবিজ্ঞান
খ. শিক্ষা সমাজবিজ্ঞান
গ. সামাজিক জনবিজ্ঞান
ঘ. পরিবারের সমাজবিজ্ঞান
১২. সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে মৌলিক পার্থক্য কোন ক্ষেত্রে পরিলক্ষিত হয়?
ক. বিষয়বস্তুর ক্ষেত্রে
খ. গবেষণা পদ্ধতিতে
গ. বৈশিষ্ট্যগত দিক থেকে
ঘ. সমস্যা সমাধানের ক্ষেত্রে
১৩. যৌতুক সম্পর্কিত নীতিমালা বাংলাদেশে কার্যকর রয়েছে কিন্তু অস্ট্রেলিয়াতে এ সম্পর্কিত বিধান নেই। এর কারণ অনুসন্ধান করতে পারে সমাজবিজ্ঞানের কোন শাখা?
ক. চিকিৎসা সমাজবিজ্ঞান
খ. সামাজিক মনোবিজ্ঞান
গ. সামাজিক জনবিজ্ঞান
ঘ. আইনের সমাজবিজ্ঞান
১৪. সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যকার সম্পর্কের বন্ধনকে দৃঢ় করতে বর্তমানে কোন বিষয়ের উদ্ভব ঘটেছে?
ক. মনোসমাজবিজ্ঞান
খ. সামাজিক মনোবিজ্ঞান
গ. সামাজিক ও মনস্তাত্ত্বিক বিজ্ঞান
ঘ. সামাজিক নীতিবিজ্ঞান
১৫. সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে অর্থনীতি কোনটি আলোচনা করে?
ক. সমাজকাঠামো
খ.মানব আচরণ
গ.উৎপাদন কৌশল
ঘ, মানুষের অর্থনৈতিক কার্যাবলি
১৬. নিচের কোনটি সমাজবিজ্ঞান ও অর্থনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?
ক. উৎপাদন
খ. বণ্টন
গ. ভূমি রাজস্ব
ঘ.ভোগ
১৭. কোন বিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয়ে থাকে?
ক.সমাজবিজ্ঞান
খ. মনোবিজ্ঞান
গ. নীতিবিজ্ঞান
ঘ. নৃ-বিজ্ঞান
১৮.সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন?
ক. রিচার্ড টি. শেফার
খ.নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
ঘ.ডুর্খেইম
১৯. সমাজ গবেষক দীনা সামাজিক পরিসংখ্যান পড়েছে কিন্তু মনি পড়ে নি। এক্ষেত্রে দীনা যে সুবিধা বেশি পাবে তা হলো-
i.সহজে তথ্যসমূহের শ্রেণিবিন্যাস করা
ii.উপস্থাপনের ক্ষেত্রে চিত্রলেখের ব্যবহার
iii. তথ্যসমূহের সারণিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. iiও iii
ঘ. i, ii ও iii
২০. শিল্পকলাকে সমাজের দর্পণ বলা হয় কেন?
ক. পারিবারিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন থাকে বলে
খ. সমাজজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
গ. ব্যক্তিজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
ঘ. নাগরিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
২১. বর্তমান সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান এটির অপকারিতা বা এটি কমানোর প্রশ্নে তাত্ত্বিক দিক থেকে কী ধরনের ভূমিকা রাখবে?
ক. সিদ্ধান্ত প্রদান করবে
খ. নিরপেক্ষ থাকবে
গ. মন্তব্য করবে না
ঘ. পরামর্শ দেবে
২২. সমাজবিজ্ঞানের পরিধির ক্ষেত্রে বলা যায় এটি
i. সমাজের পরিবর্তনশীলতার ওপর নির্ভরশীল
ii. গবেষক সংখ্যার ওপর নির্ভরশীল
iii. পারস্পরিক মিথস্ক্রিয়ার ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. iiও iii
ঘ. i, ii ও iii
২৩. সমাজবিজ্ঞানের শাখা হিসেবে 'জেন্ডার উন্নয়ন' বিষয়ে
আলোচিত হয়—
i.নারীমুক্তি আন্দোলন
ii. নারীর ক্ষমতায়ন
iii. সমাজে নারীর মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. iiও iii
ঘ. i, ii ও iii
২৪. সমাজবিজ্ঞান বিভিন্ন সামাজিক সম্পর্কের-
i .বিজ্ঞানভিত্তিক গবেষণা
ii. বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ
iii. বিজ্ঞানভিত্তিক পর্যালোচনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. iও iii
ঘ. i, ii ও iii
২৫. উন্নয়নকামী সমাজে সমাজবিজ্ঞান চর্চার লক্ষ্য হলো—
i.সমাজের সমস্যাবলি চিহ্নিতকরণ
ii.সমস্যাবলি সমাধানের নির্দেশনা দেওয়া
Iii. সমাজের সমস্যাবলির উৎপত্তি নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. iও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল-১০
১. রাফি এবং শুভ্র দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। রাফি যে বিষয়ে পড়ে তার মূল আলোচ্য বিষয় হলো সমাজ । অপরদিকে শুভ্রর বিষয়টির মূল আলোচ্য বিষয় মানুষ ও তার সংস্কৃতি ।
[ঢা. বো., ম. বো., দি, বো, কু. বো., চ, বো, সি. বো, য. বো. ২২]
ক. সমাজবিজ্ঞানের জনক কে?
খ. “সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ” – ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে বর্ণিত রাফির অধ্যয়নের বিষয়টি ব্যাখ্যা করো ।
ঘ. শুভ্র ও রাফির পঠিত বিষয় পরস্পর সম্পর্কযুক্ত— ব্যাখ্যা করো ।
২. ফাহিম বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে অধ্যয়ন করে তার মূল আলোচ্য বিষয় মূলত সমাজ, সামাজিক সম্পর্ক, সামাজিক কার্যাবলি, সামাজিক দল-প্রতিষ্ঠান ইত্যাদি। অপরদিকে, তার বন্ধু তারেক যে বিষয়টিতে অধ্যয়ন করে তার মূল আলোচ্য বিষয়— মানুষ, তার উদ্ভব ও বিকাশ, মানুষের দৈহিক গঠন ও সংস্কৃতির ভিন্নতা ।
[চ. বো, সি. বো, য. বো. ২১]
ক. শিকার ও খাদ্য সংগ্রহ সমাজের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
খ. সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ— ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে তারেকের অধ্যয়নকৃত বিষয় কোনটি বলে তুমি মনে কর? ব্যাখ্যা করো ।
ঘ. ফাহিমের অধীত বিষয়টির ব্যাপকতা গভীর— বিশ্লেষণ করো ।
৩. বাজিতপুর গ্রামের বর্গাচাষী রহিম মিয়ার আজ খুশির দিন। কেননা, নতুন ফসল কেটে সে আজ বাড়িতে তুলেছে। রহিমের স্ত্রী ও ছেলেমেয়েরাও আজ খুব আনন্দিত। তারা মায়ের কাছে নতুন ধানের চাল দিয়ে পিঠা ও পায়েস খাওয়ার আবদার করছে। রহিম মিয়ার মনে দুঃখ, কষ্টে ফলানো ফসল অন্যের ঘরে চলে যায়। যদি নিজের কিছু জমি থাকতো তাহলে এ কষ্ট আর থাকতো না ।
[ঢা বো., রা. বো., দি. বো, চ. বো, সি. বো., য. বো. ১৯/
ক. “সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান”— সংজ্ঞাটি কার ?
খ. “সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান” – কথাটি বুঝিয়ে লেখো ।
গ. উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
৪. কাজল ও পারুল দুই বান্ধবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কাজল যে বিষয়টা নিয়ে পড়ছে, সেটিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। এটির উদ্দেশ্য হলো সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ককে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। অন্যদিকে পারুলের পঠিত বিষয় রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে।
[ঢা. বো., ম. বো., রা. বো., দি.বো., ব. বো. 21]
ক. ‘সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান'- উক্তিটি কার?
খ. ‘সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান'— কথাটি বুঝিয়ে লেখো ।
গ. উদ্দীপকে পারুলের অধ্যয়নের বিষয় কোনটি? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে কাজলের অধ্যয়নের বিষয়টির গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে— বিশ্লেষণ করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url