তাহারেই পড়ে মনে বোর্ড পরীক্ষার প্রশ্ন
এইচএসসি পরীক্ষাথীদের জন্য—-
কবিতাংশ :
তাহারেই পড়ে মনে
বোর্ড পরীক্ষার প্রশ্ন
১। 'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- এ চরণটিতে 'নীরব কেন' বলতে কবির কেমন অবস্থা বোঝায়?
[ ঢা. বো. ১৯]
ক) জীবন সম্পর্কে উদাসীনতা
খ) ঘুমিয়ে থাকা
গ)কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া
ঘ) শীতের চাদর মুড়ি দিয়ে থাকা
২। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি কোন ঋতুর বন্দনা
করেছেন? [বি. বো. ২২]
ক) গ্রীষ্ম
খ)শীত
(গ) বর্ষা
(ঘ) বসন্ত
৩। 'বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?'— ‘তাহারেই পড়ে মনে' কবিতার এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে—
[কু. বো. ১৯]
ক) গাছের বর্ণনা
(খ) কবির হাহাকার
(গ)কবির ব্যক্তিগত উচ্ছ্বাস
ঘ) মাঘের সন্ন্যাসী
৪। . 'তাহারেই পড়ে মনে' কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে
কি না জানতে চাওয়া হয়েছে? [কু. বো. ১৭]
ক) আমের মুকুল
খ) দখিনা সমীর
গ)দক্ষিণ দুয়ার
ঘ) বাতাবি লেবুর ফুল
৫. 'তাহারেই পড়ে মনে' কবিতায়— ‘কোথা তব নব পুষ্পসাজ'–
উক্তিটি কার উদ্দেশে বলা হয়েছে?
ক) বসন্তের
খ) কবির
গ) ভক্তের
ঘ) শীতের
৬. 'বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি'— এ মিনতি করে—
[দি. বো. ১৬]
ক) কবি-ভক্ত
খ) প্রিয়জন কবি
ঘ) দখিনা সমীর
৭. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন?
[কু, বো. ১৫]
ক) বাতাবি নেবুর ফুল ফোটায়
খ) দখিনা বাতাস বয়ে যাওয়ায়
গ) কবি-ভক্তের আহ্বানে
ঘ) প্রকৃতির অমোঘ নিয়মে
৮. নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে?
/য. বো. ১৭/
(ক) কহিল সে কাছে সরে আসি
খ)কহিল সে মৃদু মধু-স্বরে
গ) কহিল সে সুদূরে চাহিয়া
(ঘ) কহিল সে পরম হেলায়
৯. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কে অর্ঘ্য বিরচন করে?
[ক. বো. ১৫]
(ক) কবি
খ) শীত
গ)ভক্ত
ঘ) বসন্ত
১০. 'তাহারেই পড়ে মনে' কবিতায় 'বিমুখতা' বলতে কী বোঝানো হয়েছে?
[সি. বো. ১৫]
(ক) ঘৃণা
(খ) অসচেতনতা
(গ) অপ্রসন্নতা
(ঘ) অবজ্ঞা-
১১. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন?
[বি. বো. ১৬]
ক) ফাল্গুন
গ) পাঠক
(খ) অপ্রসন্নতা
(ঘ) ঋতুরাজ
১২. ‘কহিল সে কাছে সরে আসি – পরের পক্তি কোনটি ?
[য. বো. ১৬]
ক) কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী
(খ) বাতাবি নেবুর ফুল ফুটেছে কি
গ) নাই হলো, না হোক এবারে
ঘ) শুনি নাই, রাখিনি সন্ধান
১৩. 'তাহারেই পড়ে মনে' কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কী?
ঢা বো. ১৫
ক) শীতকাল বারবার শূন্য হাতে ফিরে আসে
(খ) শীতকাল খালি হাতে বিদায় নেয়
গ) শীতকাল কুয়াশার চাদর গায়ে বিদায় নেয়
ঘ) শীতকালে গাছের পাতা ঝরে যাওয়ায়
১৪. তাহারেই পড়ে মনে' কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে?
[দি. বো. ১৯]
ক) কুহেলি উত্তরী
খ) ঋতুর রাজন
গ) মাঘের সন্ন্যাসী
ঘ) দখিনা সমীর
১৫. “ফুল কি ফোটেনি শাখে?’– কে এই প্রশ্ন করেছেন ?
[য. বো. ২২]
ক) মনের আনন্দে
খ) উদাসীনতার জন্য
গ) কবির মন জুড়ে থাকা
ঘ)প্রিয়জন তারানোর বেদনা
১৬. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় অর্ঘ্য বিচরন করে?
ক) ঘৃণা
খ) মাঘের সন্ন্যাসীকে
গ) বসন্তের বিপরীত রূপ
ঘ) বসন্ত
১৭. ‘পুষ্পশূন্য দিগন্তের পথে –এর প্রতীকী তাৎপর্য কোনটি?
[রা. বো. ১৫]
(ক) বসন্তকে
খ) শীত প্রকৃতির রিক্ততা
গ) পত্রপুষ্পহীন আদিগন্ত পথ
ঘ) কবির মন জুড়ে থাকা প্রিয়জন তারানোর বেদনা
১৮. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে?
ক) ফাগুন
খ) আমের মুকুল
গ)বাতাবি নেবু
ঘ)দখিনা সমীর
১৯. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা?
[চি. বো. ১৫]
ক) বসন্তের
খ) শীতের
গ) ভক্তের
ঘ) নিজের
২০. ‘তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যবহৃত ‘উত্তরী' শব্দের অর্থ কী?
[চ বো. 22]
ক) কুয়াশা
খ) চাদর
গ) উত্তর দিক
ঘ) শীতের তীব্রতা
tahara pora mone
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url