সংখ্যা

ডিপ্লোমা(নার্সিং) IHT & MATS এর ১০০% কমন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



বিগত বছরের প্রশ্ন 

বিএসসি 

১.পাঁচ অঙ্কের ক্ষুদতম ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 

[BSC: 22-23]
ক. 1000
খ. 100 
গ. 1
ঘ. 10
উত্তর:গ

২। দুইটি সংখ্যার পার্থক্য 16। যদি ছোট সংখ্যাটির বড়টির তবে ছোট সংখ্যাটি কত?

[BSC: 20-21]
ক. 24
গ. 33
খ. 30
ঘ. 18
উত্তর: ক

৩। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 

[BSC : 19-201]
ক. 48
খ. 49
গ. 53
ঘ. 50
উত্তর:গ

৪। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে বলা হয়-

[ডিপ্লোমা, ২১-২২]
ক. ধনাত্মক সংখ্যা
খ. দশমিক ভগ্নাংশ
গ. অঙ্কনাত্মক সংখ্যা
ঘ. ঋণাত্মক সংখ্যা
উত্তর: ঘ

৫। কোন সংখ্যার সাথে 2 যোগ করলে তা 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য হবে? 

[ ডিপ্লোমা নার্সিং- ২০২০-২১]
ক. 89
খ. 170
গ. 70
ঘ. 142
উত্তর: গ

৬। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 

[মিডওয়াইফারি,১৯-২০]
ক.48
খ. 49
গ. 53
ঘ. 50
উত্তর: গ

৭। 4, 6, 10, 18 সংখ্যার সিরিজের পঞ্চম সংখ্যাটি কত?

[ ডিপ্লোমা নার্সিং, ২০১৭-১৮]
ক. 36
খ. 34
গ. 32
 घ.30
উত্তর: খ

৮। 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 

[ডিপ্লোমা নার্সিং, ১৬- ১৭]
ক. 4টি
খ, 6টি 
গ. 7টি
ঘ. ৭টি
উত্তর: গ

৯। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুটি হলো- 

[ডিপ্লোমা নার্সিং, ১৬-১৭]
ক. 24, 25
খ.  20 , 24
গ. 23 , 24
ঘ. 23 , 29
উত্তর: গ

১০। 9 নিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে, মধ্যম অঙ্কটি কত?

 [ ডিপ্লোমা নার্সিং, ১৬-১৭]
ক. 4
খ, 6
গ. 7
ঘ.9
উত্তর: গ

১১. 2,4 এবং 6 এর ল.সা.গু কত? 

 [BSC: 18-19]
ক. 6
খ. 24
গ. 12
ঘ. 8
উত্তর: গ

১২। দুইটি সংখ্যার গুণফল 1536 সংখ্যা দুইটির ল.সা. 36 হলে গ.সা.গু কত?

[ডিপ্লোমা নার্সিং ২০১৮-১৭]
ক. 6
খ. 24
গ. 16
ঘ. 8
উত্তর: গ

১৩। 1+2+3+4+5+6+7+8+9..... 19 ?

[মিডওয়াইফারি ১৯-২০]
ক. 170
খ. 240
গ. 120
ঘ. 190
উত্তর: ঘ

[ডিপ্লোমা]

১.শূন্য থেকে ছোট সকল ৰাস্তাৰ সংখ্যাকে বলা হয়-- 

[ডিপ্লোমা নার্সিং: ২১-২২]
ক. ধনাত্মক সংখ্যা
খ. দশমিক ভগ্নাংশ
গ. অক্ষনাত্মক সংখ্যা
ঘ. ঋণাত্মক সংখ্যা
উত্তর: ঘ

2.কোন সংখ্যার সাথে 2 যোগ কলে তা 12, 18 24 দ্বারা বিভাজ্য হবে?

ক. 48
খ. 49
গ. 70
ঘ. 50
উত্তর: গ

৩। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 

[ মিডওয়াইফারি: ১৯-২০]
ক. 48
খ. 49
গ. 53
ঘ. 50
উত্তর: গ

8। 1+2+3+4+5+6+7+8+9+....19=? 

[মিডওয়াইফারি ১৯-২০]
ক. 180
খ. 340
গ. 170
ঘ. 190
উত্তর: ঘ

৫। 4, 6, 18 সংখ্যার সিরিজের পঞ্চম সংখ্যাটি কত?

 [ ডিপ্লোমা নার্সিং: ১৭-১৮]
ক. 36
খ. 34
গ. 25
ঘ. 30
উত্তর: খ

৬। 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 

[ ডিপ্লোমা নার্সিং: ১৬-১৭]
ক. 4টি
খ. চটি
গ. 7টি
ঘ. ৭টি
উত্তর: গ

৭। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুটি হলো-

 [ ডিপ্লোমা নার্সিং: ১৬-১৭] 
ক. 23 ও 24
গ. 22 ও 23
খ. 21 ও 22
ঘ. 24 ও 25
উত্তর: ক

৮। 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম অঙ্কটি কত?

 [ ডিপ্লোমা নার্সিং: ১৬-১৭]
ক. 6
খ. 7
গ. 8
ঘ. 9
উত্তর: খ

৯। দুইটি সংখ্যার গুণফল 1536 । সংখ্যা দুইটির ল.সা.গু 96 হলে গ.সা.গু কত?

 [ ডিপ্লোমা নার্সিং: ১৬-১৭]
ক. 24
খ. 32
গ. 16
ঘ. 12
উত্তর: গ

মিডওয়াইফারি

১.নিচের কোনটি যৌগিক সংখ্যা?

[ মিডওয়াইফারি: ২২-২৩]
A. 43
B. 69
C. 11
D. 79
উত্তর: খ







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url