সমার্থক শব্দ (নার্সিং)


ডিপ্লোমা(নার্সিং) IHT & MATS এর ১০০% কমন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 

বিএসসি  নার্সিং

1.'বৃক্ষ' শব্দের সমার্থক কোনটি? 

[BSC: 23-25]

(ক) মরুৎ
(খ) বারিদ
(গ) অটনী
(ঘ) ভোখায় বাংলা
উত্তর:গ

2.সর্বভুক্ত শব্দের সমার্থক শব্দ কোনটি? 

[BSC: 22-23 ]

ক. আগুন
খ. মাংসাশী
গ. রাক্ষস
ঘ. মিথ্যা
উত্তর:খ 

৩। 'সূর্য' এর সমার্থক শব্দ কোনটি? 

[BSC:14-15 ]

ক. সুধাংশু
গ. শশাঙ্ক
গ. আদিত্য
ঘ. মিথ্যা
উত্তর:গ.

৪। কোনটি সমার্থক শব্দ নয়- 

[BSC: 15-16]

ক. গুজব
খ. সংবাদ
গ. সন্দেশ
ঘ. বার্তা
উত্তর:ক

৫। সত্ত্ব শব্দের অর্থ 

[BSC: 15-16 ]

ক. নিত্য
গ. শুভ
খ. সাধু
ঘ. অস্তিত্ব

উত্তর ঘ.

৬। 'মার্তণ্ড' এ শব্দটির সমার্থক কোনটি?

 [BSC: 17-18 ]

ক. নিষ্ঠুর
গ. কেঠার
গ. সূর্য
ঘ.কন্যা
উত্তর গ

৭। 'জায়া' শব্দের সমার্থক শব্দ

 [BSC: 17-18]

ঘ. সাধু
খ. অর্ধাঙ্গী
ঘ. ভগিনী
ঘ. ভানু
উত্তর : খ 

৮। চাঁদ-এর সমার্থক শব্দ কোনটি? 

[BSC: 19-20]

ক. শশী
খ. অর্ধাঙ্গী
গ. অপ
ঘ. ভানু
উত্তর : ক 

৯। 'সমীর' শব্দের অর্থ কী? 

[BSC: 20-21]

ক. কুয়াশা
খ. রোদ
গ. বাতাস
ঘ. সমুদ্র
উত্তর: গ

১০। 'জ্ঞাতিবধবেদনা' শব্দটির অর্থ কোনটি?

[BSC: 21-221

ক. আঘাতপ্রাপ্ত হলে যে বেদনা 
খ. কারো মৃত্যুর কারণে তৈরি হওয়া যন্ত্ৰণা
গ. আত্মীয় হত্যার যন্ত্রণা যন্ত্রণা
ঘ. বিচ্ছেদ বা দূরত্ব তৈরী হওয়ার জন্য
উত্তর: গ

১১। 'সমুদ্র' এর প্রতিশব্দ নয় কোনটি? 

[BSC: 21-22]
ক. অর্ণব
খ. রত্মাকর
গ. পারাপার
ঘ. অঙ্গীকার

উত্তর: ঘ

১২। 'মে

ঘ' শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?

 [BSC: 21-22]

ক. সিন্ধু
খ. অদ্রি
গ. অভ্র
ঘ. বারিদ
উত্তর: ঘ

[ ডিপ্লোমা]


১৩. 'বিদ্যুৎ' শব্দের সমার্থক কোনটি?

 [ ডিপ্লোমা নার্সিং, ২৩-২৪]

ক. প্রভাকর
গ. অনল
ক. সবিতা
গ. আদিত্য
উত্তর: খ

১৪.সূর্য' এর সমার্থক শব্দ নয় কোনটি?

 [ডিপ্লোমা: ২২-২৩)

(খ) ক্ষণপ্রভা

(ঘ) সুধাকর

খ. মিহির

খ. অবনী

১৫। ‘সূর্য' এর সমার্থক শব্দ কোনটি?

 [ ডিপ্লোমা নার্সিং ১৪-১৫]

ক. সুধাতে

খ. বিষ্ণু

গ. শশাঙ্ক

ঘ. আদিত্য



১৬। 'ডাকাবুকো' শব্দের অর্থ- 

ডিপ্লোমা নার্সিং ১৫-১৬]

ক. প্রসস্ত বক্ষ
খ. দুরন্ত
গ. ডাকাত
ঘ. পাষণ্ড
উত্তর: খ

১৭। 'কৌমুদী' শব্দের সমার্থক শব্দ কোনটি? 

[ ডিপ্লোমা নার্সিং, ১৫-১৬]

ক. শাপলা
খ.  জোসনা
গ. পর্বত
ঘ. সরোবর
উত্তর: খ

১৬। 'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনটি? 

 ডিপ্লোমা নার্সিং, ১৫-১৬]

ক. নভ
খ. অচল
গ. মিথ্যা
ঘ. ব্যোম
উত্তর: খ

১৭.‘অর্বাচীন' শব্দের অর্থ কি? 

ডিপ্লোমা নার্সিং ১৬-১৭]

ক. বোকা
খ. মুর্খ
গ. নিবোধ
ঘ. সরল

উত্তর: খ

১৮। কোন জোড়াটি ‘ঊর্মি' শব্দের সমার্থক?

[ডিপ্লোমা নার্সিং, ১৭-১৮]

ক. তরঙ্গ, তুঙ্গ
খ. ঢেউ, পৃথ্বীশ
গ. বীচি, হিল্লোল
ঘ. কল্লোল, মনোজ
উত্তর: ক

১৯.'অম্বু' শব্দের অর্থ কী?

 [ ডিপ্লোমা নার্সিং, ১৮-১৯]

ক. পানি
খ. সাগর
গ. আকাশ
ঘ. আগুন
উত্তর:ক

২০। অপলাপ শব্দের অর্থ কী? 

 [ডিপ্লোমা নার্সিং, ১৯-২০ ]

ক. অস্বীকার
খ. অসদালাপ
ঘ. প্রলাপ
ঘ. আগুন
উত্তর: ক

২১. ‘উত্ম’ এর সমার্থক শব্দ কোনটি?  

[ডিপ্লোমা নার্সিং, ১৯-২০]

ক. দীনতা
খ. নিভু
গ. বিকাশ
ঘ. প্রধান
উত্তর: ঘ

২২। ‘বসুমতি' শব্দটির সমার্থক শব্দ কোনটি? 

[ ডিপ্লোমা নার্সিং ২০-২১]

ক. ধরিত্রী
গ. কানন
খ. গিরি
ঘ. ফুল
উত্তর: ক

২৩। ‘চন্দ্র’এর সমার্থক শব্দ কোনটি? 

[ডিপ্লোমা নার্সিং ২০-২১]

ক. মিহির
গ. রবি
খ. হিরণ
ঘ. শশী
উত্তর: ঘ

২৪। কোকিল-এর সঠিক প্রতিশব্দ কোনটি? 

[মিডওয়াইফারি ১৮-১৯]

ক. পিক
খ. পরভৃত 
গ. পাবক
ঘ. অংশু

উত্তর: খ

১৩। নিচের কোনটি ‘খবর' এর সমার্থক শব্দ নয়? 

[মিডওয়াইফারি: ১৮-১৯]

ক. তথ্য
খ. বার্তা
গ. সংবাদ
ঘ. প্রচার
উত্তর: ঘ

১৪। নিচের কোনটি ‘গর্জন' এর সমার্থক শব্দ নয়?

 [মিডওয়াইফারি: ১৮-১৯]

ক. নিনাদ
খ. চিৎকার
গ. কলহ
ঘ. শোর
উত্তর: গ

১৫। নিচের কোনটি 'নদী' এর সমার্থক শব্দ নয়?

 [মিডওয়াইফারি: ১৮-১৯]

গ. শকট
খ. তটিনী
গ. বারিধি
ঘ. কল্লোলিনী

উত্তর: গ

১৬। ‘চৌহদ্দি' শব্দের অর্থ কী? 

[মিডওয়াইফারি: ১৮-১৯]

ক. চালাক
খ. সীমানা
ঘ. চার কোনা
ঘ. ভানু

উত্তর: খ

১৭। চাঁদ এর সমার্থক শব্দ কোনটি?

 [মিডওয়াইফারি: ১৯-২০]

ক. শশী
খ. অক
গ. অপ
ঘ. ভানু
উত্তর: ক


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url