অধ্যায় ৪ : নিউটনিয়ন বলবিদ্যা(QUIZ)
অধ্যায় ৪ : নিউটনিয়ন বলবিদ্যা
১। 3kg ভরের একটি বস্তু 7ĵ বেগে চলমান। 1s ধরে একটি বল প্রয়োগ করা হলে বস্তুটির নতুন বেগ 7î+12ĵ হলে বলের মান কত?
[বুয়েট ২০-২১]
A. 39.80૦ B. 39.70૦ C. 39.50૦ D. 39.40૦
A. 39.80૦ B. 39.70૦ C. 39.50૦ D. 39.40૦
২। 3kg ভরের একটি বস্তুর উপর 10N বল প্রয়োগ করলে বস্তুটি 3m/s² ত্বরণে চলতে থাকে। বস্তুটির উপর কত ঘর্ষণ বল প্রয়োগ করবে?
[কুয়েট ০৭-০৮]
A. 16N B. 13N C. 6N D. 3N E. 1N
A. 16N B. 13N C. 6N D. 3N E. 1N
৩। যদি 5kg ভরের একটি বন্দুক থেকে 20k ভরের একটি গুলি 1000m/s গতিতে ছোঁড়া হয় তবে বন্দুকের পশ্চাৎ বেগ কত ?
[কুয়েট ০৬-০৭]
A. 4 m/s B. 4000 m/s C. 40m/s D. 4 cm/s E. 400 m/s
A. 4 m/s B. 4000 m/s C. 40m/s D. 4 cm/s E. 400 m/s
৪। 20 বার ঘুরবার পর একটি বৈদ্যুতিক পাখার কৌণিক বেগ 30rad/sec হতে হ্রাস পেয়ে 10 rad/sec হয়। কৌণিক মন্দন হবে--
[কুয়েট ১১-১২]
A. 3. 18 rad/sec B. 2.5 rad/sec C. 2 rad/sec D. কোনোটিই নয়
A. 3. 18 rad/sec B. 2.5 rad/sec C. 2 rad/sec D. কোনোটিই নয়
৫। 0.150 kg ভরের একটি পাথরখন্ডকে 0.75m লম্বা একটি সুতার একপ্রান্তে বেঁধে বৃত্তাকার পতে প্রতি মিনিটে 90 বার ধুরলে সুতার উপর টান নির্ণয় কর ?
[কুয়েট ১১-১২]
A. 9.99 N B. 9.90 N C. 9.99 kN D. 9.95 N D. 9.98 N
A. 9.99 N B. 9.90 N C. 9.99 kN D. 9.95 N D. 9.98 N
৬। 5kg ভর ও 0.25 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলুন 50 rad/sec কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত ?
[চুয়েট ১৫-১৬]
A. 0.078 J B. 390.63 J C. 0.73 J D. 585.94 J
A. 0.078 J B. 390.63 J C. 0.73 J D. 585.94 J
৫। আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয় ?
[চুয়েট ১০-১১]
A.ভরবেগের নিত্যতা সূত্র
A.ভরবেগের নিত্যতা সূত্র
B. নিউটনের গতির প্রথম সূত্র
C. অভিকর্ষজ সূত্র
C. অভিকর্ষজ সূত্র
D. কোনোটিই নয়
৬। 16 kg ভরের একটি স্থির বস্তুর উপর 4s ব্যাপী 8N বল প্রযুক্ত হলো। উক্ত বস্তুটির বেগের
৬। 16 kg ভরের একটি স্থির বস্তুর উপর 4s ব্যাপী 8N বল প্রযুক্ত হলো। উক্ত বস্তুটির বেগের
পরিবর্তন হবে--
[চুয়েট ১০-১১]
A. 0.5ms-1 B. 2.0ms-1 C. 4.0ms-1 D.8.0ms-1
A. 0.5ms-1 B. 2.0ms-1 C. 4.0ms-1 D.8.0ms-1
৭। একটি লিফট 1m/sec^2 ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65kg হলে তিনি যে বল অনুভব করবেন--
[চুয়েট ১১-১২]
A. 350N B. 572N C. 250N D. Nons of these
A. 350N B. 572N C. 250N D. Nons of these
৮। 1000 kg ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে। বাতাসের ঘর্ষণ বল 1800N উড়োজাহাজের উপর প্রযুক্ত নীট বল হবে--
[রুয়েট ১২-১৩]
A. 0 N B. 1 1800N C. 1800 N D. 9800N
A. 0 N B. 1 1800N C. 1800 N D. 9800N
৯। আনুভূমিক মেঝেতে স্থিরাবস্থায় ওজনের একটি ঝুড়িকে সরাতে কমপক্ষে 200 N আনুভূমিক ধাক্কার প্রয়ােজন। স্থিরাবস্থায় ঘর্ষণ সহগের মান--
[রুয়েট ১২-১৩]
A. 0.25 B. 0.125 C. 0.50 D. 4.00
A. 0.25 B. 0.125 C. 0.50 D. 4.00
১০। কোন ধরণের কনার বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয় ?
[মেডিকেল ১৬-১৭]
A. নিউট্রন B. মেসন C. গ্যাভিট্রন D. ফোটন
A. নিউট্রন B. মেসন C. গ্যাভিট্রন D. ফোটন
১১। 60kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10ms-1 এ বৃদ্ধি পাবে ?
[মেডিকেল ১৬-১৭]
A. 20N B. 40N C. 10N D. 50N
A. 20N B. 40N C. 10N D. 50N
১২। সর্বাপেক্ষা দুর্বল মৌলিক বল হলো--
[মেডিকেল ১৬-১৭]
A. তড়িৎ চৌম্বক বল B. সবল নিউক্লিয় বল
C. মহাকর্ষ বল D. দুর্বল নিউক্লিয় বল
A. তড়িৎ চৌম্বক বল B. সবল নিউক্লিয় বল
C. মহাকর্ষ বল D. দুর্বল নিউক্লিয় বল
১৩। 10kg ভরের একটি বস্তু 12ms-1 বেগে চললে ভরবেগের পরিমান কত ?
[মেডিকেল ১৫-১৬]
A. 120kg ms-1 B. 10kg ms-1 C. 12kg ms-1 D. 1.2kg ms-1
A. 120kg ms-1 B. 10kg ms-1 C. 12kg ms-1 D. 1.2kg ms-1
১৪। কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভূক্ত নয় ?
[মেডিকেল ১৩-১৪]
A. মহাকর্ষ বল B. তড়িৎ চৌম্বক বল
C. নিউক্লীয় দুর্বল বল D. ঘাত বল
A. মহাকর্ষ বল B. তড়িৎ চৌম্বক বল
C. নিউক্লীয় দুর্বল বল D. ঘাত বল
১৫। নিম্নে উল্লেখিত কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাঙ্গে আবদ্ধ করে পরমানু তৈরি করে ?
[মেডিকেল ০৭-০৮]
A. দুর্বল নিউক্লিয় বল B. মহাকর্ষ
C. তড়িৎ চৌম্বক বল D. সবল নিউক্লীয় বল
A. দুর্বল নিউক্লিয় বল B. মহাকর্ষ
C. তড়িৎ চৌম্বক বল D. সবল নিউক্লীয় বল
১৬। 0.2 kg ভরের একটি বস্তুকে 0.5m লম্বা রশিতে বেঁধে সমান্তরাল বৃত্তাকারে 4rad s-1 বেগে ঘুরালে রশির ঘূর্ণয়মান শক্তি N কত হবে ?
[মেডিকেল ০৮-০৯]
A. 0.4 B. 0.6 C. 0.8 D. 1.6
A. 0.4 B. 0.6 C. 0.8 D. 1.6
১৭। 10k ভরের একটি বুলেট 4kg ভরের একটি বন্দুক থেকে 200ms-1 বেগে নিক্ষিপ্ত হল। বন্দুকটির পশ্চাৎ বেগ কত হবে ?
[মেডিকেল ০৫-০৬]
A. 0.7ms-1 B. 0.6ms-1 C. 0.5ms-1 D. 0.5kms-1
A. 0.7ms-1 B. 0.6ms-1 C. 0.5ms-1 D. 0.5kms-1
১৮। যদি মহাকর্ষ বলের সূচক হয় 1, তবে সবল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা কত ?
[মেডিকেল ০৫-০৬]
A. 10^30 B. 10^41 C. 1 D. 10^39
A. 10^30 B. 10^41 C. 1 D. 10^39
১৯। জড়তার ভ্রামন (Moment of Inerita) এর একক-
[মেডিকেল ০৫-০৬]
A. kgm^2 B. mgmm^2 C. mgcm^2 D. gmm^2
A. kgm^2 B. mgmm^2 C. mgcm^2 D. gmm^2
২০। একটি চাকার ভর 10kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5m এর জড়তার ভ্রামন কত ?
A. 2.5kgm-2 B. 2.5kgm C.50kgm-2 D. 50kgm২১। সবচেয়ে দুর্বল বল কোনটি ?
[আর্মি মেডিকেল ২০-২১]
A. সবল নিউক্লীয় বল B. দুর্বল নিউক্লীয় বল C. মহাকর্ষ বল D. তড়িৎ চৌম্বকীয় বল
A. সবল নিউক্লীয় বল B. দুর্বল নিউক্লীয় বল C. মহাকর্ষ বল D. তড়িৎ চৌম্বকীয় বল
২২। কোনটি ঘর্ষণ বল (Frictional Force) এর উদাহরণ ?
[ডেন্টাল ২০-২১]
A. সংরক্ষণশীল শক্তি B. সমন্বিত শক্তি
C. আঠালো শক্তি D. অ-সংরক্ষণশীল শক্তি
A. সংরক্ষণশীল শক্তি B. সমন্বিত শক্তি
C. আঠালো শক্তি D. অ-সংরক্ষণশীল শক্তি
২৩। জড়তার ভ্রমক কোনটির উপর নির্ভর করে ?
[ডেন্টাল ১৯-২০]
A. কৌনিক ত্বরণ B. চক্র গতির ব্যাসার্ধ
C. বস্তুর ভরের বন্টন D. ঘূর্ণন গতিশক্তি
A. কৌনিক ত্বরণ B. চক্র গতির ব্যাসার্ধ
C. বস্তুর ভরের বন্টন D. ঘূর্ণন গতিশক্তি
২৪। কোন কণার বিনিময়ের কারণে তড়িৎ চৌম্বকীয় বল ক্রিয়াশীল হয় ?
[ডেন্টাল ১৬-১৭]
A. বোসন B. ফোটন C. মেসন D. গ্রাভিটন
A. বোসন B. ফোটন C. মেসন D. গ্রাভিটন
২৫। তড়িৎ চুম্বকীয় বলের বাহক কোনটি ?
[ডেন্টাল ১৬-১৭]
A.ইলেকট্রন B. প্রোটন C. ফোটন D. নিউট্রন
A.ইলেকট্রন B. প্রোটন C. ফোটন D. নিউট্রন
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url