তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত সাজেশন

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত 

HSC ICT  আপডেট সাজেশন-2025

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



জ্ঞান ও অনুধাবনমূলক

  • প্রশ্ন-১. ই-লার্নিং কী? 
  • প্রশ্ন-২. ভার্চুয়াল রিয়েলিটি কী?
  • প্রশ্ন-৩. ন্যানোটেকনোলজি কী?
  • প্রশ্ন-৪. টেলিমেডিসিন কী?
  • প্রশ্ন-১. রোবোটিক্স কী? 
  • প্রশ্ন-২. ক্রায়োসার্জারি কী? 
  • প্রশ্ন-৩. ন্যানোমেডিসিন কী? 

খ নং প্রশ্ন (জ্ঞানমূলক)

  • প্রশ্ন-১. "ফোর-জি টাওয়ার" শব্দটির কাজ করার প্রযুক্তি ব্যাখ্যা করো।  
  • প্রশ্ন-২. ভার্চুয়াল রিয়েলিটি বলতে কী বুঝ? ব্যাখ্যা করো। 
  • প্রশ্ন-৩. ক্যালকুলেটর (গণনাকারী যন্ত্র)-এর মূল চালিকাশক্তি ব্যাখ্যা করো। 
  • প্রশ্ন-৪. ভূমির আকারের ডিজিটাল ম্যাপ তৈরিতে কীভাবে ড্রোন ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
  • প্রশ্ন-৫.অটোনোমাস রোবট ব্যাখ্যা করো। । 
  • প্রশ্ন-৬. ঘরের মধ্যেই ওয়াইফাই শব্দের ব্যাখ্যা করো। 
  • প্রশ্ন-৭. কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের প্রোগ্রামিং সিস্টেম বুঝিয়ে লেখো। 
  • প্রশ্ন-৮. আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা কর। 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কম্পিউটারের সর্বস্তরের যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন?

উ: (ক) সফটওয়্যার

২. তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

উ: (গ) তথ্য প্রযুক্তি

৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

উ: (ঘ) ভার্চুয়াল রিয়ালিটি

৪. অনলাইনে মাধ্যমে দরখাস্ত আহ্বান করাকে কী বলে?

উ: (খ) ই-মেইল

৫. ই-কমার্স সুবিধা কোনটি?

উ: (খ) ই-পোস্ট

৬. লেনেদেনের নিরাপত্তা

উ: (ঘ) পণ্যের গুণগত মান যাচাই

৭.টেলিমেডিসিনের জন্য আবশ্যক - (Telemedicine requires -)

(a) মোবাইল নেটওয়ার্ক (Mobile Network)
(b) রোগ নির্ণয় কেন্দ্র (Disease Diagnosis Center)
(c) ভিডিও কনফারেন্স (Video Conference)
(d) উপরের কোনটি সঠিক? (Which of the above is correct?)
Answer: Likely (d) as all options are relevant to telemedicine.

৮.নিউরোনের বাস্তবায়ন করা হয় কোনটিতে? (Neurons are implemented in which of the following?)

(a) কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)
(b) ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality)
(c) বায়োমেট্রিক্স (Biometrics)
(d) উপরের কোনটি নয় (None of the above)
Answer: (a) Artificial Intelligence, specifically in neural networks.

৯.ভার্চুয়াল রিয়েলিটি কী ধরনের ইমেজ তৈরি করে? (What kind of images does virtual reality create?)

(a) এক-মাত্রিক (One-dimensional)
(b) দ্বি-মাত্রিক (Two-dimensional)
(c) ত্রি-মাত্রিক (Three-dimensional)
(d) বহু-মাত্রিক (Multi-dimensional)
Answer: (c) Three-dimensional

১০.ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোন কাজে নির্দেশ করে? (What does the HMD used in virtual reality indicate?)

(a) বিশেষ চশমা (Special Glasses)
(b) হাত গ্লাভস (Hand Gloves)
(c) বডি স্যুট (Body Suit)
(d) রিয়েলিটি ইঞ্জিন (Reality Engine)
Answer: (a) Special Glasses (HMD stands for Head-Mounted Display)

১১.কম্পিউটার সিমুলেশন প্রয়োগের কেন্দ্র কোনটি? (What is the center of application of computer simulation?)

(a) ক্রায়োসার্জারি (Cryosurgery)
(b) ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality)
(c) বায়োমেট্রিক্স (Biometrics)
(d) ভিডিও কনফারেন্সিং (Video Conferencing)
Answer: (b) Virtual Reality

১২.ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কী? (What is the new form of virtual reality?)

(a) সিমুলেটর (Simulator)
(b) অগমেন্টেড রিয়ালিটি (Augmented Reality)
(c) টেলিপ্রেজেন্স (Telepresence)
(d) অ্যানিমেটেড রিয়ালিটি (Animated Reality)
Answer: (b) Augmented Reality

১৩.টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি? (What is the field of application for telepresence?)

(a) ক্রায়োসার্জারি (Cryosurgery)
(b) বায়োমেট্রিক্স (Biometrics)
(c) ভার্চুয়াল ইন্টেলিজেন্স (Virtual Intelligence)
(d) ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality)
Answer: (d) Virtual Reality

১৪.বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবনের সমন্বয় কোনটি? (What is the combination of real life and virtual life?)

(a) টেলিপ্রেজেন্স (Telepresence)
(b) রোবোটিক্স (Robotics)
(c) অগমেন্টেড রিয়েলিটি (Augmented Reality)
(d) ক্রায়োসার্জারি (Cryosurgery)
Answer: (c) Augmented Reality

১৫.টেলিপ্রেজেন্স কোনটির সাথে সম্পর্কযুক্ত? (Telepresence is related to which of the following?)

(a) ভয়েস (Voice)
(b) ইমেজ (Image)
(c) ভিডিও (Video)
(d) ক্রায়োসার্জারি (Cryosurgery)
Answer: (c) Video

১৬.ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? (Which task can be done safely through virtual reality?)

(i) গবেষণা অভিযান (Research Expedition)
(ii) সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ (Military Combat Training)
(iii) পরিবেশ সুরক্ষা (Environmental Protection)
(d) নিচের কোনটি সঠিক? (Which of the following is correct?)
Answer: (d) i, ii, ও iii (all of the above)

১৭.ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে - (Virtual reality has an impact on -)

(i) সামরিক ক্ষেত্রে (Military Field)
(ii) প্রশিক্ষণ (Training)
(iii) শিক্ষা ক্ষেত্রে (Education Field)
(d) নিচের কোনটি সঠিক? (Which of the following is correct?)
Answer: (d) i, ii, ও iii (all of the above)

১৮.ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয় হলো - (The important aspects of virtual reality are -)

(i) স্পর্শ (Touch)
(ii) মস্তিষ্ক (Brain)
(iii) টেলিপ্রেজেন্স (Telepresence)
(d) নিচের কোনটি সঠিক? (Which of the following is correct?)
Answer: (d) i, ii, ও iii (all of the above)

১৯.তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? (Which programming language is used in third generation computers?)

(a) COBOL
(b) ORACLE
(c) HTML
(d) PROLOG
Answer: (a) COBOL

২০.কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং রোবোটিক্স - এর সাথে সংশ্লিষ্ট? (What is the relationship between artificial intelligence (AI) and robotics?)

(a) মহাকাশ গবেষণা (Space Research)
(b) রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (Robotics Engineering)
(c) ক্রায়োসার্জারি (Cryosurgery)
(d) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering)
Answer: (b) Robotics Engineering

২১.মানব দেহের ভাবনা-চিন্তাকে মডেল বানানোর প্রযুক্তির নাম কী?

১.  ন্যুরোমেট্রিক্স
২.  কৃত্রিম বুদ্ধিমত্তা
৩.  বায়োইনফরমেটিক্স
৪.  বায়োমেকানিক্স
উ:২

২২.মানুষের ভাষা ফোকাস না করে কাজ সম্পন্ন করার প্রযুক্তি কোনটি?

১.  রোবোটিক্স
২.  ভার্চুয়াল রিয়েলিটি
৩.  ন্যানোটেকনোলজি
৪.  কৃত্রিম বুদ্ধিমত্তা
উ: ৪

২৩.মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কী বলে?

১.  ডিপ লার্নিং
২.  কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক
৩.  নিউরাল পাথ
৪.  মেশিন লার্নিং
উ: ২

২৪.রোবট তৈরিতে কয়টি বিশেষ বৈশিষ্ট্য থাকার কথা বলা হয়?

১.  ৪
২.  ৬
৩.  ৮
৪.  ১০
উ: ১

২৫.কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ—

i.  রোবট চালনা
ii.  ফাজি লজিক
iii.  লার্নিং সিস্টেম
নিচের কোনটি সঠিক?
১.  i ও ii
২.  ii ও iii
৩.  i ও iii
৪.  i, ii ও iii
উ: ৪

২৬.কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো—

i.  MATLAB
ii.  SHRDLU
iii.  CSS
নিচের কোনটি সঠিক?
১.  i ও ii
২.  ii ও iii
৩.  i ও iii
৪.  i, ii ও iii
উ:১

২৭.AI এর ক্ষেত্রগুলো হলো—

i.  মেশিন লার্নিং
ii.  রোবটিক্স
iii.  ওয়ার্ড প্রসেসিং
নিচের কোনটি সঠিক?
১.  i ও ii
২.  ii ও iii
৩.  i ও iii
৪.  i, ii ও iii
উ:১

২৮.রোবটিক্স কী?

১.  প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র
২.  ফরমায়ন
৩.  বিজ্ঞানের একটি শাখা
৪.  কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন
উ:৩

২৯.কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কী?

i.  এক্সপার্ট সিস্টেম
ii.  ফাজি লজিক
iii.  লার্নিং সিস্টেম
নিচের কোনটি সঠিক?
১.  i ও ii
২.  ii ও iii
৩.  i ও iii
৪.  i, ii ও iii
উ: ৪

৩০.রোবট গঠনে কয়টি শিক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়?

১.  ২
২.  ৩
৩.  ৪
৪.  ৫
উ: ২

৩১.ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?

১.  ন্যানোটেকনোলজি
২.  ভার্চুয়াল রিয়েলিটি
৩.  বায়োমেট্রিক্স
৪.  কৃত্রিম বুদ্ধিমত্তা
উ:৪

৩২.আবহাওয়ার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?

১.  বায়োমেট্রিক্স
২.  ভার্চুয়াল রিয়েলিটি
৩.  রোবটিক্স
৪.  কৃত্রিম বুদ্ধিমত্তা
উ: ৩

৩৩.কালের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?

১.  ১৮০°
২.  ৩৬০°
৩.  ৫৪০°
৪.  ৭২০°
উ:২

৩৪.শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতি কী?

১.  ক্রায়োসার্জারি
২.  ক্রায়োবায়োলজি
৩.  ক্রায়োথেরাপি
৪.  ক্রায়োনিক্স
উ:১

সৃজনশীল রচনামূলক

১.বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ সাথে তো মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব। হবে।কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির ত্রি-মাত্রিক মডেল প্রণয়ন করেন।
ক. ই-লানিং কী?
খ. কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকাশক্তি – ব্যাখ্যা করো । 
গ." নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। 
ঘ. উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রম বাজারের উপর কীরূপ প্রভাব ফেলবে?
২. দৃশ্যকল্প-১: ডাক্তার মনিরা মেডিকেল কলেজে তার শিক্ষার্থীদের কোনো ধরনের কাটা ছোঁড়া ছাড়াই অত্যাধিক নিম্ন তাপমাত্রায় বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময় সম্পর্কে পাঠদান করলেন।
দৃশ্যকল্প-২: ডা. মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন।
[বরিশাল বোর্ড ২০28]
ক. মহাকাশ অভিযান কী?
খ. ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তা আলোচনা করো।
ঘ. দৃশ্যকল্প-২ এ ড. মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে অপরিহার্য বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৩.ডা. জে. সি. দেব নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন। বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এসেছেন।এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশনে সফলতার সাথে এই  চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন ।
ক. CAD কী?
খ. ‘আচরণিক ডেটা' ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো।
৪.  মিস মোমেনা তার দোকান সম্প্রসারণে নতুন মেশিন আনেন। তার অফিসের একজন জানান নতুন প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে অধিক কাজ করা সম্ভব।
 মিস মোমেনা তার দোকানের জন্য মেশিন কিনেন।
ক.  প্রযুক্তি কি?
খ.  প্রযুক্তির ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব - একটি বাক্য লেখ।
গ.  উদ্দীপকের আলোকে নতুন প্রযুক্তির বর্ণনা কর।
ঘ.  উদ্দীপকের আলোকে সুবিধা ও অসুবিধা আলোচনা কর। মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? যুক্তিসহ লেখ।
৫. একদিন মাহি তার বাবার কর্মস্থল পরিদর্শনে করতে যায়, যা ছিল একটি উৎপাদন কারখানা। 
কারখানায় প্রবেশ করতে তার বাবা একটি নির্দিষ্ট স্থানে তাকান, আর ছোট যন্ত্রাংশকে খুঁজি পায়। 
এরপর তিনি একটি সেগনের আগুন রাখেন, যার মাধ্যমে তিনি উৎপাদন ইউনিটে প্রবেশ করেন। 
মাহি অবাক হয়ে দেখে যে পণ্য সাজানোর, বাছাই, প্যাকিং এবং প্যাকেটজাতের সকল কাজ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। সেখানে কোনো মানুষের অংশগ্রহণ নেই।
ক.  অটোমেশন বিষয় কী?
খ.  অটোমেশনের চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।
গ.  উৎপাদন ইউনিটের অভ্যন্তরে ব্যবহৃত প্রযুক্তির বিবরণ দাও।
ঘ.  ছোট এবং উৎপাদন ইউনিটে প্রবেশের জন্য ব্যবহৃত প্রযুক্তিগুলো ব্যাখ্যা কর।
৬.  নাবিল তাদের আবহাওয়া এবং জলের দৈনিক অবস্থা পর্যবেক্ষণ করে। নাবিলের প্রযুক্তি ব্যবহার করে।অন্যদিকে গুগল ম্যাপের মাধ্যমে কম পানিতে বেড়ে ওঠে। অন্যদিকে গুগল বিজ্ঞানী আবিষ্কার করেন একটি কম্পিউটার প্রসেসর আবিষ্কার করেন যা গুগল কম্পিউটার তৈরি করে।
ক.  IoT কী?
খ.  আমাদের সামাজিক জীবনে আইসিটির প্রভাব উল্লেখ কর।
গ.  নাবিল প্রযুক্তি কী এবং সেই প্রযুক্তির ব্যবহারের সুযোগ-সুবিধাগুলো ব্যাখ্যা কর।
ঘ.  গুগলের ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে লেখ এবং কোন ধরনের সুবিধা আমরা পেতে পারি, ব্যাখ্যা কর।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url