আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম জ্ঞানমূলক সাজেশন
জ্ঞানমূলক প্রশ্নোত্তর (Part-3)
Q ➤ ২১. RDBMS কী?Ans ➤ রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ (RDBMS) বলা হয়।
Q ➤ ২২. ডেটা টাইপ কী?Ans ➤ ডেটাবেজের ফিল্ডে এন্ট্রিকৃত ডেটার ধরনই হলো এর ডেটা টাইপ।
Q ➤ ২৩. Text ডেটা টাইপ কী?Ans ➤ সাধারণত বর্ণভিত্তিক ডেটার ক্ষেত্রে যে ডেটা টাইপ ব্যবহার করা হয় তাকে Text ডেটা টাইপ বলে । এটি একসিস-২০১৬ ভার্সনে Long Text নামে পরিচিত।
Q ➤ ২৪. Memo ডেটা টাইপ কী?Ans ➤ যে ফিল্ডে বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি ৬৫,৫৩৬ সংখ্যা বর্ণ ব্যবহার করে লেখা যায় এবং সাধারণত মন্তব্য (Remark) ফিল্ডে যে ডেটা টাইপ ব্যবহার করা হয়, তাকে Memo ডেটা টাইপ বলা হয়।
Q ➤ ২৫. কুয়েরি কী?Ans ➤ ডেটাবেজে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় যে কোনো সংখ্যক ডেটাকে দ্রুত বা খুব সহজে খুঁজে বের করা, প্রদর্শন করা বা ছাপানোর কার্যকরী পদ্ধতিকে কুয়েরি বলা হয় ।
Q ➤ 26. SQLite কী?Ans ➤ SQLite একটি ওপেন সোর্স ও ফ্রি রিলেশনাল ডেটাবেজ সফটওয়্যার। এটি সি-ভাষার লাইব্রেরি, যা একটি ছোট, দ্রুত ও হাই রিলায়েবল এসকিউএল ডাটাবেজ ইঞ্জিন প্রয়োগ করে।
Q ➤ 27. DB Browser for SQLite কী?Ans ➤ DB Browser for SQLite উচ্চমানসম্পন্ন, ভিজুয়্যাল ও ওপেন সোর্স ডেটাবেজ সফটওয়্যার এবং SQLite এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
Q ➤ 28. SQL কী?Ans ➤ SQL এর পূর্ণ অর্থ হলো Structured Query Language। এটি একটি জনপ্রিয় কুয়েরি ল্যাঙ্গুয়েজ।
Q ➤ ২৯. SQL -কুয়েরি কী?Ans ➤ ডেটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যেকোনো কাজ করার জন্য SQL এর DDL,DMLইত্যাদি ভাষা ব্যবহার করে যে কুয়েরি করা হয় তাকে SQL কুয়েরি বলে।
Q ➤ ৩০. DDL কী?Ans ➤ প্রয়োজনীয় তথ্যের সাহায্যে ডেটাবেজ তৈরি, সংশোধন, বাতিল ইত্যাদি ডেটাবেজ ব্যবস্থামূলক কাজে ব্যবহৃত ভাষাকে DDL বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলে।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url