আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম জ্ঞানমূলক সাজেশন
জ্ঞানমূলক প্রশ্নোত্তর (Part-4)
Q ➤ ৩১. DML কী ?Ans ➤ ডেটাবেজের সকল তথ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (DML) বলে।
Q ➤ ৩২.সর্টিং কী?Ans ➤ সর্টিং হলো সাজানোর প্রক্রিয়া। ডেটাবেজের ডেটাকে Ascending বা Descending অর্ডারে সাজানোকেই সর্টিং বলে।
Q ➤ ৩৩. ইনডেক্স কী?Ans ➤ ডেটাবেজের টেবিলের রেকর্ডসমূহের অ্যাড্রেসকে কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইনডেক্স বলা হয়।
Q ➤ ৩৪. ইনডেক্সিং কী?Ans ➤ সুবিন্যস্তভাবে সঠিক নিয়মে তথ্যসমূহের সূচি তৈরিকে ইনডেক্সিং । সঠিক তথ্যকে দ্রুত খুঁজে বের করতে ইনডেক্সিং ব্যবহার করা হয়।
Q ➤ ৩৫.ডেটাবেজ রিলেশন কী ?Ans ➤ একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে।
Q ➤ ৩৬. One to One রিলেশন কী?Ans ➤ যদি দুটি টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা হয় যে, কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে One to One রিলেশন বলে।
Q ➤ ৩৭.One to Many রিলেশন কী?Ans ➤ যদি ডেটাবেজের কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক থাকে তখন তাকে One to Many রিলেশন বলা হয়।
Q ➤ ৩৮. Many to Many রিলেশন কী?Ans ➤ যদি কোনো ডেটাবেজের কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক থাকে তখন তাকে Many to Many রিলেশন বলা হয়।
Q ➤ ৩৯. রিপোর্ট কী?Ans ➤ রিপোর্ট অর্থ প্রতিবেদন। চাহিদামতো তথ্য/রেকর্ডকে সুবিন্যস্ত করে উপস্থাপনই হলো রিপোর্ট।
Q ➤ ৪০. কর্পোরেট ডেটাবেজ কী?Ans ➤ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা বিশেষ ধরনের প্রতিষ্ঠান যে বিশেষ পদ্ধতিতে তথ্য সংগ্রহ, পর্যালোচনা, বিশ্লেষণ ও উপস্থাপন করে, তাকে কর্পোরেট ডেটাবেজ বলে।
Q ➤ ৪১. ডেটা সিকিউরিটি কী?Ans ➤ অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাত থেকে ডেটাকে মুক্ত রাখার পদ্ধতিকে বলা হয় ডেটা সিকিউরিটি।
Q ➤ ৪২. ডেটা এনক্রিপশন বলতে কী বুঝ?Ans ➤ অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহার থেকে ডেটাকে নিরাপদ রাখার জন্য যে পদ্ধতিতে ডেটা ভেঙে এলোমেলো করা হয় তাকে ডেটা এনক্রিপ্টশন বলা হয় ।
Q ➤ ৪৩. প্লেইন টেক্সট কী?Ans ➤ এনক্রিপ্ট করার জন্য ইনপুট ডেটা অর্থাৎ, যেটিকে এনক্রিপ্ট করা হবে সেই পঠনযোগ্য টেক্সটকে প্লেইন টেক্সট বলে।
Q ➤ ৪৪. সাইফারটেক্সট কী?Ans ➤ এনক্রিপ্ট করার পর এনক্রিপ্টেড এলোমেলো ডেটাকে সাইফার টেক্সট বলে ।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url