কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়াকিং জ্ঞানমূলক সাজেশন-Quiz


HSC ICT  আপডেট সাজেশন-2025 (জ্ঞানমূলক)

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

Q ➤ ১. কমিউনিকেশন কী?


Q ➤ ২. মডুলেশন কী?


Q ➤ ৩. প্রোটোকল কী?


Q ➤ ৪. চ্যানেল কী?


Q ➤ ৫. ব্যান্ডউইথ কী?


Q ➤ ৬. ন্যারোব্যান্ড কী?


Q ➤ ৭. ভয়েস ব্যান্ড কী?


Q ➤ ৮. ব্রডব্যান্ড কী?


Q ➤ ৯. ডেটা ট্রান্সমিশন মেথড কী?


Q ➤ ১০. প্যারালাল ট্রান্সমিশন কী?


অনুধাবনমূলক প্রশ্ন

  • ডেটার নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি-কথাটি ব্যাখ্যা কর ।
  •  ডেটাবেজ রিলেশন তৈরির দুটি শর্ত লেখ ।****
  •  ডেটাবেজ রিলেশন তৈরির পর প্রাইমারি কী পরিবর্তন করা যায় না কেন? ব্যাখ্যা কর।***
  • বড় বড় প্রতিষ্ঠানের ডেটাবেজ? ব্যাখ্যা কর।
  • RDBMS-এ ছবি ইনসার্ট করার জন্য কোন ডেটা টাইপ ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর।
  • ডেটাবেজ ইনডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়- ব্যাখ্যা কর। 
  • SQL কে ডেটাবেজের হাতিয়ার বলা হয় কেন?***
  • ডেটাবেজ ইনডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়- বুঝিয়ে লেখ।
  • কেন ডেটা এনক্রিপশন করতে হয়? বর্ণনা কর ।
  • ইনডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়— বুঝিয়ে লেখ ।***
  • “সর্টিং ও ইনডেক্সিং এক নয়”- ব্যাখ্যা কর ।***

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url