শব্দ ও তরঙ্গ (Sound and Wave)
ডিপ্লোমা(নার্সিং) IHT & MATS এর ১০০% কমন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
শব্দ ও তরঙ্গ (Sound and Wave )
শব্দ (Sound) শব্দ শক্তির একটি বিশেষ তরঙ্গ রূপ যা আমাদের কানে শ্রবণের অণুভূতি জাগায় ।বস্তুর কম্পনের ফলেই শব্দের উৎপত্তি হয়। কোনো একটি কম্পমান বস্তু বা কণা এক সেকেণ্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে, তাকে তার কম্পাঙ্ক বলে।বস্তুর কম্পন হার্টষ (hz) এককে পরিমাপ করা হয় । মানবদেহে স্বরযন্ত্র শব্দ উৎপন্ন করে।
শব্দের তীক্ষ্ণতা
শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা কোন সুর চড়া ও কোন সুর মোটা তা বোঝা যায়", তাকে শব্দের তীক্ষ্ণতা বলে ।
শব্দের তীক্ষ্মতা ১০৫ ডিবি এর ওপরে মানুষ বধির হতে পারে। শব্দের তীক্ষ্মতা শব্দ তরঙ্গের বিস্তার (Wave amplitude) উপর নির্ভর করে।
একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ শূন্য পাত্রে বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি হয় ।লোকভতি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কারণ ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ
সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়।
তরঙ্গ (Sound)
কোন স্থিতিস্থাপক জড় মাধ্যমের বিভিন্ন কণার সমষ্টিগত পর্যায়বৃত্ত কম্পনের ফলে মাধ্যমে যে আলোড়ন সৃষ্টি হয়, তাকে তরঙ্গ বলে।তরঙ্গ দুই প্রকার । যথা:
- লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং
- আড় বা অনুপ্রস্থ তরঙ্গ।
শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ।
তরঙ্গ বেগ (v)=তরঙ্গ দৈর্ঘ্য (v)Xকম্পাঙ্ক (f)।
তরঙ্গ বেগ (v)=তরঙ্গ দৈর্ঘ্য (v)Xকম্পাঙ্ক (f)।
শব্দের দ্রুতি (Speed of Sound)
শব্দ প্রতি সেকেন্ড সে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতি বা দ্রুতি বলে। বাতাসে শব্দের দ্রুতি সেকেন্ডে ৩৩২ মিটার। কঠিন মাধ্যমে ( যেমন- ইসপআত, লোহা প্রভৃতি) শব্দ সবচেয়ে দ্রুত চলে, তরল মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে তার চেয়ে ধীরে চলে।
বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম আর ভ্যাকুয়াম বা শূন্যে -শব্দের দ্রুতি শূন্য।
বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম আর ভ্যাকুয়াম বা শূন্যে -শব্দের দ্রুতি শূন্য।
বিভিন্ন মাধ্যম শব্দের বেগের ক্রম কঠিন > তরল > বায়বীয় ।
ক. তাড়িতচৌম্বক তরঙ্গ
খ. আলোক তরঙ্গ
গ. যান্ত্ৰিক
ঘ. বেতার তরঙ্গ
উত্তর: গ
ক. বাতাস
গ. লোহা
খ. পানি
ঘ. শূন্য
ক. পানি
খ. বাতাসে
গ. শূন্যতায়
ঘ. ইস্পাতে
উত্তর: গ
ক. সবুজ আলো
গ. বেগুনি আলো
খ. লাল আলো
ঘ. হলুদ আলো
উত্তর: খ
ক. লোকভর্তি ঘরে মানুষের শোরগাল হয়
খ. শূন্য ঘর নীরব থাকে
গ. শূন্য ঘরের মন্দের শোষণ বেশি হয়
ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
উত্তর: গ
ক. শূন্য
খ. বায়বীয়
গ. কঠিন
ঘ. তল
উত্তর: গ
ক. বাড়ে
খ. সামান্য কমে
গ. কমে যায়
ঘ. অপরিবর্তিত থাকে
উত্তর: ক
ক. গামা রশ্মি
খ. অবলোহিত বিকিরণ
গ. আলোকে তরঙ্গ
ঘ. মাইক্রোওয়েভ
উত্তর: ঘ
ক. পর্যায়বৃত্ত গতি
খ. স্পন্দন গতি
গ. ত্বরণ নেই
ঘ. দৌলগতি
উত্তর: গ
ক. 20-200Hz
খ. 20-20000Hz
গ. 20-200000Hz
ঘ. 20-200Hz
উত্তর: খ
খ. বস্তুর তাপমাত্ৰা
গ. প্রতিধ্বনি
ঘ. শব্দ তরঙ্গ
উত্তর: ক
খ. ঠোট
গ. মুখ
ঘ. স্বরযন্ত্র
উত্তর: ঘ
খ. হার্টস
গ. মিটার
ঘ. মিটার/সে.
উত্তর: খ
খ. Ampere
গ. Chronometer
ঘ. Hydrometer
Ans:ক
খ. Light
গ. Heat
ঘ. Electricity
Ans:ক
খ. db
গ. uum -2
ঘ. uum-1
উত্তর: খ
খ. জুল
গ. এম্পিয়ার
ঘ. ডেসিবেল
উত্তর: ঘ
B. Frequency
C. Wave amplitud
D. Harmonic contentAns:
উত্তর: C
খ. বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
গ. বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি হয় বলে
ঘ. শব্দ কম্পাঙ্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে বলে
উত্তর: গ
খ. ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না
গ. বাদ্যের সুরকে মধুর করতে ফাঁপা বাক্স অত্যাবশ্যক
ঘ. ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য বৃদ্ধি হয়
উত্তর: ক
খ. লোক ভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
উত্তর: গ
শব্দের উৎস এবং আমাদের কোনের মধ্যবর্তী স্থানে যদি কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যম না থাকে তাহলে শব্দ আমাদের কানে পৌছাতে পারে না।
খ. Radio wave
গ. Sound wave
ঘ. Ultra-vilet
উত্তর: গ
খ. স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়
গ. বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তর: খ
খ. মাধ্যম
গ. চাপ
ঘ. আলো
উত্তর: খ
খ. শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না
গ. শব্দ কঠিন মাদ্যমে চলতে পারে না
ঘ. উপরের সব কয়টি
উত্তর: খ.
MCQ
বিগত বছরের প্রশ্ন
1.কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অণুভূতি জন্মায়?
[ডিপ্লোমা নার্সিং, ২১-২২]ক. তাড়িতচৌম্বক তরঙ্গ
খ. আলোক তরঙ্গ
গ. যান্ত্ৰিক
ঘ. বেতার তরঙ্গ
উত্তর: গ
2.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
[ডিপ্লোমা নার্সিং, ২০-২১]ক. বাতাস
গ. লোহা
খ. পানি
ঘ. শূন্য
3.কোন মাধ্যমে শব্দের বেগ বেশি?
[ মিডওয়াইফারি: ১৯-২০]ক. পানি
খ. বাতাসে
গ. শূন্যতায়
ঘ. ইস্পাতে
উত্তর: গ
4. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি?
[ মিডওয়াইফারি: ১৯-২০]ক. সবুজ আলো
গ. বেগুনি আলো
খ. লাল আলো
ঘ. হলুদ আলো
উত্তর: খ
5. লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ-
[মিডওয়াইফারি: ১৯-২০]ক. লোকভর্তি ঘরে মানুষের শোরগাল হয়
খ. শূন্য ঘর নীরব থাকে
গ. শূন্য ঘরের মন্দের শোষণ বেশি হয়
ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
উত্তর: গ
6.শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
[ মিডওয়াইফারি: ১৮-১৯]ক. শূন্য
খ. বায়বীয়
গ. কঠিন
ঘ. তল
উত্তর: গ
৭। বাতাসের আর্দ্রতা বাড়ালে শব্দের বেগ কেমন হয়?
[মিডওয়াইফারি: ১৮-১৯]ক. বাড়ে
খ. সামান্য কমে
গ. কমে যায়
ঘ. অপরিবর্তিত থাকে
উত্তর: ক
৮। রাডারে যে তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কী?
[মিডওয়াইফারি: ১৮-১৯]ক. গামা রশ্মি
খ. অবলোহিত বিকিরণ
গ. আলোকে তরঙ্গ
ঘ. মাইক্রোওয়েভ
উত্তর: ঘ
9.সরল ছন্দিত স্পন্দনের জন্য সঠিক নয়-
[ ডিপ্লোমা নার্সিং- ১৪-১৫]ক. পর্যায়বৃত্ত গতি
খ. স্পন্দন গতি
গ. ত্বরণ নেই
ঘ. দৌলগতি
উত্তর: গ
10. মানুষের শ্রাব্যতার সীমা-
[ডিপ্লোমা নার্সিং, ১৪-১৫]ক. 20-200Hz
খ. 20-20000Hz
গ. 20-200000Hz
ঘ. 20-200Hz
উত্তর: খ
11.শব্দ উৎপত্তির কারণ-
ক. বস্তুর কম্পনখ. বস্তুর তাপমাত্ৰা
গ. প্রতিধ্বনি
ঘ. শব্দ তরঙ্গ
উত্তর: ক
12.মানবদহে শব্দ উৎপন্ন করে-
ক. জিহ্বাখ. ঠোট
গ. মুখ
ঘ. স্বরযন্ত্র
উত্তর: ঘ
13.কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয় ?
ক. সেকেন্ডেখ. হার্টস
গ. মিটার
ঘ. মিটার/সে.
উত্তর: খ
14.শব্দের একক কোনটি?
ক. Decibelখ. Ampere
গ. Chronometer
ঘ. Hydrometer
Ans:ক
15.ডেসিবেল.... এর একক-
ক. Soundখ. Light
গ. Heat
ঘ. Electricity
Ans:ক
16.শব্দের তীক্ষ্ণতা মাপার একক কোনটি?
ক. Hzখ. db
গ. uum -2
ঘ. uum-1
উত্তর: খ
17.শব্দের তীব্রতা পরিমাপক একক কোনটি?
ক. ক্যালরিখ. জুল
গ. এম্পিয়ার
ঘ. ডেসিবেল
উত্তর: ঘ
18.The loudness of sound depends on--
A. Wave lengthB. Frequency
C. Wave amplitud
D. Harmonic contentAns:
উত্তর: C
19.একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ-
ক. শব্দ পাত্রের বাতাসের ভিতর দিয়ে দ্রুতবেগ প্রবাহিত হয় বলেখ. বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
গ. বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি হয় বলে
ঘ. শব্দ কম্পাঙ্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে বলে
উত্তর: গ
20.বাদ্যযন্ত্ৰসমূহ ফাঁকা থাকে কেন?
ক. ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়খ. ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না
গ. বাদ্যের সুরকে মধুর করতে ফাঁপা বাক্স অত্যাবশ্যক
ঘ. ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য বৃদ্ধি হয়
উত্তর: ক
21.লোকভর্তি হল ঘর শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
ক. শূন্য ঘর নীরব থাকেখ. লোক ভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
উত্তর: গ
সঞ্চালন (Propagaiton of Sound)
জন্য স্থতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। শব্দের উৎস এবং আমাদেরতস্থাপক জড় মাধ্যম না থাকে তাহলে শব্দবিস্তারের জন্য প্রতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়।শব্দের উৎস এবং আমাদের কোনের মধ্যবর্তী স্থানে যদি কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যম না থাকে তাহলে শব্দ আমাদের কানে পৌছাতে পারে না।
MCQ
1.নিজের কোন তরঙ্গে প্রসারণ এর জন্য মাধ্যমের প্রয়োজন হয়--
ক.x-tayখ. Radio wave
গ. Sound wave
ঘ. Ultra-vilet
উত্তর: গ
2.শব্দ বিস্তারের জন্য-
ক. কোন মাধ্যমের প্রয়োজন হয় নাখ. স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়
গ. বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তর: খ
3.শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার?
ক. তাপখ. মাধ্যম
গ. চাপ
ঘ. আলো
উত্তর: খ
4.কোনটি শব্দের ক্ষেত্রে সত্য?
ক. শব্দ তরল মাধ্যমে চলতে পারে নাখ. শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না
গ. শব্দ কঠিন মাদ্যমে চলতে পারে না
ঘ. উপরের সব কয়টি
উত্তর: খ.
5. যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?
ক. তৎক্ষণাৎখ. ৬ সেকেন্ডে
গ. ৬০ মিনিটে
ঘ.কখনো শোনা যাবে না
গ. ৬০ মিনিটে
ঘ.কখনো শোনা যাবে না
উত্তর: ঘ
6.শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
ক. ২৮০m/sখ.শূন্য
ঘ. ১১২om/s
গ. ৩৩২m/s
উত্তর: খ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url