স্থিতিস্থাপকতা
ডিপ্লোমা(নার্সিং) IHT & MATS এর ১০০% কমন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
1.নিচের কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে কম?
[ডিপ্লোমা: ২৩-২৪]
- (ক) লোহা
- (খ) অ্যালুমিনিয়াম
- (গ) রাবার
- (ঘ) কাঁচ
উত্তর: গ
খ. রাবার
গ. কাচ
ঘ. পানি
উত্তর: ক
খ. এলুমিনিয়াম
গ. লৌহ
ঘ. তামা
উত্তর: গ
খ. তামা
গ. রাবর
ঘ. এলুমিনিয়াম
উত্তর: গ
খ. heaviness
গ. elasticity
ঘ. vicosity
উত্তর: গ
খ. রাবার স্থিতিস্থাপক ও রাস্তাকে আকড়ে ধরে রাখতে পারে
গ. রাবার সহজে ক্ষয়প্রাপ্ত হয়না
ঘ. রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ কম হয়
উত্তর: ক
খ. kg/cm
গ.1. kg/cm2
ঘ. N/m2
উত্তর: খ
খ. ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
গ. ইহা পিস্টন এবং সিলিন্ডারের লাইনারের মধ্যস্থানে একটি আবরণ সৃষ্টি মা করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না।
ঘ. উপরের সবগুলোই সত্য
উত্তর: ক
- বস্তুর যে ধর্ম উহার উপর প্রযুক্ত বলের ক্রিয়ায় তার আকার বা আয়তন বা উভয়েই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বলে অপসারণ করলে তার পূর্বের আকার বা আয়তন ফেরত পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে ।বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি সেই বস্তুর স্থিতিস্থাপকতা বেশি ।আমরা রাবারের ভারকে খুব সহজেই টেনে লম্বা করতে পারি কিন্তু ইস্পাতের তারকে টেনে লম্বা করতে অনেক বেশি বল প্রয়োগ রকতে হয়। ইস্পাতের স্থিতিস্থাপকতা তাই রাবারের চেয়ে অনেক বেশি। রাবার শক্ত ও স্থিতিস্থাক বলে গাড়ির টায়ার তৈরিতে ব্যবহৃত হয়।পীড়ন (Stress)বাহ্যিক বলের প্রভাবে বস্তুকে বিকৃত করা হলে বস্তুর ভিতর এক প্রকার বল সৃষ্টি হয় |
- যা প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে যেতে চায়।
- একক ক্ষেত্রফলের উপর উদ্ভূত ও প্রতিরোধকী বলের মান হলো পীড়ন।
- অর্থাৎ, বিকৃতি যত বাড়তে থাকে, প্রতিরোধকারী বলের মান তত বাড়তে থাকে। M.K.S পদ্ধতিতে পীড়নের একক নিউটন/ বর্গ/মি. (N/m2)।
MCQ
১. কোনটি বেশি স্থিতিস্থাপক?
ক. ইস্পাতখ. রাবার
গ. কাচ
ঘ. পানি
উত্তর: ক
২.কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
ক. রাবারখ. এলুমিনিয়াম
গ. লৌহ
ঘ. তামা
উত্তর: গ
3.কোন বস্ত্রটির স্থিতিস্থাপকতা কম?
ক. লোহাখ. তামা
গ. রাবর
ঘ. এলুমিনিয়াম
উত্তর: গ
4.Rubber is notable for its...
ক. Lightnessখ. heaviness
গ. elasticity
ঘ. vicosity
উত্তর: গ
5.গাড়ির টায়ার রাবারের তৈরি কারণ-
ক. রাবার শক্ত ও স্থিতিস্থাপকখ. রাবার স্থিতিস্থাপক ও রাস্তাকে আকড়ে ধরে রাখতে পারে
গ. রাবার সহজে ক্ষয়প্রাপ্ত হয়না
ঘ. রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ কম হয়
উত্তর: ক
6.M.K.S পদ্ধতিতে Stress- এর একক কোনটি?
ক. kg.comখ. kg/cm
গ.1. kg/cm2
ঘ. N/m2
উত্তর: খ
ঘর্ষণ (Friction)
দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটা বাঁদার ম উৎপত্তি হয়, এই বাঁধাকে ঘর্ষণ বলে । যন্ত্রাংশে ঘর্ষণজনিত সৃষ্ট তাপ হ্রাসে লুবিকেন্ট ব্যবহৃত হয়।MCQ
১.লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত-
ক. যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করেখ. ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
গ. ইহা পিস্টন এবং সিলিন্ডারের লাইনারের মধ্যস্থানে একটি আবরণ সৃষ্টি মা করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না।
ঘ. উপরের সবগুলোই সত্য
উত্তর: ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url