খনিজ সম্পদ: ধাতু-অধাতু
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
1.খাঁটি স্বর্ণের প্রকৃতি কেমন? (What is the nature of pure gold?)
- শত্রু (Enemy)
- নরম (Soft)
- ভঙ্গুর (Brittle)
- দৃঢ় (Hard/Strong)
Correct:নরম (Soft)
2.ইউরোপে ব্যবহৃত আলুমিনিয়ামের- পুনঃপ্রক্রিয়াজাতকৃত। (What percentage of aluminum used in Europe is recycled?)
- 40%
- 30%
- 60%
- 35.7%
3. ব্লিস্টার কপারের তড়িৎ বিশ্লেষণ করা হয় কেন? (Why is blister copper electrolyzed?)
- 98% বিশুদ্ধ Cu পাওয়ার জন্য (To obtain 98% pure Cu)
- 99.9% বিশুদ্ধ Cu পাওয়ার জন্য (To obtain 99.9% pure Cu)
- 97.8% বিশুদ্ধ Cu পাওয়ার জন্য (To obtain 97.8% pure Cu)
- 95% বিশুদ্ধ Cu পাওয়ার জন্য (To obtain 95% pure Cu)
4.Al নিষ্কাশনে এর সাথে Al₂O₃ এর সাথে Na₃AlF₆ মিশানো হয় কেন? (Why is Na₃AlF₆ mixed with Al₂O₃ during Al extraction?)
- Al এর সাথে Na নিষ্কাশনের জন্য (To extract Na with Al)
- Al এর সাথে F₂ নিষ্কাশনের জন্য (To extract F₂ with Al)
- গলনাংক বৃদ্ধি করার জন্য (To increase the melting point)
- গলনাংক হ্রাস করার জন্য (To decrease the melting point)
5.C₁₂H₂₂O₁₁ + H₂SO₄ → 12C + [ + H₂SO₄ বিক্রিয়াটিতে H₂SO₄ কী শুষে নিবে? (In the reaction C₁₂H₂₂O₁₁ + H₂SO₄ → 12C + [--- + H₂SO₄]what will H₂SO₄ absorb?)
- 11CO₂
- 11H₂O
- 11CO
- 12H₂O
6.নিচে দেওয়া আকরিকগুলোর গলনাংক লক্ষ কর- (Observe the melting points of the ores given below-)
- i. NaCl এর গলনাংক 801°C (Melting point of NaCl is 801°C)
- ii. Al₂O₃ এর গলনাংক 2050°C (Melting point of Al₂O₃ is 2050°C)
- iii. Al₂O₃ এবং Na₃AlF₆ মিশ্রণের গলনাংক 800-1000°C এর মধ্যে (Melting point of the mixture of Al₂O₃ and Na₃AlF₆ is between 800-1000°C)
নিচের কোনটি সঠিক? (Which of the following is correct?)
- Correct : i, ii iii.
7.নিচের বিক্রিয়াগুলো লক্ষ কর- (Observe the reactions below-)
- i. SO₃ + H₂O → H₂SO₄
- ii. WO₃ + 3H₂ → W + 3H₂O
- iii. Au + O₂ → AuO
নিচের কোনটি সঠিক? (Which of the following is correct?)
correct: i. ii.
8.মরিচাবিহীন ইস্পাতে থাকে- (Stainless steel contains-)
- i. 18% ক্রোমিয়াম (18% Chromium)
- ii. 4% নিকেল (4% Nickel)
- iii. 4% ক্রোমিয়াম (4% Chromium)
নিচের কোনটি সঠিক? (Which of the following is correct?)
correct: i. ii.
ZnO + C → Zn + CO
9.জিংক নিষ্কাশনকালে কনডেনসারের মুখে কোনটি জ্বলতে থাকে? (Which burns at the mouth of the condenser during zinc extraction?)
- জিংক (Zinc) - Correct
- CO
- C
Correct: CO
10.উপরের বিক্রিয়ায়- (In the above reaction-)
- i. কার্বনের জারণ ঘটে (Carbon is oxidized)
- ii. জিংক অক্সাইডের বিজারণ ঘটে (Zinc oxide is reduced)
- iii. জিংক অক্সাইডের জারণ ঘটে (Zinc oxide is oxidized)
নিচের কোনটি সঠিক? (Which of the following is correct?)
Correct: i, ii
11.মার্কারির আকরিক কোনটি? (Which is the ore of mercury?)
- সিন্নাবার (Cinnabar)
- ক্যালামাইন (Calamine)
- গ্যালেনা (Galena)
- ম্যাগনেটাইট (Magnetite)
Correct: সিন্নাবার (Cinnabar)
12.প্রাগৈতিহাসিক যুগে কোন ধাতু ব্যবহৃত হত? (Which metal was used in the prehistoric age?)
- লোহা (Iron) - Incorrect
- তামা (Copper) - Correct
- দস্তা (Zinc) - Incorrect
13.তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করা হয় না নিচের কোন আকরিক? (Which of the following ores is not concentrated by the froth flotation method?)
- ম্যাগনেটাইট (Magnetite) - Incorrect
- চেলকোসাইট (Chalcocite) - Incorrect
- গ্যালেনা (Galena) - Incorrect
- বক্সাইট (Bauxite) - Correct
14.সোহাগা কী? (What is borax?)
- সোডিয়াম পাইরোবোরেট (Sodium pyroborate) - Correct
- সোডিয়াম কার্বনেট (Sodium carbonate) - Incorrect
- সোডিয়াম ক্লোরাইড (Sodium chloride) - Incorrect
- সোডিয়াম নাইট্রেট (Sodium nitrate) - Incorrect
15.কোন মিশ্রণটি স্টেইনলেন্স স্টিলের উপাদান? (Which mixture is a component of stainless steel?)
- Fe, Zn, Ca, C
- Fe, Cr, Na, Sn
- Fe, Ni, Cr, C - Correct
- Fe, Na, Ca, Zn
16.ভূ-ত্বক গঠনে সিলিকনের পরিমাণ কত? (What is the amount of silicon in the earth's crust?)
- 17%
- 27%
- 37%
- 47%
17.আয়রনের আকরিক কোনটি? (Which is the ore of iron?)
- লিমোনাইট (Limonite) - Correct
- বক্সাইট (Bauxite) - Incorrect
- গ্যালেনা (Galena) - Incorrect
- চুনাপাথর (Limestone) - Incorrect
18.কোন ধাতুটি নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন হয়? (Which metal requires electrolysis for extraction?)
- Al (Aluminum)
- Ag (Silver)
- Fe (Iron)
- Au (Gold)
19.ব্রোঞ্জ যুগ কোনটি? (Which is the Bronze Age?)
- 300-1000 খ্রিস্টাব্দ পর্যন্ত (300-1000 AD)
- খ্রিস্টপূর্ব 3000-1000 পর্যন্ত (3000-1000 BC)
- খ্রিস্টপূর্ব 5000-3000 পর্যন্ত (5000-3000 BC)
- 1000-1300 খ্রিস্টাব্দ পর্যন্ত (1000-1300 AD)
Correct:খ্রিস্টপূর্ব 3000-1000 পর্যন্ত (3000-1000 BC)
20.নিচের কোনটি তরল খনিজ? (Which of the following is a liquid mineral?)
- ম্যাগনেটাইট (Magnetite)
- হেমাটাইট (Hematite)
- বক্সাইট (Bauxite)
- পেট্রোলিয়াম (petroleum)
Correct:পেট্রোলিয়াম (petroleum)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url