রসায়সের ধারনা

 

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

রসায়সের ধারনা


১. পৃথিবীতে সুপেয় পানির চলছে।

ক. অনেক বেশি
খ. নেই বললেই চলে
গ. মারাত্মক সংকট
ঘ. প্রায় অর্ধেক

২. জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে সম্মেলন অনুষ্ঠিত হয়-

ক. ১৯৭১ সালে
খ. ১৯৯০ সালে
গ. ১৯৯২ সালে
ঘ. ২০০৮ সালে

৩. কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে?

ক. তেজস্ক্রিয় রশ্মি
খ. অ্যারোসল
গ. ক্লোরিন
ঘ. Co

৪. ট্রিফয়েল চিহ্নিত রাসায়নিক পদার্থ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পারে?

ক. শ্বাসকষ্ট
খ. তন্ত্রের প্রদাহ
গ. ক্যান্সার
ঘ. যক্ষ্মা

৫. রাসায়নিক দ্রব্য সংগ্রহ এবং তা দিয়ে পরীক্ষার পূর্বে নিচের কোনটি জরুরি?

ক. ক্ষতির মাত্রা জানা
খ. পরীক্ষার ধরন
গ. সতর্কতা
ঘ. কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা

৬. লোহায় মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে?

ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. হাইড্রোক্সাইড
ঘ. জলীয় বাষ্প

৭. মাটিতে উদ্ভিদের পুষ্টি প্রদান করে-

ক. মাটির খনিজ পদার্থ
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. পানি
ঘ. সার

৮. উদ্ভিদ কীভাবে আমিষ তৈরি করে?

ক. মাটি থেকে নাইট্রেট লবণ গ্রহণ করে
খ. বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে
গ. মাটির ইউরিয়া সার থেকে
ঘ. মাটি থেকে খনিজ লবণ শোষণ করে

৯. সালোকসংশ্লেষণ একটি-

ক. রাসায়নিক প্রক্রিয়া
খ. শ্রৌত প্রক্রিয়া
গ. জৈবিক প্রক্রিয়া
ঘ. জৈব রাসায়নিক প্রক্রিয়া

১০. ব্যবহৃত কপারের পরিমাণ মজুদ বা অব্যবহৃত কপারের তুলনায়-

ক. কম
খ. প্রায় সমান
গ. অনেক কম
ঘ. বেশি


১১. জীবের দেহ গঠনে জটিল অণু নয় কোনটি?

ক. DNA
খ. RNA
গ. Protein
ঘ. Fat

১২. বিভিন্ন সংশ্লেষণের মূলনীতি বা পরীক্ষণ মূলনীতি কোনটির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?

ক. পদার্থবিজ্ঞান
খ. রসায়ন
গ. গণিত
ঘ. কোয়ান্টাম ম্যাকানিক্স

১৩. নিচের কোনটি রাসায়নিক দ্রব্য নয়?

ক. সার
খ. কীটনাশক
গ. ঔষধ
ঘ. বৃদ্ধি বিবেচনা

১৪. লেবুতে কোন এসিড বিদ্যমান?

ক. এসিটিক এসিড
খ. টারটারিক এসিড
গ. সাইট্রিক এসিড
ঘ. ম্যালিক এসিড

১৫. নিঃশ্বাসের সাথে আমাদের দেহে প্রবেশ করে কোনটি?

ক. কয়েলের ধোঁয়া
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. সালফার ডাইঅক্সাইড
ঘ. ও কসমেটিকসের ঘ্রাণ

১৬. নিচের কোনটি দাহ্য পদার্থ?

ক. Cl₂
খ. জৈব পারঅক্সাইড
গ. আয়োডিন
ঘ. অ্যারোসল

১৭. মানুষের নিত্যব্যবহার্য বস্তু, যেমন- ব্রাশ, চিরুনি, কাগজ, কলম, প্রভৃতির রাসায়নিক পরিধি হলো-

i. এসব পণ্য প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়
ii. এগুলো বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে গঠিত
iii. এসব পণ্য শিল্প-কারখানায় বিভিন্ন পদার্থের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii   
 

১৮. উদ্দীপকের চিহ্নটি-

ক. স্থানীয়
খ. জাতীয়
গ. আঞ্চলিক
ঘ. আন্তর্জাতিক

১৯. এটি প্রথম কোথায় কত সাথে ব্যবহৃত হয়েছে?

ক. আমেরিকায়, ১৯৪৫ সালে
খ. আমেরিকায়, ১৯৪৬ সালে
গ. ফ্রান্সে, ১৯৪৫ সালে
ঘ. ফ্রান্সে, ১৯৪৬ সালে

২০. উদ্দীপকের চিহ্নটির ক্ষেত্রে বলা যায় যে, এটি এক ধরনের-

i. রশ্মি যা মানবদেহকে সতেজ করে
ii. শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে
iii. কাজ করার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২১. আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. ফারসি
খ. বাংলা
গ. ইংরেজি
ঘ. আরবি

২২. নিচের কোনটিকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়?

ক. পদার্থ
খ. গণিত
গ. পরিসংখ্যান
ঘ. রসায়ন

২৩. প্রথম ব্যবহৃত ধাতু কোনটি?

ক. সোনা
খ. তামা
গ. লোহা

২৪. কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল?

ক. প্রাচীন মিশরীয় সভ্যতা
খ. আরবীয় সভ্যতা
গ. আধুনিক মিশরীয় সভ্যতা
ঘ. প্রাচীন ভারতীয় সভ্যতা

২৫. উদ্ভিদ কীভাবে আমিষ তৈরি করে?

ক. মাটি থেকে নাইট্রেট লবণ গ্রহণ করে
খ. বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে
গ. মাটির ইউরিয়া সার থেকে
ঘ. মাটি থেকে খনিজ লবণ শোষণ করে

প্রশ্নগুলোর উত্তর :

  • ১. সুপেয় পানির চলছে: গ. মারাত্মক সংকট।
  • ২. জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন: গ. ১৯৯২ সালে।
  • ৩. ক্যান্সার সৃষ্টি করে: ক. তেজস্ক্রিয় রশ্মি।
  • ৪. ট্রিফয়েল চিহ্নিত পদার্থে রোগ: গ. ক্যান্সার।
  • ৫. রাসায়নিক দ্রব্য সংগ্রহের আগে জরুরি: ঘ. কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা।
  • ৬. লোহায় মরিচা পড়ে: ঘ. জলীয় বাষ্পের উপস্থিতিতে।
  • ৭. উদ্ভিদের পুষ্টি দেয়: ক. মাটির খনিজ পদার্থ।
  • ৮. উদ্ভিদ আমিষ তৈরি করে: ক. মাটি থেকে নাইট্রেট লবণ গ্রহণ করে।
  • ৯. সালোকসংশ্লেষণ: গ. জৈবিক প্রক্রিয়া।
  • ১০. ব্যবহৃত কপারের পরিমাণ: ক. কম।
  • ১১. জটিল অণু নয়: ঘ. Fat।
  • ১২. সংশ্লেষণের মূলনীতি প্রতিষ্ঠিত: খ. রসায়নের ওপর ভিত্তি করে।
  • ১৩. রাসায়নিক দ্রব্য নয়: ঘ. বৃদ্ধি বিবেচনা।
  • ১৪. লেবুর এসিড: গ. সাইট্রিক এসিড।
  • ১৫. নিঃশ্বাসের সাথে দেহে প্রবেশ করে: খ. কার্বন ডাইঅক্সাইড।
  • ১৬. দাহ্য পদার্থ: ঘ. অ্যারোসল।
  • ১৭. রাসায়নিক পরিধি: ঘ. i, ii ও iii।
  • ১৮. উদ্দীপকের চিহ্নটি: ঘ. আন্তর্জাতিক।
  • ১৯. প্রথম ব্যবহৃত হয়েছে: ক. আমেরিকায়, ১৯৪৫ সালে।
  • ২০. উদ্দীপকের চিহ্নটি: গ. ii ও iii।
  • ২১. আলকেমি শব্দের ভাষা: ঘ. আরবি।
  • ২২. জীবনের জন্য বিজ্ঞান: ঘ. রসায়ন।
  • ২৩. প্রথম ব্যবহৃত ধাতু: খ. তামা।
  • ২৪. রসায়ন চর্চায় সক্ষম সভ্যতা: ক. প্রাচীন মিশরীয় সভ্যতা।
  • ২৫. উদ্ভিদ আমিষ তৈরি করে: ক. মাটি থেকে নাইট্রেট লবণ গ্রহণ করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url