১০০% কমন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
অর্ডিনেট স্কুল অ্যান্ড কলেজ
রসায়ন (৮ম অধ্যায়)
সময়ঃ ৩০ মিনিট
পূর্ণমানঃ ২৫
১. ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে উপজাত যৌগ কোনটি?
উত্তর: Cl₂
২. কোনটি ৫ কণা?
উত্তর: He
৩. এসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া হলো-
উত্তর: i ও iii
৪. উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরিমাণ কত kJ?
উত্তর: 99 kJ
৫. উদ্দীপকের ক্ষেত্রে-
উত্তর: i ও ii
৬. সাঙ্গু কী?
উত্তর: গ্যাসক্ষেত্র
৭. যানবাহন হতে নির্গত ধোঁয়ায় কোনটি থাকে না?
উত্তর: NO₂
৮. বায়ুমণ্ডলে CO₂ এর পরিমাণ এত বেশি হবার কারণ কী?
উত্তর: CO₂ এর তাপ ধারণ ক্ষমতা বেশি
৯. ইথানল তৈরি করা হয় কী থেকে?
উত্তর: শর্করা জাতীয় শস্য
১০. ভোন্টায়িক কোষের আবিষ্কর্তা কে?
উত্তর: গ্যালভানি
১১. আয়নিক পরিবাহীর ক্ষেত্রে কী ঘটে?
উত্তর: আয়নের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়
১২. তড়িৎ রাসায়নিক কোষের অংশ কোনটি?
উত্তর: তড়িৎ সেতু
১৩. তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ও ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: গ্রাফাইট
১৪. Al(s)/Al³⁺(aq) তড়িৎদ্বার বিক্রিয়া কিরূপ?
উত্তর: Al(s) → Al³⁺(aq) + 3e
১৫. Al||Al³⁺Zn²⁺||Zn কোষে মোট গৃহীত বা বর্জিত e সংখ্যা কত?
উত্তর: 6
১৬. গ্যালভানি কোষে কী ঘটে?
উত্তর: ক্যাথোড হতে e দ্রবণে পরিব্যপ্ত হয়
১৭. ড্রাইসেল হতে কত ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়?
উত্তর: 1.5 Volt
১৮. ড্রাইসেলে সংঘটিত বিক্রিয়ায় আদান-প্রদানকৃত e এর সংখ্যা কত?
উত্তর: 4
১৯. তড়িৎ বিশ্লেষ্য কোষ কোন শক্তি ব্যবহার করে তড়িৎদ্বার বিক্রিয়া সংঘটিত করা হয়?
উত্তর: বিদ্যুৎশক্তি
২০. কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: তড়িৎ বিশ্লেষণ
২১. রাসায়নিক বিক্রিয়ায় তাপ পরিবর্তনের পরিমাণকে কোন এককে প্রকাশ করা হয়?
উত্তর: কিলোজুল
২২. 2 mole হাইড্রোজেন গ্যাস 1 mole অক্সিজেন গ্যাসের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে 2 mole পানি উৎপন্ন করে। এ সময় তাপ নির্গত হয়-
উত্তর: 572 kJ
২৩. CaO + H₂O(l) → ?
উত্তর: Ca(OH)₂
২৪. কোনটি খনিজ জ্বালানি নয়?
উত্তর: মোম
২৫. কোনটি শক্তি?
উত্তর: কাজ করার ক্ষমতা
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url