অধ্যায় -০২ প্রাণীর পরিচিতি ভর্তি পরীক্ষার প্রশ্ন
ভর্তি পরীক্ষার প্রশ্ন এর ১০০% কমন সাজেশন
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
অধ্যায় -০২ (প্রাণীর পরিচিতি)
টপিক -০১ (হাইড্রার পরিচিতি ও হাইড্রার দেহস্তরের বিভিন্ন কোষ)
১. কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই?
[Agri . Guccho : 22-23]
উত্তর: হাইড্রা
উত্তর: হাইড্রা
২. কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে?
[Agri Guccho : 19-20 , BAU : 07-08, 03-4]
উত্তর: প্রতিকূল পরিবেশে
উত্তর: প্রতিকূল পরিবেশে
৩. মিথোজীবীতার উদাহরণ কোনটি?
[BAU : 18-19]
উত্তর: সবুজ হাইড্রা ও জুক্লোরেলা
উত্তর: সবুজ হাইড্রা ও জুক্লোরেলা
৪. Hydra এর গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষটি দেখা যায় না?
[SAU : 18-19]
উত্তর: সেন্সরি সেল
উত্তর: সেন্সরি সেল
৫. নিডারীয়দের দংশন অঙ্গাণু কোনটি?
[SAU : 17-18]
উত্তর: নেমাটোসিস্ট
উত্তর: নেমাটোসিস্ট
৬. হাইড্রা শিকারের দেহে নিচের কোনটি প্রবেশ করিয়ে অবশ করে?
[CVASU : 15-16 ]
উত্তর: হিপনোটক্সিন
উত্তর: হিপনোটক্সিন
৭. রাসায়নিক ভাবে হিপনোটক্সিন কোন উপাদানে গঠিত?
[CVASU : 15-16 ]
উত্তর: প্রোটিন ও ফেনল
উত্তর: প্রোটিন ও ফেনল
৮. হাইড্রার বহিঃত্বক ও অন্তঃত্বকের মধ্যবর্তী স্তরকে কি বলে?
[PSTU : 13-14 ]
উত্তর: মেসোগ্লিয়া
উত্তর: মেসোগ্লিয়া
৯. হাইড্রার নেমাটোসিস্টে যে বিষাক্ত পদার্থ থাকে তার নাম কি?
[BAU : 06-07 ; SYLAU : 08-09, 09-10 ]
উত্তর: হিপনোটক্সিন
উত্তর: হিপনোটক্সিন
১০. Hydra এর কোষের ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলে পূর্ণ ক্যাপসুলটিকে কি বলে?
[BAU : 09-10, 08-09 ]
উত্তর: নেমাটোসিস্ট
উত্তর: নেমাটোসিস্ট
১১. হাইড্রার অমরত্বের ব্যাখ্যা দেন যে বিজ্ঞানী তার নাম-
[BAU : 09-10 ]
উত্তর: ট্রেম্বলে
উত্তর: ট্রেম্বলে
১২. হাইড্রা নিডোব্লাস্টের কোন অংশটি ট্রিগারের মত কাজ করে?
[BAU : 08-09 ]
উত্তর: নিডোসিল
উত্তর: নিডোসিল
১৩. হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়?
[CVASU : 07-08 ]
উত্তর: চারটি
উত্তর: চারটি
১৪. মিথোজীবিতা নিচের কোন প্রাণীতে দেখা যায়?
[BAU : 02-03 ]
উত্তর: হাইড্রা
উত্তর: হাইড্রা
টপিক -০২ (হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক)
১৫. পরিপাক ও পরিবহনের কাজটি সম্পন্ন করে-
[PUST : 16-17 ]
উত্তর: সিলেন্টেরন
উত্তর: সিলেন্টেরন
১৬. হাইড্রার খাদ্যাভাস কোনটি?
[CVASU : 15-16 ]
উত্তর: মাংসাশী
উত্তর: মাংসাশী
১৭. হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম?
[BAU : 15-16 ]
উত্তর: শর্করা
উত্তর: শর্করা
১৮. শিকারকে জড়িয়ে ধরতে সাহায্য করে কোন ধরনের নেমাটোসিস্ট?
[SylAU : 14-15 ]
উত্তর: স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
উত্তর: স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
১৯. সিলেন্টেরনের অপর নাম কী?
[SylAU : 10-11 ]
উত্তর: পরিপাক-সংবহন গহ্বর
উত্তর: পরিপাক-সংবহন গহ্বর
২০. বহিঃকোষীয় ও অন্তঃকোষীয় পরিপাক কোন প্রাণী করে?
[BAU : 08-09 ]
উত্তর: হাইড্রা
উত্তর: হাইড্রা
টপিক -০৩ (হাইড্রার চলন ও জনন)
২১. কোন ঋতুতে Hydra এর যৌন প্রজনন ঘটে?
[BAU : 17-18 ]
উত্তর: শীতকাল
উত্তর: শীতকাল
২২. কোন প্রাণীতে মুকুলোদগম পদ্ধতিতে প্রজনন হয়?
[SylAU : 15-16 ]
উত্তর: হাইড্রা
টপিক -০৪ (ঘাসফড়িং ও এর দৈহিক গঠন)
উত্তর: হাইড্রা
টপিক -০৪ (ঘাসফড়িং ও এর দৈহিক গঠন)
২৩. ঘাসফড়িং এর ল্যাব্রাম মানুষের কোন অংশের সমতুল্য?
[CVASU : 18-19 ]
উত্তর: উপরের ঠোঁট
উত্তর: উপরের ঠোঁট
২৪. ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গ অবস্থিত প্যারাগ্লোসা নিচের কোনটির অংশ?
[PUST : 17-18 ]
উত্তর: ল্যাবিয়াম
উত্তর: ল্যাবিয়াম
২৫. ঘাসফড়িংয়ের দেহের পৃষ্ঠীয় অংশের খোলসের নাম কী?
[CVASU : 15-16 ]
উত্তর: টারগাম
উত্তর: টারগাম
টপিক -০৫ (ঘাসফড়িং - এর পোষ্টিকতন্ত্র , রক্ত সংবহনতন্ত্র , শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র )
২৬. ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায় বিস্তৃত থাকে?
[SAU : 18-19 ]
উত্তর: হিমোসিলে
উত্তর: হিমোসিলে
Topic 06: Grasshopper Reproduction and Metamorphosis
২৭.ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর প্রক্রিয়ার নাম-
উত্তর: A. ইকডাইসিস২৮.অসম্পূর্ণ রূপান্তর ঘটে নিচের কোন প্রাণীতে?
[PUST: 16-17]
উত্তর: A. ঘাসফড়িং২৯.ঘাসফড়িং এর ওভিপজিটর কি কাজে ব্যবহৃত হয়?
[SAU: 15-16]
উত্তর: C. ডিম্ব ত্যাগেTopic 07: Introduction to Rui Fish and Physical Structure
৩০.রুই মাছের কত জোড়া ফুলকা আছে?
[SylAU: 16-17]
উত্তর: B. 4৩১.কই মাছের আইশ কোন ধরনের?
[SylAU: 15-16]
উত্তর: B. টিনয়েড টাইপTopic 08: Rui Fish Blood Circulatory System, Respiratory System, and Reproduction
৩২.বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়?
[Agri Guccho: 21-22]
উত্তর: C. হালদা
উত্তর: C. হালদা
৩৩.রুই মাছের অন্তরবাহী ব্রাঙ্কিয়াল ধমনী বাহিত রক্তে সমৃদ্ধ থাকে-
[CVASU: 18-19]
উত্তর: B. কার্বন ডাই অক্সাইড
উত্তর: B. কার্বন ডাই অক্সাইড
৩৪.ভেনাস হার্ট বা শিরা হৃদপিণ্ড পাওয়া যায় কোন প্রাণীতে?
[PUST: 17-18]
উত্তর: D. রুই মাছে
উত্তর: D. রুই মাছে
৩৫.নিচের কোনটি রুই মাছের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ?
[PUST: 16-17]
উত্তর: B. ভেন্ট্রিকল
উত্তর: B. ভেন্ট্রিকল
৩৬.বাংলাদেশের কোন নদীতে রুই মাছ প্রাকৃতিকভাবে ডিম দেয়?
[CVASU: 15-16]
উত্তর: A. হালদা নদী
উত্তর: A. হালদা নদী
৩৭.রুই মাছের বায়ুথলি খাদ্যনালীর সাথে একটি নালী দ্বারা যুক্ত থাকে, তাকে বলে-
[SAU: 14-15]
উত্তর: B. নিউম্যাটিক ডাক্ট
৩.হিপনোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায়?
উত্তর: C. নিডোসাইট
উত্তর: B. নিউম্যাটিক ডাক্ট
সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
১.Hydra-র বহিঃত্বকের কোষ নয় কোনটি?
উত্তর: D. নিডোসাইট২.হাইড্রার টটিpotent কোষ কোনটি?
উত্তর: A. ইন্টারস্টিশিয়াল কোষ৩.হিপনোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায়?
উত্তর: C. নিডোসাইট
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url