এসিড ক্ষার সমতা সাজেশন

১০০% কমন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

অর্ডিনেট স্কুল অ্যান্ড কলেজ



 ১. NO2 এর বর্ণ কেমন? 

উত্তর: বাদামি

২. Ca(OH)2 যৌগটি লাল লিটমাস পেপারের সংস্পর্শে কোন বর্ণ ধারণ করবে? 

উত্তর: নীল

৩. SO3 গ্যাসে ভিজা নীল লিটমাস কাগজ প্রবেশ করালে কোন বর্ণ ধারণ করবে? 

উত্তর: লাল

৪. SO3 গ্যাসে ভিজা নীল লিটমাস কাগজ প্রবেশ করালে কোন বর্ণ ধারণ করবে?

 উত্তর: লাল

৫. FeCl3(aq) + NaOH(aq) → A + NaCl. A এর বর্ণ কিরূপ? 

উত্তর: লালচে বাদামি

৬. কম সক্রিয় ধাতু কোনটি? 

উত্তর: Al

৭. ক্ষার একটি বিশেষ ধরনের-

 উত্তর: ক্ষারক

৮. pH কত হলে, ইউনিভার্সাল ইন্ডিকেটরে দ্রবণের বর্ণ হলুদ এবং তা দুর্বল এসিড হবে? 

উত্তর: 3-7

৯. মাটির এসিডিটি দূর করতে কোনটি ব্যবহার করা হয়? 

উত্তর: CaO

১০. লঘু সালফিউরিক এসিড দ্রবণে আয়রন গুঁড়া যোগ করলে একটি গ্যাস নির্গত হয়। গ্যাসটি নিজে জ্বলে এবং এটি অত্যন্ত দাহ্য পদার্থ। গ্যাসটির নাম কী? 

উত্তর: হাইড্রোজেন (H2)

১১. Fe3+ (aq) + 3OH- (aq) → Fe(OH)3(s); বিক্রিয়াটিতে উৎপাদটি কোন বর্ণের? 

উত্তর: হালকা নীল

১২. সাধারণত গাঢ় সালফিউরিক এসিডে ভরের অনুপাতে কত শতাংশ পানি? 

উত্তর: ২

১৩. NO2 গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে কী উৎপন্ন হয়? 

উত্তর: HNO2 ও HNO3

১৪. রক্তে pH এর পরিমাণ কত বেশি হলে, জীবন সংকটাপন্ন হয়?

 উত্তর: ০.৪

১৫. ইউনিভার্সাল ইন্ডিকেটরে নিরপেক্ষ যৌগের বর্ণ কেমন? 

উত্তর: সবুজ

১৬. মানুষের দাঁতের এনামেল কীভাবে ক্ষয়প্রাপ্ত হয়? 

উত্তর: ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন এসিডের মাধ্যমে

১৭. নিচের কোনটি দাঁতের ক্ষয় করে? 

উত্তর: এসিড

১৮. এসিড বৃষ্টির ফলে মাটির pH কত হয়ে যায়? 

উত্তর: ৪

১৯. সাবানের সোডিয়াম আয়ন কোনটি উৎপন্ন করে? 

উত্তর: দ্রবণীয় সোডিয়াম কার্বনেট

২০. পানি দূষণের মাত্রা বেশি হয় কোনটির জন্য? 

উত্তর: COD

২১. ঘন কুয়াশার মতো সৃষ্টি করে- 

i. H2SO4,HNO3
ii.H2SO4,SO3 
iii.SO3 ,SO2
নিচের কোনটি সঠিক?
ক) i ii 
খ) i ও iii
গ)ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: i, ii ও iii

২২. পানি সাধারণত খর হয়- 

i. কেককে নরম করে
ii. এসিড ও ক্ষারের মিশ্রণ
iii CO2 উৎপন্ন করে কেককে ফোলায় 
নিচের কোনটি সঠিক?
ক) i ii 
খ) i ও iii
গ)ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url