পরিবেশ দূষণ

ডিপ্লোমা(নার্সিং) IHT & MATS এর ১০০% কমন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



 পরিবেশ দূষণ

মানুষের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে পরিবেশের উপাদানে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন পরিবেশ দূষণ। 
পরিবেশ দূষণ ৪ প্রকার।
 যথা-
  •  পানি দূষণ, 
  • বায়ু দূষণ, 
  • মাটি দূষণ এবং
  •  শব্দ 

দূষণ। প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো মানুষ। কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে। ডিজেল। 

বায়ুদূষণ: 

গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। পোড়ালে বাতাসে আসে সালফার ডাই-অক্সাইড (SO) গ্যাস।

 কলকারখা অথবা যানবাহন হতে নির্গত এসব কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড মূলতল বায়ু দূষণের জন্য দায়ী।যান্ত্রিক পরিবহন ও শিল্পকারখানার দূষণ থেকে SMOG এর সৃষ্টি হয়। SMOG র হচ্ছে এক ধরনের ধরনের দূষিত বায়ু। স্মোগ (SMOG) শব্দটি এসেছে SMOKE+ FOG হতে।

শব্দ দূষণঃ 

শব্দ ১-৬০ ডেসিবল পর্যন্ত সহনীয়, ৬০-১০০ ডেবিল পর্যন্ত বিরক্তিকর - এবং ১০০-১৬০ ডেসিবল পর্যন্ত শ্রবণশক্তির জন্য ক্ষতিকর। শব্দ যদি একটি নির্দিষ্ট মাত্রা (৮০ ডসিবল) ছাড়িয়ে যায় তখন তা দূষণের পর্যায়ে চলে আসে। শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ, নিদ্রাহীনতা এবং চরম বস্থায় মানসিক বৈকল্যের সৃষ্টি হতে পারে। ১০৫ ডিবি এর বেশি মাত্রার শব্দদূষণ হলে মানুষ বধির হয়ে যেতে পারে। 

MCQ

১.প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী কে? 

ক. কল-কারখানা, যানবাহন
খ. পশু-পাখি
গ. কীটপতঙ্গ
ঘ. মানুষ
উত্তর: ঘ

২.জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?

ক. প্রাকৃতিক পরিবেশ
খ. সমাজিক পরিবেশ
গ. বায়বীয় পরিবেশ
ঘ. সাংস্কৃতিক পরিবেশ 
উত্তর: ক

৩.গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হলে-

ক. ইথিলিন
খ. পিরিডিন
গ. কার্বন মনোক্সাইড
ঘ. মিথেন
উত্তর: গ

8.যানবাহনের কালো ধোয়া কিভাবে পরিবেশকে দূষিত করে? 

ক. বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে 
খ. বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
গ. বাতাসে সালফার-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
ঘ. বাতাসে ফ্লোরাইডের পরিমাণ বৃদ্ধি করে।
উত্তর: খ

৫.বায়ু দূষণের জন্য কোন গ্যাস দায়ী ?

ক. CO
খ.CO2
গ. NO2
 ঘ.NH3
উত্তর: ক

৬.বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-

ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন মনোক্সাইড
 ঘ. কার্বন ডাই অক্সাইড 
উত্তর: ক

৭.দূষিত বাতাসের কোন গ্যাসটিপ মানবদেহে রক্তের অক্সিজেন বহন খর্ব করো--

ক. কার্বন ডাই অক্সাইড 
খ. কার্বন মনোক্সাইড
গ. নাইট্রিক অক্সাইড
ঘ. সালফার ডাই অক্সাইড
উত্তর: খ

৮.কোন জ্বলানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?

ক. অকটেন
খ. কুয়াশা
গ. ডিজেল
ঘ. শিশির
উত্তর: গ

৯.SMOG হচ্ছে-

ক. সিগারেটর ধোয়া
খ. পেট্রোল
গ. দূষিত বাতাস
ঘ. সি. এনজি
উত্তর: গ

১০. পরিবেশের কোন দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে?

ক. পানি দূষণ
খ. মাটি দূষণ
গ. বায়ু-দূষণ
ঘ. শব্দ দূষণ
উত্তর:গ







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url