সাম্প্রতিক ঘটন প্রবাহ (বাংলাদেশ ও আন্তর্জাতিক)

ডিপ্লোমা(নার্সিং) IHT & MATS এর ১০০% কমন সাজেশন

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



বিগত বছরের প্রশ্ন

১.দেশে প্রথম মেট্রো রেল উদ্ধোধন করা হয় কবে?

[বিএসসি: ২২-২৩]
ক. ২৫ ডিসেম্বর, ২০২২
খ. ২৮ ডিসেম্বর, ২০২২
গ. ২১ জানুয়ারী, ২০২৩
ঘ. ০২ জানুয়ারি, ২০২৩
উত্তর: খ

২.বর্তমানে দেশে তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে কেন? 

[বিএসসি: ২২-২৩]
ক. তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
খ. তামাকের ব্যবসা লাভজনক নয়
গ. বিদেশে তামাকের চাহিদা কমে গেছে
ঘ. তামাক চাষ ব্যয়বহুল
উত্তর: ক

৩.বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল? 

[বিএসসি: ২২-২৩]
ক. প্রযুক্তি
ঘ. ব্যবসা-বাণিজ্য
গ.কৃষি 
ঘ. খামার
উত্তর: ক

৪। “বিশ্ব ম্যালেরিয়া দিবস” পালিত হয়-

 [BSC:21-22]
ক. ১৫ এপ্রিল
খ. ২৫ এপ্রিল
গ. ১৮ এপ্রিল
ঘ. ১০ এপ্রিল
উত্তর: খ

৫.‘বিশ্ব নারী দিবস’ কত তারিখে? 

[BSC:14-15]

ক. ৯ মার্চ
খ. ৮ মার্চ
গ. ১০ মার্চ
ঘ. ১০ এপ্রিল
উত্তর: খ

৬। বিশ্ব নারী দিবস পালিত হয়- 

[BSC:15-16]
ক. ১ জানুয়ারি
খ. ১১ ফেব্রুয়ারি
গ. ৮ মার্চ
ঘ. ১৫ ডিসেম্বর
উত্তর: গ

৭। আন্তর্জাতিক শ্রমিক দিবস কোনটি?

ক. ১৫ এপ্রিল
খ. ১২ ডিসেম্বর
গ. ১ মে
ঘ. ১ আগস্ট
উত্তর: গ

৮। বিশ্বের রাজধানী বলা হয় নিচের কোন শহরকে? 

[BSC: 17-18 ]
[ডিপ্লোমা: ২২-২৩]
ক. নিউইয়র্ক
খ. রোম
গ. লন্ডন
ঘ. টোকিও [ডিপ্লোমা]
উত্তর: ক

১০.বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি?

 [ডিপ্লোমা: ২২-২৩] 
ক. সৈয়দা সাজেদা চৌধুরী 
খ. ডঃ শিরীন শারমিন চৌধুরী
গ. মেহের আফরোজ
ঘ. মরিয়া চৌধুরী
উত্তর:খ

৩.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

ক. ৬.১৫ কিলোমিটার
খ. ৮.৫০ কিলোমিটার
গ. ৬.৯০ কিলোমিটার
ঘ. ৭.৬০ কিলোমিটার
উত্তর:ক

8.পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?

 [ডিপ্লোমা: ২২-২৩]
ক. মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
খ. মুন্সিগঞ্জ ও নবাবগঞ্জ
গ. ঢাকা ও শরীয়তপুর
ঘ. নবাবগঞ্জ ও শরীয়তপুর 
উত্তর:ক 

৫. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি? 

[ডিপ্লোমা:]
ক. ভুটান
খ. শ্রীলংকা
গ. নেপাল
ঘ. মালদ্বীপ
উত্তর: ঘ

৬.জাপানকে কিসের দেশ বলা হয়?

 [ডিপ্লোমা: ২২-২৩]
ক. সূর্যাদয়ের দেশ
গ. সূর্যাস্তের দেশ
খ. টিউলিপের দেশ
ঘ. নিশীথ সূর্যের দেশ
উত্তর:ক

৭.‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত?

 [ডিপ্লোমা: ২২-২৩]
ক. লন্ডন
খ. ইতালি
গ. প্যারিস
ঘ. নিউইয়র্ক
উত্তর:গ

৮.কান্দাহার শহরটি কোন দেশে অবস্থিত? 

[ডিপ্লোমা: ২২-২৩]
ক. কিরগিজস্তান
খ. কাজাকিস্তান
গ. ইরান
ঘ. আফগানিস্তান
উত্তর: ঘ 

৯.সম্প্রসারিত টিকা দান কর্মসূচির (ইপিআই) আওতায় দেশে বর্তমানে কত ধরনের টিকা দেয়া হয়?

 [ডিপ্লোমা: ২২-২৩]
ক. ৯
গ. ১১
খ. ৭
ঘ. ১০
উত্তর: ঘ

৯। বিশ্বে জনসংখ্যার শীর্ষদেশ কোনটি?

 [ ডিপ্লোমা নার্সিং:২১-২২]

ক. ভারত
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তর: ঘ

১০। ভূমিকম্পের দেশ কোনটি? 

ক. চীন
খ. থাইল্যান্ড
খ. রাশিয়া
ঘ. জাপান
উত্তর: ঘ

১১। কোনটি নিশীথ সূর্যর দেশ নামে পরিচিতি?

 [ ডিপ্লোমা নার্সিং: ১৮-১৯]

ক. ইতালি
খ. ইন্দোনেশিয়া
গ. চীন
ঘ. নরওয়ে
উত্তর: ঘ

১২। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়-

[ ডিপ্লোমা নার্সিং: ১৭৪-১৮]

ক. নিউইয়র্ক
খ. অলাস্কা
গ. ক্যালোফোর্নিয়া
ঘ. ফ্লোরিডা
উত্তর: গ

১৩। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে- 

[ ডিপ্লোমা নার্সিং: ১৬-১৭]

ক. অস্ট্রেলিয়া
খ. দক্ষিণ আমেরিকা
গ. এমিয়া
ঘ. ইউরোপ
উত্তর: গ

১৪। সাতপাহাড়ের শহর বলা হয়--

 [ ডিপ্লোমা নার্সিং: ১৬-১৭]
ক. মিসিপিকে
খ. কাঠমন্ডুতে
গ. রোমকে
ঘ. ইতালিতে
উত্তর: গ

১৫। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?

 [ ডিপ্লোমা নার্সিং:১৫-১৬]
ক, ইংরেজি
খ. ফরাসি
গ. আরবি
ঘ. মান্দারিন
উত্তর:ঘ 

১৬। 'বিশ্ব নারী দিবস' কত তারিখে?

 [ ডিপ্লোমা নার্সিং: ১৪-১৫]
ক. ৮ মার্চ
খ. ৯ মার্চ
গ. ১০ মার্চ
ঘ. ১০ এপ্রিল
উত্তর: ক

মিডওয়াইফারি

১.কোন প্রাকৃতির দুর্যোগ শুধুমাত্র সমুদ্রে সংঘটিত হতে পারে?

[মিডওয়াইফারি: 22-231]
ক. কালবৈশাখী
খ. ভূমিকম্প
গ. সুনামী
ঘ. বন্যা
উত্তর: গ

২.দেশের সবচেয়ে বড় সেতু কোনটি?

 [মিডওয়াইফারি: 22-23]
ক. পদ্মা সেতু
খ. হার্ডিঞ্জ সেতু
গ. বঙ্গবন্ধু সেতু
ঘ. মেঘনা সেতু
উত্তর: ক

৩.বাংলাদেশে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? 

[মিডওয়াইফারি: 22-23]
ক. সেবা
খ. কৃষি
গ. শিল্পকারখানা
ঘ. নির্মাণ
উত্তর: গ

৪.বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?

  [মিডওয়াইফারি: 22-23]
ক. ২৭° সেঃ
খ. ৩০° সেঃ
গ. ২৫° সেঃ
ঘ. ২৬° সেঃ
উত্তর: গ

৫. 'হার্মিং বার্ড' সম্পর্কে কোনটি সঠিক?

[মিডওয়াইফারি: 22-23]
ক. পোকা খায়না
খ. এশিয়ার পাওয়া যায়
গ. ক্ষুদ্রতম পাখি
ঘ. ধীরে গতিতে উড়ে 
উত্তর: গ

৬. করোনা ভাইরাস টিকার নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম কী?

[মিডওয়াইফারি: 22-23]
ক. কোভিড বিডি
গ. স্বাস্থ্য সুখ
খ. স্বাস্থ্য সেবা
ঘ. সুরক্ষা
উত্তর: ঘ




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url