এসিড ক্ষার সমতা সাজেশন
এসিড ক্ষার সমতা সাজেশন
পেজ সূচিপত্র :অধ্যায়- 9;এসিড ক্ষার সমতা
তথ্যকণিকা(Information)
- তেতুলে থাকে— টারটারিক এসিড।
- সফট ড্রিংকস এ থাকে— কার্বনিক এসিড ।
- মৃদু/দুর্বল এসিড হলো— CH COOH, H2CO3, HF |
- Cl, এর অক্সাইড সর্বাধিক অম্লীয় ।
- সরল এসিড হলো- HNO3, H2SO4, HI |
- Al(OH); ও Zn(OH) এর বর্ণ হলো— সাদা।
- পানিতে অদ্রবণীয় লবণ হলো— PbSO4, BaSO4 |
- মধ্যম সক্রিয় ধাতু - Fe, Pb, Zn ।
- শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না— AL।
- চুলের কিউটিকল মসৃণ হয়— pH 4 থেকে 6 এ ।
- জীবের জন্য পানির সহনীয় pH হলো— 4.5 - 9.5 ।
- মাটির pH খুব বেশি হলে প্রয়োজন— অম্লীয় সার ।
- বিশুদ্ধ এসিড ও ক্ষারক— তড়িৎ অপরিবাহী।
- খর পানির উপাদান হলো— CaCl2, CaSO4, MgCl, ইত্যাদি।
- পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা- 0.01 mg/L।
- BOD ও COD পরিমাপের একক— ppm |
- BOD এর পূর্ণরূপ - Biological Oxygen Demand |
- ফিটকিরির রাসায়নিক সংকেত- K2SO4.Al2(SO4)3.24 H2O
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১.মৃদু বা দুর্বল এসিড কী?
উত্তর: যে সকল এসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাদেরকে মৃদু এসিড বলে।
প্রশ্ন-২.এসিড কী?
উত্তর : টক স্বাদযুক্ত যেসব পদার্থ নীল লিটমাসকে লাল করে এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H') প্রদান করে, তাকে এসিড বলে ।
প্রশ্ন-৩.ক্ষার কী?
উত্তর: সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এবং পানিতে দ্রবীভূত হয় তাকে ক্ষার বলে ।
প্রশ্ন-৪. ইউনিভার্সাল ইন্ডিকেটর কী?
উত্তর: বিভিন্ন নির্দেশকের (দূর্বল জৈব এসিড কিংবা ক্ষার) মিশ্রণ হলো ইউনিভার্সাল ইণ্ডিকেটর।
প্রশ্ন-৫. pH কাকে বলে?
উত্তর: কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে।
অর্থাৎ pH=- log [H+]
প্রশ্ন-৬. এসিড বৃষ্টি কী?
উত্তর: যে বৃষ্টির পানির pH মান 5.5 এর নিচে, সেটি এসিড বৃষ্টি নামে পরিচিত।
প্রশ্ন - BOD কী?
উত্তর: দূষিত পানিতে বিদ্যমান পচনযোগ্য জৈব দূষকসমূহ পরিমাণকে জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের Biochemical Oxygen Demand বা BOD বলে ।
প্রশ্ন-৮.পানির স্থায়ী খরতা বলতে কী বোঝ?
উত্তর: পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি লবণের ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকলে পানির যে খরতা সৃষ্টি হয় তাকে স্থায়ী খরতা বলে।
প্রশ্ন-৯.ফিটকিরির সংকেত কী?
উত্তর: ফিটকিরির সংকেত হলো K2SO4.AI2(SO4)3.24H2O
প্রশ্ন-১০. 1 ppm কী?
উত্তর: কোনো দ্রবনের প্রতি লিটারে img দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণের ঘনমাত্রাকে 1 ppm বলে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
খ নং প্রশ্ন (অনুধাবনমূলক)
প্রশ্ন-১.গাঢ় নাইট্রিক এসিডকে বাদামী বর্ণের বোতলে রাখা হয় কেন? ব্যাখ্যা করো।
অথবা,
গাঢ় নাইট্রিক এসিড কে বাদামী বর্ণের বোতলে রাখা হয় কেন?
উত্তর: গাঢ় নাইট্রিক এসিড আলোর উপস্থিতিতে বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাই আলোর সংস্পর্শ থেকে মুক্ত রাখার জন্য গাঢ় নাইট্রিক এসিডকে রঙিন বা বাদামী বোতলে রাখা হয়।
প্রশ্ন-২. NHCI এর জলীয় দ্রবণ অম্লীয় কেন?
NH4Cl→ HN+4 +C)
H2O →H+OH
দুর্বল ক্ষার NH4OH যৌগ উৎপন্ন করে।
জলীয় দ্রবণে বিদ্যমান NH4 3 OH আয়নদ্বয় পরস্পর যুক্ত হয়ে
অপরদিকে, জলীয় দ্রবণে বিদ্যমান HF ও Cr আয়নদ্বয় পরস্পরের সাথে যুক্ত হয়ে শক্তিশালী HCI উৎপন্ন করে। একারণে NHCI এর জলীয় দ্রবণ ক্ষারীয় না হয়ে অম্লীয় হয় ।
প্রশ্ন-৩. NH3 ক্ষারধর্মী ব্যাখ্যা করো।
উত্তর: যে সকল যৌগ পানির সাথে বিক্রিয়া করে ক্ষারক এবং এসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে তাদেরকে ক্ষারধর্মী বলা হয়।NH3 ক্ষারধর্মী। কারণ NH3 পানির সাথে NH4CI উৎপন্ন করে। বিক্রিয়া করে NH4OH এবং HCI এর সাথে বিক্রিয়া করে।
NH3+ HCI → NH4CI
প্রশ্ন-৪. দাঁতের যত্নে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: মানুষের মুখে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া মানুষের মুখে লেগে থাকা খাবার খেয়ে এসিড উৎপন্ন করে।এই এসিড দাঁতের এনামেলকে (ক্যালসিয়াম যৌগ) আক্রমণ করে দাঁতকে ক্ষয় করে। যখন ব্রাশ করা হয় তখন টুথপেস্টের ক্ষার মুখে উৎপন্ন এই এসিডকে প্রশমিত করে দাঁতের সুরক্ষা দেয়। যেহেতু এখানে এসিড ও ক্ষারের বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়েছে তাই দাঁতের যত্নে প্রশমন বিক্রিয়া অনেক
প্রশ্ন-৫.বিশুদ্ধ H2SO4 অম্লধর্ম প্রদর্শন করে না কেন?
উত্তর: এসিডের বৈশিষ্ট্যসূচক ধর্ম প্রদর্শনের জন্য এসিডে (H2SO4) বিদ্যমান হাইড্রোজেনকে আয়নে (H+) রুপান্তরিত - হওয়া প্রয়োজন যা জলীয় দ্রবণে সম্ভব। কিন্তু বিশুদ্ধ H2SO4 এসিড আণবিক অবস্থায় থাকে। এতে হাইড্রোজেন পরমাণু | আয়নে রূপান্তরিত হয় । H2SO4 এসিতে হাইড্রোজেন আয়ন (18) অনুপস্থিত থাকে। তাই বিশুদ্ধ বিশুদ্ধ H2SO4 অম্লধর্ম প্রদর্শন করে না। H2SO4 এসিড বৈশিষ্ট্যসূচক ধর্ম প্রদর্শন করে না। অতএব,
প্রশ্ন-৬. কার্বনিক এসিডকে দুর্বল এসিড বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কার্বনিক এসিড (H2CO3) কে দুর্বল এসিড বলা হয় কারণ কার্বনিক এসিড জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণ বিয়োজিত হয়ে H+ আয়ন এবং HCO3 আয়ন উৎপন্ন করে জলীয় H2CO3 → H + HCO3 এসিড। জলীয় দ্রবণে মৃদুভাবে বিয়োজিত হওয়ার H2CO3একটি দুর্বল
প্রশ্ন-৭ এসিডিটি হলে এন্টাসিড জাতীয় ঔষধ সেবন করা হয়. কেন? ব্যাখ্যা করো।
উত্তর: পরিপাকের প্রয়োজনে পাকস্থলিতে এসিড সৃষ্টি হয়। প্রয়োজনের অতিরিক্ত এসিড পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি করে। এ থেকে পরিত্রাণের জন্য এন্টাসিড জাতীয় ঔষধে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। এই ক্ষারগুলো পাকস্থলির এসিডকে প্রশমিত করে লবণ, পানি ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
প্রশ্ন-৮. খর পানিতে কেন বেশি সাবান অপচয় হয়?
অথবা,
খর পানিতে সাবান ফেনা তৈরি করে না কেন?
উত্তর: পানিতে কিছু ভারি ধাতব আয়ন যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের উপস্থিতির কারণে পানি খর হয়। এই সকল আয়ন সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ধাতব স্টিয়ারেট এর অধঃক্ষেপ ফেলে যা ফেনা উৎপন্ন করতে দেয় না। তাই খর পানিতে প্রচুর সাবান অপচয় হয়।
প্রশ্ন-৯. কৃষি ক্ষেত্রে pH এর গুরুত্ব কী?
উত্তর: কৃষিতে pH এর গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে বিভিন্ন আয়ন, পানি শোষণ করে। এর জন্য মাটির pH এর মান 6.0 থেকে 8.0 এর মধ্যে হলে সবচেয়ে ভালো। আবার, মাটির pH এর মান 3.0 এর কম বা 10 এর বেশি হলে মাটির উপকারী অণুজীব মারা যায়।মাটির pH এর মান কমে গেলে পরিমাণমতো চুন (CaO) ব্যবহার করা হয়। আবার মাটির pH এর মান বেড়ে গেলে পরিমাণমতো অ্যামোনিয়াম সালফেট (NH4)2SO4, অ্যামোনিয়াম ফসফেট (NH4)3PO4 ইত্যাদি সার ব্যবহার করলে মাটির pH কমানো হয়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
1.কোমল পানীয়তে কোন এসিড থাকে?
ক) হাইড্রোক্লোরিক এসিড
খ) সালফিউরিক এসিড
গ) কার্বনিক এসিড
(ঘ) ফসফোরিক এসিড
Answer: গ
2. 25°C তাপমাত্রায় 1000টি CH3COOH অণুর মধ্যে পানিতে কতটি অণু বিয়োজিত হয়?
ক) 4
খ) 5
গ) 7
(ঘ) 8
Answer: ক
3.কোনটি অধিক ক্ষারীয়?
খ) মূত্র
গ) অগ্ন্যাশয় রস
(ঘ) বৃষ্টির পানি
Answer:গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url