খর পানি (Hard Water)
খর পানি (Hard Water):
যে পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না, অনেক সাবান খরচ করার পর ফেনা উৎপন্ন করে, তাকে খর পানি (Hard Water) বলে। খর পানিতে সাবান ফেনা না দিলেও ডিটারজেন্ট উত্তম ফেনা দেয়। পানির খরতা দুই প্রকার।
যথা:
- ক) অস্থায়ী খরতা: পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট(HCO3-) লবণ দ্রবীভূত থাকে ।
- খ) স্থায়ী খরতা: পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সালফেট(SO3-)বা ক্লোরাইড (CT) লবণ দ্রবীভূত থাকে । পানির ক্ষরতা দূরীকরণের উপায়
খর পানি ব্যবহার করলে কারখানার বয়লারে, মোটর গাড়ির শীতক প্রকোষ্ঠে ও কেতুলীর তলায় অদ্রবণীয় ও তাপ অপরিবাহী ক্যালসিয়াম কার্বনেট ( CaCO3),ক্যালসিয়াম সালফেট (CaSO4) প্রভৃতি লবণের আবরণ পড়ে। বয়লারের গায়ে অদ্রবণীয় লবণের স্তর পড়ার কারণে বয়ালের তাপ পরিবাহিতা কমে যায়।ফলে জ্বালানি অপচয় ঘটে।
মৃদু পানি: (Soft water):
যে পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে, তাকে মৃদ্যু পানি বলে। প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে বৃষ্টি থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়।
MCQ
১.খর পানি বলতে কি বুঝায়?
ক. যে পানি বিষাদ
খ. যে পানিতে চিনির সরবত তৈরি করা যায় না
গ. যে পানি ঘোলা ও লবণাক্ত
ঘ. যে পানিতে সাবানের ফেনা হয় না
উত্তর: ঘ
খ. যে পানিতে চিনির সরবত তৈরি করা যায় না
গ. যে পানি ঘোলা ও লবণাক্ত
ঘ. যে পানিতে সাবানের ফেনা হয় না
উত্তর: ঘ
3. পানির খরতার কারণ-
ক. ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ
খ. ক্যালসিয়াম ক্লোরাইড লবণ
গ. ক্যালসিয়াম সালফেট লবণ
ঘ. ক্যালসিয়ামকার্বনেট লবণ
উত্তর: ঘ
খ. ক্যালসিয়াম ক্লোরাইড লবণ
গ. ক্যালসিয়াম সালফেট লবণ
ঘ. ক্যালসিয়ামকার্বনেট লবণ
উত্তর: ঘ
4.কোনটি খরপানিতে উত্তম ফেনা দেয়?
ক. টয়লেট সাবান
খ. ডিটারজেন্ট
গ. লন্ড্রি সাবান
ঘ. তরল সাবান
উত্তর: খ
খ. ডিটারজেন্ট
গ. লন্ড্রি সাবান
ঘ. তরল সাবান
উত্তর: খ
5.হার্ড ওয়াটারকে সফট করতে লাগে-
ক. কাপড় ধোয়ার সোডা
খ. ম্যাগনেসিয়াম কার্বনেট
গ. ক্যালসিয়াম অক্সাইড
ঘ. সোডিয়াম বাই কার্বনেট
উত্তর: ক
খ. ম্যাগনেসিয়াম কার্বনেট
গ. ক্যালসিয়াম অক্সাইড
ঘ. সোডিয়াম বাই কার্বনেট
উত্তর: ক
6.Water hardness is mainly due to the presence of the following in water:
A. Iron
C. Manganese
B. Aluminium nitrates
D. Calcium & Magnesium Salt
Ans: D
C. Manganese
B. Aluminium nitrates
D. Calcium & Magnesium Salt
Ans: D
7.নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ক. ক্যালসিয়াম কার্বনেট
খ. সোডিয়াম ক্লোরাইড
গ. চিনি
ঘ. সালফিউরিক এসিড
উত্তর: ক
খ. সোডিয়াম ক্লোরাইড
গ. চিনি
ঘ. সালফিউরিক এসিড
উত্তর: ক
8.বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে?
ক. সোডিয়াম সালফেট
গ. ক্যালসিয়াম কার্বনেট
খ. সোডিয়াম কার্বনেট
ঘ. ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
উত্তর: ক
গ. ক্যালসিয়াম কার্বনেট
খ. সোডিয়াম কার্বনেট
ঘ. ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
উত্তর: ক
9.প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মদ পানি পাওয়া যায়?
ক. সাগর
খ. হ্রদ
গ. নদী
ঘ. বৃষ্টিপাত
উত্তর: ঘ
খ. হ্রদ
গ. নদী
ঘ. বৃষ্টিপাত
উত্তর: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url