প্রজননতন্ত্র (Reproductive System)



আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

তথ্যকণিকা(Information):প্রজননতন্ত্র (Reproductive System)

কঙ্কালতন্ত্র (Skeletal)

বিশেষ ধরনের যোজক কলা বা টিস্যু নির্মিত অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে, নরম অঙ্গগুলোকে সংরক্ষণ করে অঙ্গগুলোকে সংরক্ষন করে, দেহের ভার বহন করে এবং পেশী সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র বলে। কঙ্কালের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার ( উরুরি অস্থি)। মেরুদণ্ডের প্রত্যেকটি অস্থিখন্ডককে কশেরুকা বলে। প্যাটেলা হাঁটুতে অবস্থিত একটি ত্রিকোণকৃতি অস্থি।মানুষের চলনে পেশি এবং অস্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবদেহে কঙ্কালতন্ত্রের কাঠামোর উপরে আচ্ছাদন হিসেবে পেশীতন্ত্র থাকে। টেন্ডন: পেশীকে অস্থির সাতে দিয়ে যুক্ত রাখে।

লিগামেন্ট: 

এক অস্থিকে অন্য অস্থির সাথে সংযুক্ত রাখে।

অস্থিসন্ধি (Bone Joints)

দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। অস্থিগুলো পরস্পরের সাথে যোজক কলা দিয়ে এমনভাবে যুক্ত থাকে যাতে সংলগ্ন অস্থিগুলো বিভিন্ন মাত্রায় সঞ্চালিত হতে পারে।অস্থিসন্ধি সাধারণত তিন ধরনের হয়ে থাকে। যথা- তন্তুময় | সন্ধি, তরুণাস্থিময় সন্ধি এবং সাইনোভিয়াল সন্ধি ।

MCQ

১. একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

or,

How many bone sare there is human body?

ক. ১০৬
খ. ১৫৬
গ. ২০৬
ঘ. ২৬০
উত্তর: গ

২.মস্তিষ্ক (Brain) বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য যে হাড় আবর তৈরি করে তার নাম কী?

ক. Sternum
খ. Cranium
গ. Clavicle
ঘ. Pelvis
উত্তর: খ

৩.করোটিক কতগুলো অস্থি থাকে?

ক. ২৭
খ. ২৮
গ. ২৯
ঘ. ৩০
উত্তর: গ

8.বুকের মাঝখানের হাড়ের নাম হলো-

ক. Sternum
খ. Ileum
খ. Cranium
ঘ. Humerous
উত্তর: ক

৫.মানব শরীরে সর্বমোট কশেরুকা (Vertebra)-এর সংখ্যা হলো-

ক. ৩১টি
খ. ৩২টি
গ. ৩৩টি
ঘ. ৩৪টি
উত্তর: গ

৬. কোনটি Upper Limb এর বোন (Bone) নয়?

ক. Fermur
খ. Ulna
গ. Radius
ঘ. Humerous
উত্তর: ক

৭. মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম কি?

ক. কার্পাল
খ. আলনা
গ. টিবিয়া
ঘ. ফিমার
উত্তর: ঘ

৮.হাটুর হাড়ের অংশ কোনটি?

ক. প্যাটেলা
খ. ফিমার
গ. স্ক্যাপুলা
ঘ. টিবিয়া
উত্তর: ক

৯.কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে?

ক. স্ক্যাপুলা
খ. হিউমেরাস
গ. রেডিও-আলনা
ঘ. পেলভিক গার্ডেল
উত্তর: ক

১০.মানবদেহে অস্থিসন্ধি থাকে কয় প্রকারের?

ক. ৩
গ. ২
খ. 8
ঘ. ৫
উত্তর: ক

১১. কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?

ক. টেনডন
খ. স্নায়ু
গ. ফিমার
ঘ. লিগামেন্ট
উত্তর: ক

১২. নিচের কোনটি মানুষের শরীরের একটি হাড় কে অন্য হাড়ের সঙ্গে যুক্ত করে?

ক. লিগামেন্ট
গ. ফিরোব্লাস্ট
খ, টেন্ডন
ঘ. এর কোনোটিই নয়
উত্তর: ক


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url