প্রজননতন্ত্র (Reproductive System)


আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



তথ্যকণিকা(Information):প্রজননতন্ত্র (Reproductive System)

 নিষেক (Fertilization)

পুরুষ ও স্ত্রী জননকোষ একীভবনের পর এগুলোর নিউক্লিয়াসের পরস্পর মিলনকে নিষেক বলে।নিযেকে ফলে উৎপন্ন কোষকে গ্যামেট বলে। নিষেকের পর ৬ থেকে ৯ দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে সংস্থাপিত হয়, তাকে ইমপ্ল্যানটেশন বলে।

পুরুষহীনতা (Erectile dysfunction):

পুরুষত্বহীনতা হলো একজন পুরুষের যৌন মিলন করতে তার পুরুষাঙ্গের উত্থান যতটা প্রয়োজন হয়, সেটুকু উত্থান রাখতে অসমর্থতা। পুরুষত্বহীনতার চিকিৎসায় একটি আলোড়ন সৃষ্টিকারী ঔষধ ভায়াগ্রা । এর মূল উপাদান সিলডেনাফিল সাইট্রেট। ভায়াগ্রাম রয়েছে এক বিশেষ রাসায়নিক উপাদান যা পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এর ফলে পুরুষত্বহীন রোগী যৌন উত্তেজনা অনুভব করে এবং তাদের পুরুষাঙ্গ উত্থিত হয়। পুরুত্বহীনতায় ঔষধটির কার্যকারিতা প্রমাণিত হলেও এর অনেক' পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। হার্ট ফেইলর, হার্ট অ্যাটক, উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই ঔষধটি
 ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

টেস্ট টিউব শিশু (Test Tube Baby ):

যে সকল দম্পত্তি কোনো কারণে সন্তান জন্ম দিতে পারে না, সেই দম্পত্তির স্ত্রীর ডিম্বাণু শরীর থেকে বের করে এনে স্বামীর শুক্রাণুর সাথে টেস্ট টিউবের মধ্যে রেখে। নিষিক্ত করে ২/৩ দিন পর নিষিক্ত ডিম্বাণু ও শুকাণু স্ত্রীর জরায়ুতে স্থান করা হলে যে শিশু জন্মগ্রহণ করে, তাকে টেস্টটিউব বেবি বলে। বিশ্বের প্রথম টস্ট টিউব বেবি লুইস ব্রাউন ইংল্যান্ডের ওল্ডহেম শহরের কারশো নামক হাসপাতালে ১৯৭৮ সালের | ২৫ জুলাই জন্মগ্রহণ করে। টেস্ট টিউব বেবি' পদ্ধতির জনক রবার্ট এডওয়ার্ডস। বাংলাদেশে প্রথম টেস্ট শিশুর জন্ম হয় ৩০ শে, ২০০১ রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে।বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব শিশু তিনটির নাম হিরা, মনি ও মুক্তা। টেস্ট টিউব শিশুত্রয়ের পিতামাতা মো. আবু হানিফ ও ফিরোজা বেগম । টেস্ট টিউবের শিশুত্রয়ের জন্মদানে অগ্রণী ভূমিকা পালন করেন ডা. পারভিন
ফাতেমা। হিমায়িত ভ্রুণ শিশু বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রুণ শিশু অপ্সরা। অপ্সরার জন্ম হয় ১৯ সেপ্টেম্বর রাজধানীর মডার্ন হাসপাতালে। হিমায়িত ভ্রুণ শিশু অপ্সরার ডা. রাশিদা বেগম । গ্রুপ শিশু অপ্সরার বাবা ও মা যথাক্রমে আফজাল হোসেন এবং সালমা বেগম ।

MCQ

১.নিম্নের কোনটি শুক্রাণু তৈরি করে?

ক. স্পার্মাটোগোনিয়া
খ. ক্রোটাম
গ. ইপিডিডাইমিস
ঘ. প্রোস্টেট গ্রন্থি
উত্তর: ক

২.Ovary শরীরের কোন অংশে অবস্থিত?

ক. গলায়
খ. বুকে
গ. পেটে
ঘ. পেটে
উত্তর: গ

৩.কোনটি জরায়ুর অংশ নয়?

ক. Fundus
খ. Body
গ. Vagina
ঘ. Cervix
উত্তর: গ

8.জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়?

ক. এন্ডোমেট্রিয়াম
খ. মায়োমেট্রিয়াম
গ. পেরিমেট্রিয়াম
ঘ. এদর কোনটি নয়
উত্তর: ক

৫.Ectopic pregnancy এর ক্ষেত্রে সত্যি নয়-

ক. Ovary তে হয়
খ. Fallopina tube এ হয়
গ. CVervix এ হয়
ঘ. Uterus এ নয়
উত্তর: ঘ

6.ভায়াগ্রা কি?

ক. একটি জলপ্রপাত
খ. নতুন একটি ঔষধ
গ. নতুন জাহাজের নাম
ঘ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
উত্তর: খ

৭.বিশ্বে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়?

ক. আয়ারল্যান্ডে
খ. ফ্রান্সে
গ. জাপানে
ঘ. ইংল্যাণ্ডে
উত্তর: ঘ

৮.বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে?

ক. দুইস ব্রাউন (ইংল্যান্ড) 
খ, টিমথি (প্যারিস )
গ. এরিক ব্রাউন (মিউনিক) 
ঘ. জন এন্ডারসন (আয়ারল্যান্ড)
উত্তর:ক

৯. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি লুইস ব্রাউনের জন্ম হয় কত সালে?

ক. ১৯৬৮
খ. ১৯৭৮
গ. ১৯৮৮
ঘ. ১৯৯৮
উত্তর: খ

১০. 'টেস্ট টিউব বেবি' পদ্ধতির জনক-

ক. ইগর কুজনে সুভ
খ. উচিতা ও হারা
গ. রবার্ট এডওয়ার্ডস
ঘ. নাইজেল ম্যাক্নিনান
 উত্তর: গ

১১. বাংলাদেশ সর্বপ্রথম কোন  মহিলা টেস্টটিউব শিশুর মা হন? 

ক. পারভীন ফাতেমা
খ. ফিরোজা বেগম
গ. রওশন জাহান 
 ঘ. কানিজ ফাতেমা
উত্তর: খ

১২. প্রথম টেস্টটিউব বেবীত্রয়  - কৰে ভূমিষ্ঠ হয়?

ক. ২৭ মে
খ. ২৪ মে
গ. ৩০ মে
ঘ. ৩১ মে
 উত্তর: গ

১৩.বাংলাদেশ প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর জন্ম হয়- 

ক. ২০ সেপ্টেম্বর ২০০৮
খ. ২২ সেপ্টেম্বর ২০০৮
গ. ১৯ সেপ্টেম্বর
ঘ. ২২ সেপ্টেম্বর ২০০৮ 
উত্তর: গ

১৪. বাংলাদেশ প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কি?

ক. সিম্ফরা
খ. অপ্সরা
গ. ফ্লোরা
ঘ. টুম্পা
জন্ম নিয়ন্ত্রণ
উত্তর: খ

More MCQ

১.কোন সনে জাতিসংঘ জন্মনিয়ন্ত্রণকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি দেয়?

ক. ১৯৬৮
খ. ১৯৬৭
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
উত্তর: ক

২.নিম্নের কোনটি দীর্ঘ মেয়াদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয়?

ক. কপার টি
খ. কনডম
গ. ইনজেকশন
ঘ. ইমপ্ল্যান্ট
উত্তর: খ

৩.জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি কোনটি?

ক. Copper T
খ. Ligation
গ. Vasectomy
ঘ. Hysterctory
উত্তর: ক

8.নিচের কোনটি জন্ম নিয়ন্ত্রণ স্থায়ী পদ্ধতি?

ক. ইমপ্ল্যান্ট
খ. আইডিডি
গ. খাবার বড়ি
ঘ. কোনোটিই নয়
উত্তর: ঘ

৫.জন্ম নিয়ন্ত্রণ বড়ি (Oralpill) কোন বয়সী মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ?

ক. ২০ বছরের নিচে
খ. ৪০ বচরের উপরে
গ. ৩০ বছরের উপরে
ঘ. ২৫ বছরের নিচে
উত্তর: খ

6. Ligation অপারেশন কোথায় করা হয়?

ক. Uterus
খ. Ovary
গ. Cervix
ঘ. Fallopian tube 
উত্তর: ঘ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url