আমিষ (Protein)
আমিষ (Protein)
তথ্যকণিকা(Information):আমিষ (Protein)
আমিষ হলো অ্যামাইনো এসিডের একটি জটিল যৌগ। পরিপাক প্রক্রিয়া দ্বারা এটি দেহে শোষণ উপযোগী অ্যামাইনো এসিড পরিণত হয়। এ পর্যন্ত প্রকৃতিজাত দ্রব্যে ২২ প্রকার অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে। যে সকল অ্যামাইনো এসিড | অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলে। অ্যামাইনো এসিড দুই প্রকার। যথা: দেহের অভ্যন্তরে তৈরি হয় না কিন্তু বিভিন্ন প্রোটিন তৈরির জন্য অপরিহার্য, তাদের = অনাবশ্যকীয় অ্যামাইনো এসিড এবং আবশ্যকীয় অ্যামাইনো এসিড।
যথা- ভ্যালিন, লিউসিন, আইসো লিউসিন, ফিনাইল এলানিন, লাইসিন, থ্রিয়েনিন, মিথিয়োনিন, ট্রিপটোফেন,আরজিনিন ও হিসটিডিন ।
বিগত সালের প্রশ্ন
১. কোন উৎসেচক আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে?
(ক) ল্যাকটেজ(খ) পেপসিন
(গ) লাইপেজ
(ঘ) এমাইলেজ
উত্তর: খ
২.দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার?
খ. স্নেহ
গ. আমিষ
ঘ. ভিটামিন
উত্তরংগ
MCQ
১.প্রোটিনের মূল উপাদান কী?
ক. অক্সিজেনখ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন
উত্তর: খ
2.প্রোটিনের মৌলিক ইউনিট-
খ. Amino acid
গ. Cholesterol
ঘ. Glucose
উত্তর: খ
৩.প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়-
খ. সাইট্রিক এসিড
গ. অ্যামাইনো এসিড
ঘ. নিউক্লিক এসিড
উত্তর: গ
8.আমিষ পরিপাক হয়ে কি হয়?
খ. ফ্যাটি এসিড
গ. ল্যাকটিড এসিড
ঘ. এমাইনো এসিড
উত্তর: ঘ
৫.মানবদেহে অত্যাবশ্যকীয় এমিনো এসিড কোনটি?
খ. টাইরোসিন
গ. ফিনাইল এলানিন
ঘ. এলানিন
উত্তর: গ
৬.নিচের একটি ছাড়া বাকি সবাই Essential amino acid ?
ক. Lysine
খ. Valine
গ. Tryptophan
ঘ. Linolenic acid
উত্তর: ঘ
৭.নিচের কোন অ-প্রোটনীয় অ্যামিনো এসিড?
ক. লিউসিন
খ. লাইসিন
গ. অরনিথিন
ঘ. ভ্যালিন
উত্তর: গ
৮.কোলাজেন কি?
ক. একটি কার্বহাইড্রেট
খ. একটি প্রোটিন
গ. একটি লিপিড
ঘ. একটি নিউক্লিক এসিড
উত্তর: খ
৯.Natural protein এর কোড নাম-
ক. P 49
খ. P51
গ. P53
ঘ. P54
উত্তর: ক
১০.আমিষ জাতীয় খাদ্য কোনটি?
ক. ভাত
খ. সবজি
গ. মাংস
ঘ. কোনটিই নয়
উত্তর:গ
১১.‘শিমের বিচি” কোন ধরনের খাদ্য?
ক. আমিষ
খ. শ্বেতসার
গ. স্নেহ জাতীয়
ঘ. ভিটামিন
উত্তর: ক
১২.ডিমের সাদা অংশে কোন শ্রেণির প্রোটিন থাকে?
ক. নিম্নশ্রেণির
খ. অ্যালবুমিন
গ. কেসিয়িন
ঘ. বায়োটিন
উত্তর: খ
১৩. ডালে কোন খাদ্যেপাদান বেশি থাকে-
ক. আমিষ
খ. শ্বেতসার
গ. তেল
ঘ, খনিজ লবণ
উত্তর: ক
১৪.আমিষের সহজলভ্য উৎস হলো-
ক. কলা
খ. চাল
গ. সামুদ্রিক মাছ
ঘ. চীনাবাদাম
উত্তর: গ
১৫.কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি?
ক. তাজা ছোট মাছ
খ. শুটকী মাছ
গ. মাংস
ঘ, ডিম
উত্তর: খ
ক. ভাত
১৬. কোন খাদ্যে প্রোটিন বেশি?
ক. ছোলার ডালে
খ. গরুর গোস্ত
গ. মসুর ডালে
ঘ. ময়দা
উত্তর: খ
১৭.প্রোটিন বেশি থাকে-
ক. কলা
খ. অড়হর ডালে
গ. মসুর ডালে
ঘ.মাসকলাই ডালে
উত্তর: গ
১৮. কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ-
ক. কলা
খ. লিচু
ঘ. কাঁঠা
উত্তর: ঘ
১৯.Arrange the following in the ascending order of protein content per 100 grams?
A.1,3,2,4
B. 3,1,4,2
C. 3,1,2,4
D. 1,3,4,2
Ans: A
২০. গোল আলুতে প্রোটিনের ভাগ কত?
ক. ৭.৪
খ. 2.2
গ.3.0
ঘ. ৬.৩
উত্তর: খ
২১. গোল আলুতে পর্যাপ্ত পরিমাণ আমিষ নেই!
ক. মাছ
গ. দুধ
খ. আনারস
ঘ. ডাল
উত্তর: খ
২২.নিচের কোন খাদ্য আমিষের ভাল উৎস নয়?
ক. মসুর ডাল
খ. ময়দা
গ. মুগ ডাল
ঘ. পানি
উত্তর: খ
২৩. কোনটিতে প্রোটিন নেই।
ক. মাখন
খ.ঘ
গ. দুধ
ঘ. পানি
উত্তর: ঘ
২৪. 'কোয়াশিয়রকর রোগ কিসের অভাবে হয়?
ক. আমিষ
খ. খনিজ লবন
গ. ভিটামিন-ই
ঘ. ভিটামিন-কে
উত্তর: ক
২৫. প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়।
ক. কোয়াশিয়রকর
খ. ডিপথেরিয়া
গ. বেরিবেরি
ঘ. রিকেটস
উত্তর: গ
২৬. কোন ডালের সংগে 'ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
ক. অড়হর
খ. ছোলা
গ. খেসারি
ঘ. মটর
উত্তর: ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url