স্নায়ুতন্ত্র (Nervous)

 

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



তথ্যকণিকা(Information):স্নায়ুতন্ত্র (Nervous)

স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একককে স্নায়ুকোষ বা নিউরন বলে। মানবদেহের দীর্ঘতম কোষ হল স্নায়ুকোষ। মস্তিষ্কে প্রায় ১০ বিলিয়ন (১ হাজার কোটি) নিউরন থাকে। নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দিপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজের সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালিত করে,তাকে স্নায়ুতন্ত্র বলে।

মস্তিষ্ক (Brain):

স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হল মস্তিষ্ক। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন ১.৩৬ কেজি। মস্তিষ্কের আবরণীর নাম মেনিনমেস। মস্তিষ্কের সেরিব্রাম (সেরিব্রাল কর্টেক্স) মানুষের চিন্তাশক্তি, শীত গ্রীষ্ম, লজ্জা - ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ২৪ বছর বয়সে মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয়।স্নায়ু কোষের এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে।

ক) স্ট্রোক (Stroke)

স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। স্ট্রোকের কারণ দুইটি। যথা- মস্তিষ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়া অথবা মস্তিষ্কে রক্ত প্রবাহজনিত বাঁধা। এতে রোগী পক্ষাঘাতগ্রস্থ (Paralysis) এবং অজ্ঞান হযে যায়। এমনকি এতে রোগীর মৃত্যুও হতে পারে। পারকিনসন রোগ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক প্রকার দীর্ঘমেয়াদি অধঃপতনজনিত রোগ। এর ফলে রোগীর নড়াচড়ার ক্ষমতা শ্লথ হয়ে যায় (Bradykinesia),
 পেশিসমূহ অনড় (Rigid) ও দুর্বল হয় এবং বিশ্রামরত অবস্থায়ও হাত-পা কাঁপতে (Tremor) থাকে। এই রোগের কারণ অজ্ঞাত। এ রোগে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের কৃষ্ণ অংশের (Substantia Nigra ) ডোপামিন নিঃসারী স্নায়ু ব্যবস্থা রঞ্জকের পরিমাণ কমে যায়, বর্ণহীন বস্তু (Hyaline bodies) জমা হয় এবং ঐ অংশের স্নায়ুসমূহ বিনষ্ট হয়ে যায়।
খ) পারকিনসন রোগ (Parkinson's disease)
গ) অটিজম: স্নায়ুর বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপ হলো অটিজম। 
ঘ) ইনসমনিয়া বা নিদ্রাহীনতা

MCQ

১। স্নায়ুতন্ত্রের একক

ক. সেরিব্রাম
খ. সেরিবেলাম
গ. নিউরন
ঘ. থ্যালামাস
উত্তর: গ

২.দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? 

ক. যকৃৎ
খ. পিটুইটারি
গ. অগ্ন্যাশয়
ঘ. পাকস্থলী
উত্তর: ক

৩। Master Gland বলা হয়-

ক. থাইরয়েড
খ. অগ্ন্যাশয়
গ. এডরেনাল
ঘ. পিটুইটারি
উত্তর: ঘ

৪। মস্তিষ্ক তন্ত্রের অংশ?

ক. শ্বসনতন্ত্র
খ. পেশীতন্ত্র,”
গ. স্নায়ুতন্ত্র
ঘ. রেচনতন্ত্র
উত্তর: গ

৫।কোন হরমোনটি ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট?

ক. প্রোক্যালাকটিন
খ. ইনসুলিন
গ. থাইরক্সিন
ঘ. অ্যাড্রিনালিন
উত্তর: খ

৬.কোন হরমোনের ঘাটতির কারণে ডায়াবেটিস হয়?

ক. থাইরক্সিন
খ. প্রোক্যালটিন
গ. গ্লুকাগন
 ঘ. ইনসুলিন
উত্তর: ঘ

More MCQ

১.একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে বলা হয়- 

ক. নিউরন
খ. নেফরন
গ. মলিকুলার সেল
ঘ. ক্যাক্রোফেস
উত্তর: ক

২.প্রাণী দেহের দীর্ঘতম কোষটির নাম-

ক. RBC
খ. নিউরন
গ. গবলেট
ঘ. WBC
উত্তর: খ

৩.নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?

ক. নেফ্রোন
খ. নিউরন
গ. থাইমাস
ঘ. মাস্ক সেল
উত্তর: খ

8.মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ?

ক. স্নায়ুতন্ত্র
খ. পরিপাকতন্ত্র
গ. রেচনতন্ত্র
ঘ. শ্বসনতন্ত্র
উত্তর: ক

৫.মানুষের মস্তিষ্কের ওজন কত?

ক. ১.৫০ কেজি
খ. ১.৪০ কেজি
গ. ১.৩৬ কেজি
ঘ. ১.২৫ কেজি
উত্তর: গ

৬. মানুষের মৃত্যু হয় যদি রক্ত--

ক. ১ মিনিট বন্ধ থাকে
খ. ৪ মিনিট বন্ধ থাকে
গ. ৫ মিনিট বন্ধ থাকে
ঘ. ৬ মিনিট বন্ধ থাকে
উত্তর: খ

৭.মানুষের স্পাইনাল কার্ডের দৈর্ঘ্য কত?

ক. ১৫ ইঞ্চি (প্রায়)
খ. ১৭ ইঞ্চি (প্রায়)
গ. ১৫ ইঞ্চি (প্রায়)
ঘ. ২০ ইঞ্চি (প্রায়)
উত্তর: গ

৮.মানুষের করোটিক স্নায়ু সংখ্যা কয়টি?

ক. ১০টি
খ. ১২টি
গ. ২০টি
ঘ. ২৪টি
উত্তর: ঘ

৯.Spinal nerve কয়টি?

ক. ৩১ জোড়া
খ. ৩০ জোড়া
গ. ১২ জোড়া
ঘ. ৩৫ জোড়া
উত্তর: ক

১০. মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?

ক. হাইপোথ্যালামাস
খ. মস্তিষ্ক
গ.পিটুইটারী
ঘ. ত্বক
উত্তর: ক

১১. নিচের কোনটি হাইপোথ্যালামাসের কাজ?

ক. অম্ল ও ক্ষারের সাম্যতা রক্ষা করা
খ. ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করা
গ. দেহের ভারসাম্য রক্ষা করা
ঘ. দেহতাপ নিয়ন্ত্রণ করা
উত্তর: ঘ

১২. মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের?

ক. অর্ধেক ধ্বংস হয়ে গেলে
খ. 'এক-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেলে
গ. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
ঘ. এক-চতুর্থাংশ বেড়ে গেলে
উত্তর: গ.

১৩. চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়-

ক. সেরিব্রাম
খ. সেরিবেলাম
গ. মেডুলা
ঘ. স্পাইনাল কর্ড
উত্তর: ক

১৪. শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ থাকে-

ক. চোখে
খ. সেরিব্রাল কর্টেক্সে
গ. মনে
ঘ. অস্থিতে
উত্তর: খ

১৫. কোনটি মস্তিষ্কের সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল?

ক. থ্যালামাস
খ. ক্যালোসাম
গ. সেরিব্রাম
ঘ. কারপাস
উত্তর: ক

১৬.নখ বা চুল কাটলে আমরা ব্যথা পাই না কারণ-

ক. এরা শরীরের কোন অংশ নয়
খ. এদের মধ্যে কোনো স্নায়ু নেই।
গ. দেহের মধ্যে লসিকা নালী আছে
ঘ. সবগুলোই ঠিক
উত্তর: খ

১৭. 'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কি?

ক. হৃদপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
খ. মস্তিষ্কে রক্তরক্ষণ এবং রক্ত প্রবাহে বাঁধা
গ. হৃদপিণ্ডের অংশ বিশেষের অসাড়তা
ঘ. ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া
উত্তর: খ

১৮. মস্তিষ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়াকে বলে-

ক. কার্ডিয়াক এ্যারেস্ট
খ. কার্ডিয়াক ফেইলিউর
গ. হার্ট এ্যাটাক
ঘ. স্ট্রোক
উত্তর: ঘ

১৯. ‘স্ট্রোক' শরীরের কোন অংশের রোগ-

ক. মস্তিষ্ক
খ. হৃদপিণ্ড
গ. হার্ট অ্যাটাক
ঘ. মেরুদণ্ড
উত্তর: ক

২০.স্ট্রোক' এর প্রধান লক্ষণসমূহ হলো-

ক. চোখে ঝাপসা দেখা ও কথা বলতে সমস্যা অনুভব করা
খ.হঠাৎ দুর্বলতা অনুভব করা বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া 
গ. হঠাৎ তন্দ্রাচ্ছন্নতা হওয়া বা চলতে ফিরতে সমস্যা অনুভব করা 
ঘ. উপরের সবগুলো বা যে কোন একটি
উত্তর: ঘ

২১.''হার্ট-এটাক' ও 'স্ট্রোক' সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? 

ক. হার্ট এটাক হলে হৃৎপিণ্ডের কিছু টিস্যু মরে যায়। 
খ. মস্তিষ্কে রক্তসঞ্চালন বাঁধাপ্রাপ্ত হলে স্ট্রোক হতে পারে 
গ. স্ট্রোকের মূল কারণ হার্ট-এটাক
ঘ. স্ট্রোক-এর ফলে মানুষ পক্ষাঘাতগ্রস্থ হতে পারে 
উত্তর: গ 

২২.মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়? 

ক. এপিলেপসি
খ. পারকিনসন
গ. প্যারালাইসিস
ঘ. থ্রম্বোসিন
উত্তর: গ 

২৩. স্নায়ুবিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত ৰূপকে বলে-

ক. স্নায়ুরোগ
খ. থেলাসেমিয়া
গ. ব্রেনস্ট্রোক
ঘ. অটিজম
উত্তর: গ

২৪. ইনসোমনিয়া কি?

ক. নিদ্রাহীনতাজনিত রোগ 
খ. স্নায়ু রোগ
গ. চোখের রোগ
ঘ. কোনটিই নয়
উত্তর: ক




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url