মা ও শিশু স্বাস্থ্য(Mother and child health)
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
১.Puerperium Period কত দিন?
ক. ৪ সপ্তাহখ. ২ সপ্তাহ .
গ. ৬ সপ্তাহ
ঘ.১ সপ্তাহ
উত্তর: গ
2.Premature baby বলতে কোন সময়ে জন্মগ্রহণকারী শিশুকে বলা হয়?
ক. ৯-১০ মাসখ. ২৮ সপ্তাহ-৩৭ সপ্তাহ
গ. ৩৭ সপ্তাহের পরবর্তী সময়
ঘ. ৪০ সপ্তাহের বেশি
উত্তর: খ
৩.Post mature pregnancy কখন হয়?
ক. > 36 wksখ. > 40 wks
গ. >42 wks
ঘ. > 43 wks
উত্তর: গ
৪.একটি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন কত কম হলে LBW বাচ্চা বলা হয়?
ক. ৩ কেজিখ. ২.৫ কেজি
গ. ২ কেজি
ঘ. ১.৫ কেজি
উত্তর: খ
৫.নবজাতকের ওজন বেশি ধরা হয়-
ক. ৩ কেজি এর বেশি হলেখ : ৮ কেজি এর বেশি হলে
গ. ৩.২ কেজি এর বেশি হলে
ঘ. ৫ কেজি এর বেশি হলে
উত্তর: ঘ
৬.Neonatal Jaundice এর চিকিৎসা-
ক. পূর্ণ বিশ্রামখ. বেশি করে পানি খাওয়া
গ. সকলের সূর্যের আলো
ঘ. দুপুরের সূর্যের আলো
উত্তর: গ
৭.Exclusive breast feeding of breast feeding করার কথা বুঝায়?
ক. ১ বছরখ. ২ বছর
গ. ৬ মাস
ঘ. ১০ মাস
উত্তর: গ
৮.জন্মের পা হতে শিশুকে কত সময় পর্যন্ত কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত?
ক. ৩ মাস পর্যন্তখ. ৬ মাস পর্যন্ত
গ. ৯ মাস পর্যন্ত
ঘ. ১ বছর পর্যন্ত
উত্তর:খ
৯.Lactating Mother কে কত ক্যালরি অতিরিক্ত খাবার দিতে হয়?
ক. ১০০০ ক্যালরিখ. ৬০০ ক্যালরি
গ. ৫০০ ক্যালরি
ঘ. ৩৫০ ক্যালরি
উত্তর: গ
১০. ইউনিং পদ্ধতি হলো বাচ্চাদের প্রথম-
ক. পানি খাওয়াখ. দুধ খাওয়া
গ. অন্য খাবার খাওয়া
ঘ. ভাত খাওয়া
উত্তর: গ
১১.Growth Chart এ একটি শিশুর কোন তথ্যটি থাকে না?
ক. Heightগ. Immunizaiton status
খ. Weight
ঘ. Blood group
উত্তর: ঘ
১২.Growith mile stone বলতে বুঝায় না-
ক. বসতেখ. হাটতে পরা
গ. দৌড়াইতে পারা
ঘ. দাঁত উঠা
উত্তর: ঘ
১৩. পাঁচ বছরের নিচে বাচ্চার সর্বাধিক মৃত্যুর কারণ কোনটি নয়?
ক. ডায়রিয়াখ. নিউমোনিয়া
গ. অপুষ্টিজনিত
ঘ. ক্যান্সার
উত্তর: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url