স্নেহপদার্থ (Lipid)




তথ্যকণিকা(Information):স্নেহপদার্থ (Lipid)

স্নেহজাতীয় পদার্থ হল কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ তবে | এদের অণুতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ১:২:১ নয়।স্নেহজাতীয় পদার্থ ফ্যাটি এসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটি যৌগ। স্নেহ জাতীয় পদার্থ পরিপাক হয়ে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি এসিড ও গ্লিসারল ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতর অবস্থিত লসিকা নালীর মাধ্যমে শোষিত হয়।
স্নেহ জাতীয় পদার্থ তেলে দ্রবণীয় কিন্তু পানিতে অদ্রবণীয়।

১.স্নেহ পদার্থ নিম্নের কোনটিতে দ্রবণীয়?

ক. তেলে
খ. পানিতে
গ. তেল ও পানির মিশ্রণে 
ঘ. মৃতে
উত্তর: ক

২.সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য-

ক. চিনি
খ. আলু
গ. দুধ
ঘ. ভাত
উত্তর: গ

৩.কোলেস্টেরল কি?

ক. এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল
খ. এক ধরনের জৈব এসিড
গ. স্বাদ বর্ণহীন অ্যামাইনো এসিড
ঘ. এক ধরনের পলিমার 
উত্তর: ক

৪.রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?

ক. বেলে মাছ .
খ. পালং শাক
গ. খাসির মাংস
ঘ. মুরগীর মাংস
উত্তর: গ

৫.কোনটি মানব দেহের জন্য ভালো কোলেস্টেরল?

ক. HDL
খ. VLDL
গ. LDL
ঘ. Triglyceride (TG) 
উত্তর: ক



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url