গ্রন্থি (Gland)
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
গ্রন্থি (Gland)
গুনগত ও কার্যগতভাবে বিশেষিত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাকে গ্রন্থি বলে।
গুনগত ও কার্যগতভাবে বিশেষিত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাকে গ্রন্থি বলে।
ক) অন্তঃক্ষরা গ্রন্থি:
পিটুইটারি, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল, শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদি অন্তঃক্ষরা গ্রন্থি । পিটুইটারী গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা গ্রন্থিরাজ বলা হয়। কারণ পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের সংখ্যা বেশি এবং ৮ অন্যান্য গ্রন্থির উপর এর প্রভাব বেশি।
খ) বহিঃক্ষরা গ্রন্থি:
সিবেসিয়াস, সেরুমিনাস, স্তনগ্রন্থি, লালাগ্রন্থি, ল্যাক্রিমাল 0 গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয় ইত্যাদি। চোখের পানির উৎস ল্যাক্রিমাল গ্রন্থি। হরমোন (Hormone)অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে জৈব রাসায়নিক পদার্থ রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের দূরবর্তী স্থানে পৌঁছে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করে এবং ক্রিয়া শেষে নিজে নিঃশেষ হয়ে যায়, তাকে হরমোন বলে। হরমোন ১ (প্রাণরস) মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে । এদের রাসায়নিক প্রকৃতি স্টেরয়েড, প্রোটিন বা ফেনলধর্মী।হরমোনগ্রোথ হরমোন থাইরোক্যালসিটোনিন,উৎসতথ্যকণিকা পিটুইটারী রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন ও ডিম্বাশয় মহিলাদের রজঃচক্র নিয়ন্ত্রণ প্রজেস্টরন করে। টেসটোস্টেরন শুক্রাশয় গ্লুকাগন অগ্ন্যাশয়ের অভ্যন্তরের ইনসুলিন অব অ্যাডরিনালিন বহুমূত্র (Diabetes) দাড়ি গোফ গজায় যকৃতের গ্লাইকোজেনকে ভেঙ্গে গ্লুকোজে পরিণত করে।
আইলেটস ১৯২২ সালে কানাডীয় চিকিৎসা বিজ্ঞানী ফ্রেডরিক গ্র্যান্ট বেনটিং ল্যাঙ্গারহ্যান্স এবং তার ছাত্র চার্লস বেস্ট অ্যাডরেনাল ইনসুলিন আবিষ্কার করেন।
ইনসুলিন এক ধরনের অ্যামাইনো এসিড। অতিরিক্ত শর্করা দেহে গ্লাইকোজেনকে গ্লাইকোজেনে পরিণত করে। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে।ভয় পেলে এই হরমোনের জন্য গায়ের লোম খাড়া হয়। একে আপদকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়।
ইনসুলিন হরমোনের অবাব জনিত রোগ ডায়াবেটিস। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় (ইনসুলিন এর অভাব হয়) তখন রক্তে শর্করার (গ্লুকোজের) পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় এবং অতিরিক্ত শর্করা বা গ্লুকোজ প্রস্রাবের সঙ্গে নির্গত । হওয়ার দরুন যে রোগ হয় তাকে বহুমূত্র বলে। ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়। ঘন ঘন প্রস্রাব হওয়া এ রোগের লক্ষণগুলোর একটি। বহুমূত্র রোগ | মানবদেহের কিডনি বিনষ্ট করে। এ রোগের চিকিৎসায় ইনসুলিন ব্যবহৃত হয়। চিনি।
জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয়- কথাটি সত্য নয় ।
খ. হরমোন
গ. পেশী
ঘ. উৎসেচক
উত্তর: খ
খ. থাইরয়েড-কে
গ. যকৃত-কে
ঘ. অ্যাড্রিনাল-কে
উত্ত: ক
খ. পিটুইটারী গ্রন্থি
গ. অ্যাড্রিনালিন গ্রন্থি
ঘ. অগ্ন্যাশয়
উত্তর: ক
খ. ল্যাক্রিমাল গ্রন্থি
গ. পিউপিল
ঘ. ফোবিয়া সেন্ট্রালিস
উত্তর: খ
খ. গ্লাইকোজেন রূপে
গ. ফ্রুকটোজ রূপে
ঘ. চর্বি রূপে
উত্তর: ক
খ. যকৃত
গ. অগ্ন্যাশয়
ঘ. পিত্তথলি
উত্তর: খ
খ. গ্লুকোজ
গ. ফ্রুক্টোজ
ঘ. সুক্রোজ
উত্তর: ক
খ. ইনসুলিন
গ. রেনিন অ্যানজিওটেনসিন
ঘ. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
উত্তর: ক
খ. যকৃৎ
গ. অগ্ন্যাশয়
ঘ. বৃক্ক
উত্তর: গ
খ. আলেকজন্ডার ফ্লেমিং
গ. গেরহার্ড ডোমাক
ঘ. অ্যাডওয়ার্ড জেনার
উত্তর:
খ. ১৯২১ সালে কানাডায়
গ. ১৯২২ সালে জার্মানিতে
ঘ. ১৯২৩ সালে আমেরিকায়
উত্তর
খ. থাইরয়েড গ্রন্থি
গ. অগ্ন্যাশয় (Pancrease)
ঘ. পিটুটারি গ্রন্থি (Pituitary)
উত্তর: গ
খ. ইনসুলিন
গ. ফোলিক এসিড
ঘ. অ্যামাইনো এসিড
উত্তর: খ
খ. এক ধরনের কৃত্রিম অঙ্গ
গ. এক ধরনের এনজাইম
ঘ. এক ধরনের অস্ত্র
উত্তর: ক
খ. প্রোটিন,
গ. অ্যামাইনো এসিড
ঘ. গ্লুকোজ
উত্তর: গ
খ. গ্লুকাগন
গ. এড্রিনালিন
ঘ. ইনসুলিন
উত্তর: ঘ
খ. থাইরক্সিন
গ. এনড্রোজেন
ঘ. এস্ট্রোজেন
উত্তর: ক
খ. কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য
গ. বিলিরুবিন নিয়ন্ত্রণের জন্য
ঘ. গ্লুকোজের পরিপাক নিয়ন্ত্রণের জন্য
উত্তর: ঘ
খ. কলেরা
গ. হাম
ঘ. ম্যালেরিয়া
উত্তর: ক
খ. রিকেট
গ. ডায়াবেটিস
ঘ. স্কার্ভি
উত্তর: গ
গ. ক্যালসিয়াম
খ. ইনসুলিন
ঘ. রক্তের গ্লুকোজ
উত্তর: ঘ
খ. এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ. এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
ঘ. ইনসুলিণ নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
উত্তর: ক
খ. Asthma
গ. Jaundice
ঘ. Anaemia
উত্তর: ক
খ. ইনসুলিন
গ. প্যাথাথরমোন
ঘ. সোমাটোট্রপিন
উত্তর: গ
খ. থাইরক্সিন
গ. গ্লুকাগন
ঘ. ইনসুলিন
উত্তর: ক
খ. প্রোজেস্টেরনে হরমোনের জন্য
গ. এস্ট্রোজেন হরমোন জন্য
ঘ. ইনসুলিনের জন্য
উত্তর: ক
খ. প্রোজেস্টরন
গ. অক্সিটোসিন
ঘ. গোনাডোট্রপিন
উত্তর: খ
খ. গ্লুকাগন
গ. থাইরক্সিন
ঘ. থাইরোক্যালসিটোনিন
উত্তর: ঘ
আইলেটস ১৯২২ সালে কানাডীয় চিকিৎসা বিজ্ঞানী ফ্রেডরিক গ্র্যান্ট বেনটিং ল্যাঙ্গারহ্যান্স এবং তার ছাত্র চার্লস বেস্ট অ্যাডরেনাল ইনসুলিন আবিষ্কার করেন।
ইনসুলিন এক ধরনের অ্যামাইনো এসিড। অতিরিক্ত শর্করা দেহে গ্লাইকোজেনকে গ্লাইকোজেনে পরিণত করে। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে।ভয় পেলে এই হরমোনের জন্য গায়ের লোম খাড়া হয়। একে আপদকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়।
ইনসুলিন হরমোনের অবাব জনিত রোগ ডায়াবেটিস। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় (ইনসুলিন এর অভাব হয়) তখন রক্তে শর্করার (গ্লুকোজের) পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় এবং অতিরিক্ত শর্করা বা গ্লুকোজ প্রস্রাবের সঙ্গে নির্গত । হওয়ার দরুন যে রোগ হয় তাকে বহুমূত্র বলে। ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়। ঘন ঘন প্রস্রাব হওয়া এ রোগের লক্ষণগুলোর একটি। বহুমূত্র রোগ | মানবদেহের কিডনি বিনষ্ট করে। এ রোগের চিকিৎসায় ইনসুলিন ব্যবহৃত হয়। চিনি।
জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয়- কথাটি সত্য নয় ।
MCQ Solution
১.মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে-
ক. স্নায়ুতন্ত্রখ. হরমোন
গ. পেশী
ঘ. উৎসেচক
উত্তর: খ
২.গ্রন্থিরাজ বলা হয়-
ক. পিটুইটারি-কেখ. থাইরয়েড-কে
গ. যকৃত-কে
ঘ. অ্যাড্রিনাল-কে
উত্ত: ক
৩.উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি?
ক. থাইরয়েড গ্রন্থিখ. পিটুইটারী গ্রন্থি
গ. অ্যাড্রিনালিন গ্রন্থি
ঘ. অগ্ন্যাশয়
উত্তর: ক
8.চোখের পানির উৎস কোথায়?
ক. কর্নিয়াখ. ল্যাক্রিমাল গ্রন্থি
গ. পিউপিল
ঘ. ফোবিয়া সেন্ট্রালিস
উত্তর: খ
৫. অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে-
ক. গ্লাইকোজেন রূপেখ. গ্লাইকোজেন রূপে
গ. ফ্রুকটোজ রূপে
ঘ. চর্বি রূপে
উত্তর: ক
৬.অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন নামে দেহের কোন অংশে জমা থাকে?
ক. প্লীহাখ. যকৃত
গ. অগ্ন্যাশয়
ঘ. পিত্তথলি
উত্তর: খ
৭. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো-
ক. গ্লাইকোজেনখ. গ্লুকোজ
গ. ফ্রুক্টোজ
ঘ. সুক্রোজ
উত্তর: ক
৮.লিভারের গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে-
ক. গ্লুকাগনখ. ইনসুলিন
গ. রেনিন অ্যানজিওটেনসিন
ঘ. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
উত্তর: ক
৯.আইলেটস অব লেঙ্গারহেস কার কলাস্থানিক বৈশিষ্ট্য?
ক. ক্ষুদ্রাস্ত্রখ. যকৃৎ
গ. অগ্ন্যাশয়
ঘ. বৃক্ক
উত্তর: গ
১০. ইনসুলিন কে আবিষ্কার করেন?
ক. ফ্রেডেরিক হপকিন্সখ. আলেকজন্ডার ফ্লেমিং
গ. গেরহার্ড ডোমাক
ঘ. অ্যাডওয়ার্ড জেনার
উত্তর:
১১. ইনসুলিণ প্রথম কত সালে কোন দেশে আবিষ্কৃত হয়?
ক. ১৯২০ সালে ইংল্যান্ড,খ. ১৯২১ সালে কানাডায়
গ. ১৯২২ সালে জার্মানিতে
ঘ. ১৯২৩ সালে আমেরিকায়
উত্তর
১২. ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
OrInsulin is secreted in-
ক. যকৃত (Liver)খ. থাইরয়েড গ্রন্থি
গ. অগ্ন্যাশয় (Pancrease)
ঘ. পিটুটারি গ্রন্থি (Pituitary)
উত্তর: গ
১৩.অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
ক. পেনিসিলিনখ. ইনসুলিন
গ. ফোলিক এসিড
ঘ. অ্যামাইনো এসিড
উত্তর: খ
১৪.ইনসুলিন কী?
ক. এক ধরনের হরমোনখ. এক ধরনের কৃত্রিম অঙ্গ
গ. এক ধরনের এনজাইম
ঘ. এক ধরনের অস্ত্র
উত্তর: ক
১৫. ইনসুলিন হচ্ছে একটি-
ক. নিউক্লিক এসিডখ. প্রোটিন,
গ. অ্যামাইনো এসিড
ঘ. গ্লুকোজ
উত্তর: গ
১৬.কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
ক. থাইরক্সিনখ. গ্লুকাগন
গ. এড্রিনালিন
ঘ. ইনসুলিন
উত্তর: ঘ
১৭. বহুমূত্র রোগে কোন হরমেনের দরকার?
ক. ইনসুলিনখ. থাইরক্সিন
গ. এনড্রোজেন
ঘ. এস্ট্রোজেন
উত্তর: ক
১৮. ডায়াবেটিস রোগীর দেহে ইনসুলিন দেওয়া হয়-
ক. রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যখ. কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য
গ. বিলিরুবিন নিয়ন্ত্রণের জন্য
ঘ. গ্লুকোজের পরিপাক নিয়ন্ত্রণের জন্য
উত্তর: ঘ
১৯. কোন রোগে ইনসুলিন ব্যবহৃত হয়?
ক. ডায়াবেটিসখ. কলেরা
গ. হাম
ঘ. ম্যালেরিয়া
উত্তর: ক
২০. ইনসুলিন এর অভাবে কোন রোগের হয়?
ক. রাতকানাখ. রিকেট
গ. ডায়াবেটিস
ঘ. স্কার্ভি
উত্তর: গ
২১. হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?
ক. ভিটামিন Eগ. ক্যালসিয়াম
খ. ইনসুলিন
ঘ. রক্তের গ্লুকোজ
উত্তর: ঘ
২২. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো-
ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়খ. এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ. এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
ঘ. ইনসুলিণ নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
উত্তর: ক
২৩. রক্তে গ্লুকোজের মাত্রা 200mg /dL এর বেশি হয় কোন রোগে ?
ক. Diabetesখ. Asthma
গ. Jaundice
ঘ. Anaemia
উত্তর: ক
২৪. মানুষের অস্থির সাথে যে হরমোন জড়িত তা হলো-
ক. অ্যাড্রিনালিনখ. ইনসুলিন
গ. প্যাথাথরমোন
ঘ. সোমাটোট্রপিন
উত্তর: গ
২৫.ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের জন্য?
অথবাসংকটকালীন বা আপদকালীন রহমোন কোনটি?
ক. অ্যাডরিনালিনখ. থাইরক্সিন
গ. গ্লুকাগন
ঘ. ইনসুলিন
উত্তর: ক
২৬. দাঁড়িগোঁফ গজায়-
ক. টেসটোস্টেরন হরমোনের জন্যখ. প্রোজেস্টেরনে হরমোনের জন্য
গ. এস্ট্রোজেন হরমোন জন্য
ঘ. ইনসুলিনের জন্য
উত্তর: ক
২৭. নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়?
ক. প্রোলেকটিনখ. প্রোজেস্টরন
গ. অক্সিটোসিন
ঘ. গোনাডোট্রপিন
উত্তর: খ
২৮. কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে?
ক. ইনসুলিনখ. গ্লুকাগন
গ. থাইরক্সিন
ঘ. থাইরোক্যালসিটোনিন
উত্তর: ঘ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url