রেচনতন্ত্র (Excretory System)

 


আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।



তথ্যকণিকা(Information):রেচনতন্ত্র (Excretory System)

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রাণিকোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ 
( ইউয়িা, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন) দেহ থেকে দ্রুত ও নিয়মিত নিষ্কাশিত হয়, তাকে রেচন বলে। 
  • বৃক্ক (Kidney), 
  • ইউরেটর (Ureter), 
  • মূত্রথলি (Bladder), 
  • মূত্রনালী (Urethra) 
নিয়ে রেচনতন্ত্র গঠিত। রেচনতন্ত্রের মাধ্যমেই। ৮০% রেচনপদার্থ নিষ্কাশিত হয়। 
বাকি ২০% রেচন পদার্থ অন্যান্য অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়। মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক বা কিডনি। পূর্ণবয়স্ক মানুষের কিডনির ওজন ১৫০ গ্রাম। বৃক্কের কার্যকরী একক বলা হয় নেফ্রন।
 মানুষের প্রত্যেক বৃক্কে ১০-১২ লক্ষ নেফ্রন রয়েছে। বৃক্কে মূত্রে তৈরি হয়। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন ১৫০০ মিলি. মূত্র ত্যাগ করে।

MCQ

১।রেচনতন্ত্রে অবশ্য প্রয়োজনীয় অঙ্গ কোনটি?

ক. পাকস্থলি
খ. বৃক্ক
গ. ফুসফুস
ঘ. যকৃত
উত্তর: খ

২। বর্জ্য নিষ্কাশন করে- 

ক. অগ্ন্যাশয়
খ. ফুসফুস
গ. যকৃৎ
ঘ. বৃক্ক
উত্তর: ঘ

৩। মানবদেহের কয়টি বৃক্ক আছে?

ক. ১টি
খ. ৩টি 
গ. ২টি
ঘ. ৪টি
উত্তর: গ

More MCQ

১.বিপাকীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কি বলে?

ক. রেচন
খ. শোধন
গ. বিপাক
ঘ. নিঃসরণ
উত্তর : ক

২.রেচনতন্ত্র দেহের যে কাজ করে-

ক. শ্বাস গ্রহন
খ. প্ৰজনন
গ. বর্জ্য ত্যাগ
ঘ. খাদ্য পরিপাক
উত্তর: গ

৩.দেহের রেচনতন্ত্রে সহায়তা করে কান অঙ্গটি?

ক. যকৃত
খ. পাকস্থলী
গ. বৃক্ক
ঘ. ফুসফুস
উত্তর: গ

8.Female urethra 4 Length-

ক. 4cm
খ. 6cm
গ. 8cm
ঘ. 12cm
উত্তর: ক

৫.নিম্নের কোনটি মূত্রতন্ত্রের অংশ নয়?

ক. Urether
খ. Kidney
গ. Appendix
ঘ. Urethra
উত্তর: গ

৬.শরীর হতে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়-

ক. যকৃত
খ. হৃৎপিণ্ড
গ. ফসফুস
ঘ. কিডনি
উত্তর: ঘ

৭.কোন অঙ্গে মূত্র তৈরি হয়?

ক. যকৃত
খ. প্লীহা
গ. বৃক্ক
ঘ. মূত্রনালী
উত্তর: গ

৮.পূর্ণবয়স্ক মানুষেল কিডনির ওজন-

ক. ৫০ গ্রাম
খ. ৭৫ গ্রাম
গ. ১৫০ গ্রাম
ঘ. ২৫০ গ্রাম
উত্তর: গ

৯.নিচের কোনটিকে কিডনির কার্যকরি একক বলা হয়?

ক. নেফ্রন গ. নিউরন
খ. গ্লোমেরুলাস
ঘ. মেজর ক্যালিস
উত্তর: ক

১০. প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে-

ক. প্রায় ৮ থেকে ৯ লক্ষ 
খ. প্রায় ১০ থেকে ১২ লক্ষ
গ. প্রায় ১২ থেকে ১৪ লক্ষ 
ঘ. প্রায় ১৩ থেকে ১৪ লক্ষ
উত্তর: খ 

১১.অসমোরেগুলেশান মানবদেহের কোন অঙ্গের মাধ্যমে হয়ে থাকে?

ক. যকৃত
খ. অগ্ন্যাশয়
গ. বৃক্ক
ঘ. ফুসফুস
উত্তর: গ

১২. গ্লোমেরোলানেফ্রাইটিস কোন অংশের অসুখ?

ক. হার্ট
খ. কিডনি
গ. লিভার
ঘ. ব্রেইন
উত্তর: খ

১৩. Serum Creatinine level বেড়ে যায় সাধারণত কোন রোগে ?

ক. Bronchitis
খ. Arthritis
গ. Cervicities
ঘ. Chronic kidney disease
উত্তর: ঘ

১৪. Dialysis করা প্রয়োজন হয় কোন সলে?

ক. Respiratory failure 
খ. Hepatic failure 
গ. Cardiac failure 
ঘ. Renal failure 
উত্তর: ঘ

১৫.হেমোডায়ালাইসিস চিকিৎসা পদ্ধতি-

ক. হার্ট-ফেইলরের
খ. স্ট্রোক এর ও
গ. কিডনি বিকলতার
ঘ. রেসেপেরেটরি ফেইলরের
উত্তর: গ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url