গর্ভবর্তী মায়ের পরিচর্যা(Care of the pregnant mother)
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
গর্ভবর্তী মায়ের পরিচর্যা
বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে গর্ভকালীন সময়ে প্রত্যেক মায়ের কমপক্ষে ৪ বার প্রসূতিকালীন পরিচর্যা (Antenatal Care-ANC) গ্রহণ করা উচিত । যথা: প্রথমবার গর্ভধারণে ১৬ সপ্তাহে, দ্বিতীয়বার ২৪-২৮ সপ্তাহের মধ্যে, তৃতীয়াবার ৩২ সপ্তাহে এবং চতুর্ভবার ৩৬ সপ্তাহে।MCQ
1.EDD (Expected date of Delivery) গোনা হয়-
ক. LMP থেকে ৯ মাস + ৭ দিনখ. LMP থেকে ১০মাস + ৭দিন
গ. LMP থেকে ৯মাস ৭ দিন
ঘ. LMP থেকে ১০ মাস ১০ দিন
উত্তর: ক
২.সোনিয়ার LMP ০২.০১.২০১৭ এ ওর EDD হবে-
ক.১২.১২.২০১৭খ. ৯.১১.২০১৭
গ. ৯.১০.২০১৭
ঘ. ৯.১২.২০১৭
উত্তর: গ
৩.গর্ভকালীন প্রসূতিসেবায় প্রথমতিন মাসে মাকে কি দিয়ে থাকি?
ক. ফলিক এসিডখ. ক্যালসিয়াম
গ. আয়োডিন
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর: ক
8.WHO অনুযায়ী কমপক্ষে কতবার ANC করা উচিত?
ক. ৩ বারখ. ৪ বার
গ. ২ বার
ঘ. ৫ বার
উত্তর: খ
৫.কোনটি ANC (Ante Natal Care) এর Routine test?
ক. Urine R/Eখ. S. Creatinine
গ. Liver function
ঘ. Thyroid function test
উত্তর: ক
৬.গর্ভকালীন প্রসূিতিবস্থা (ANC)- এর সময় কোন ল্যবরেটরি পরীক্ষা জরুরি নয়?
ক. হিমোগ্লোবিনখ. Urine R/M/E
গ. VDRL
ঘ. Cholestreol level
উত্তর: গ
৭.কোন পরীক্ষা গর্ভবর্তী মা'র জন্য ঝুঁকিপূর্ণ?
ক. ECGখ. X-ray
গ. Ultrasonography
ঘ. Blood Sugar
উত্তর: ক
৮.গর্ভকালীন সময়ে কোন টিকা দিতে হয়?
ক. টিটেনাসখ. MMR
গ. হেপাটাইটিস বি
ঘ. রুবেলা
উত্তর: ক
৯.গর্ভাবস্থায় মায়ের জন্য অত্যাবশ্যকীয় টিকা কোনটি?
ক. TTখ. BCG
গ. OPV
ঘ. DPT
উত্তর: ক
১০. গর্ভকালীন সময়ে বিপদসংকেত কোনটি নয়?
ক. পাফুলাখ. ওজন বৃদ্ধি
গ. রক্তপাত
ঘ. জ্বর
উত্তর: খ
১১.একজন স্বাভাবিক সুস্থ মহিলার গর্ভকালীন সময়ে গড়ে কত কেজি ওজন বাড়াতে পারে?
ক. ২০ কেজিখ. ১৫ কেজি
গ. ১২ কেজি
ঘ. ৫ কেজি
উত্তর: গ
১২. Eclapsia সাধারণত কি পরীক্ষা করে বুঝা যায়?
ক. Pulseখ. Blood pressure
গ. Temperature
ঘ. Heart Sound
উত্তর: খ
১৩.Abortion বলা হয় কত সপ্তাহে আগে?
ক. ২৮খ. ২৯
গ. ৩০
ঘ. ৩৬
উত্তর: ক
১৪. মাতৃগর্ভে একজন শিশু প্রতিদিন কত মিলিলিটার পানি পান করে ?
ক. ৪০০ মিলিলিটারখ. ৫০০ মিলিলিটার
গ. ৬০০ মিলিলিটার
ঘ. ৭০০ মিলিলিটার
উত্তর: খ
১৫.একজন গর্ভবর্তী মহিলার Labour monitoring এর জন্য খুবই প্রয়োজন হলো-
ক. ECGখ. Ultrasonogram
গ. Partogram
ঘ. Echocardiogram
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url