পঞ্চইন্দ্রিয় (5 Senses )

  

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।




পঞ্চইন্দ্রিয় (5 Senses )

পঞ্চইন্দ্রিয় (5 Senses )
যে অঙ্গের সাহায্যে আমরা বাহিরের জগতকে অনুভব করতে পারি, তাকে সংবেদী | অঙ্গ বলে। চোখ, কান নাক, জিহ্বা ও ত্বক- এ পাঁচটি হচ্ছে মানুষের সংবেদী অঙ্গ।সাধারণ ভাষায় এদের পঞ্চ-ইন্দ্রিয় বলে।

ত্বক:

 মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ ত্বক। ত্বকে মেলানিন নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে । মানুষের গায়ের রং মেলানিনের উপর নির্ভর করে।

 কান: 

শ্রবণ ও দেহের ভারসাম্য রক্ষা করা কানের কাজ । মানুষের কখন ৩টি অংশে বিভক্ত। যথা-
  • ক) বহিঃকর্ণ: কানে শব্দ তরঙ্গ প্রবেশ করলে প্রথম কানপর্দা কেঁপে উঠে।
  • খ) মধ্যকর্ণ: তিনটি হাড় থাকে। যথা- ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। 'স্টেপিস' মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি।
  • গ) অন্তঃকর্ণ: পাতলা পর্দা জাতীয় মেমব্রেনাস ল্যাবিরিন্থ নামক জটিল অঙ্গ দ্বারা | অন্তঃকর্ণ গঠিত। মেমব্রেনাস ল্যাবিরিন্থ দুটো প্রধান অংশের সমন্বয় গঠিত- 
(১) ইউট্রিকুলাস (ভারসাম্য অঙ্গ)।

(২) স্যাকুলাস (শ্রবণ অঙ্গ): 

এর অঙ্কীয় দেশ হতে প্রলম্বত এবং শামুকের ন্যায় প্যাঁচানো ককলিয়া- নামক নালী বের হয়। ককলিয়ার অন্তঃ প্রাচীরে থাকে শ্রবণ সংবেধী কোষ ‘অর্গান অফ কটি।

১.পঞ্চ ইন্দ্রিয়ের একটি হলো-

ক. দাঁত
খ. জিহ্বা
গ. মগজ
ঘ. নখ
উত্তর: খ

২.মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ-

ক. যকৃৎ
খ. স্নায়ু
গ, ত্বক
ঘ. কিডনি
উত্তর: গ

৩.মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?

ক. ক্যারোটিন
খ. হিমোগ্লোবিন
গ. মেলানিন
ঘ. থায়ামিন
উত্তর: গ

8. কানে শব্দ তরঙ্গ প্রবেশ করলে প্রথম যে অংশটি কেঁপে উঠে তা হলো-

ক. শ্রুতিহাড়
খ. ককলিয়া
গ. কানপর্দা
ঘ. ডিম্বাকৃতি ফুটো
উত্তর: গ

৫.‘অর্গান অব কর্টি” যে অঙ্গে থাকে-

ক. মধ্যকর্ণ
খ. ককলিয়া
গ. অর্ধবৃত্তাকার নালি
ঘ. ইউট্রিকুলাস
উত্তর: খ

৬.শ্রবণ ছাড়া কানের অন্যতম কাজ হল-

ক. দেহ সতেজ রাখা
খ. দেহের ভারসাম্য রক্ষা করা
গ. দেহের কার্যক্ষমতা বাড়ানো 
ঘ. কোনটিই নয়
উত্তর: খ

৭.মানব দেহের ভারসাম্য রক্ষায় কর্ণের কোন অংশটি সম্পৃক্ত?

ক. মেমব্রেনাস ল্যাবরিন্থ
খ. অর্গান অব কটি
গ. টিমপেনিক পর্দা
ঘ. ম্যালিয়াস
উত্তর: ক

৮.দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটি?

ক. স্যাকুলাস
খ. ইউট্রিকুলাস
গ. অর্গান অব কটি
ঘ. মেমব্রোনাস ল্যাবিরিন্থ 
উত্তর: খ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url