নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম
প্রাথমিক ভাবে যে বিষয়গুলো জানতে হবে।
নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য জিপিএ:
- বিএসসি নার্সিং এর জন্য জিপিএ- SSC - 3.00, HSC-3.00 (Total 7.00)
- ডিপ্লোমা/মিডওয়াইফারি নার্সিং এর জন্য জিপি-এ - SSC-2.50, HSC-2.50 (Total-6.00)
যারা যারা আবেদন করতে পারবেন:
- বিজ্ঞান বিভাগ হতে- বিএসসি / ডিপ্লোমা এবং মিডওয়াইফারি ।
- মানবিক, ব্যবসা শাখা থেকে এবং কারিগরি থেকে- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এণ্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ।
সিট সংখ্যা কত?
- ডিপ্লোমা-২,৭৩০
- বিএসসি-১,২৮০
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি-৯৯০ বেসরকারিতে অসংখ্য সিট ।
পাশ মার্ক কততে?
৪০ মার্কে পাশ, ৪০ এর কম পেলে আপনি কোন বেসরকারিতে ভর্তি হতে পারবেন না ।
আর এই পাশ মার্কটা কিন্তু ১০০ এর মধ্যে পেতে হবে ।
Exam টা হবে ১০০ মার্ক এর উপর আর GPA এর উপর ৫০ মার্ক।
কোনো নেগেটিভ মার্ক নেই ।
আর এই পাশ মার্কটা কিন্তু ১০০ এর মধ্যে পেতে হবে ।
Exam টা হবে ১০০ মার্ক এর উপর আর GPA এর উপর ৫০ মার্ক।
কোনো নেগেটিভ মার্ক নেই ।
বিএসসি'রা কি কি বিষয়ে প্রস্তুতি নিবেন?
- বাংলা
- ইংরেজি
- সাধারণ জ্ঞান
- পদার্থ
- রসায়ন ও
- জীব বিজ্ঞান
ডিপ্লোম/মিডওয়াইফারিগণ কি কি বিষয়ে প্রস্তুতি নিবেন?
- বাংলা
- ইংরেজি
- সাধারণ জ্ঞান
- বিজ্ঞান ও
- গণিত
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url