শ্বসন(Respiration)
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
শ্বসন(Respiration)
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু (শর্করা) অক্সিজেনের উপস্থিতি | বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ স্থিতি শক্তি গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং উপজাত হিসাবে পানি ও কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয় তাকে শ্বসন বলে।
শ্বসনের প্রকারভেদ
শ্বসন দুই প্রকার। যথা-- (ক) সবাত শ্বসন ও
- (খ) অবাত শ্বসন।
যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অংশগ্রহণ অপরিহার্য, তাকে সবাত শ্বসন বলে । সবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ হতেশক্তি এবং ৬অণু পানি পাওয়া যায়। কতিপয় ব্যাকটেরিয়া ও ছত্রাক ছাড়া মানুষসহ সকল জীবে সবাত শ্বসন হয়। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। মানবকোষের অভ্যন্তরে মাইটোকন্ড্রিয়ায় শ্বসন হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শ্বসন অঙ্গাণু বলা হয়। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে অবাত শ্বসন বলা হয়।
মানুষ ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য সম্পন্ন হয়। ফুসফুসে বায়ুর প্রবেশকে প্রশ্বাস এবং ফুসফুসে বায়ু ত্যাগকে নিঃশ্বাস বলা হয়। মানুষ প্রশ্বাসে অক্সিজেনের গ্রহণ করে এবং নিঃশ্বাসের সাথে কার্বন ডাই- অক্সাইড ত্যাগ করে ।
বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ২৫% এর বেশি হলে কোনো প্রাণি বাঁচতে পারে না।
বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ২৫% এর বেশি হলে কোনো প্রাণি বাঁচতে পারে না।
শ্বসনতন্ত্রের অংশ
- ১. নাসা গহ্বর
- ২.গলবিল
- ৩.স্বরযন্ত্র
- ৪. ট্রাকিয়া
- ৫. ব্রঙ্কাস
- ৬. ফুসফুস
ফুসফুস:
একজন প্রাপ্তবয়স্ক মানুষের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা ৬ লিটার। স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেক ব্যক্তির প্রতি ২০ মিনিটে ১০০০ ঘনফুট নির্মল বায়ু প্রয়োজন হয়। মানুষের ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ১০টি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে । ফুসফুস হৃৎপিণ্ড দ্বিস্তরবিশিষ্ট পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, একে প্লিউরা বলে । শ্বসনতন্ত্রের রোগ ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া বলে ।
খ. খাদ্য গ্রহণ
গ. শ্বসন
ঘ. রক্ত সংবহন
উত্তর: গ
খ. মাইটোকন্ড্রিয়ায়
গ. সাইটোপ্লাজমে
ঘ. কোনটিই নয়
উত্তর: খ
খ. নাইট্রোজেন
গ. কার্বন-ডাই-অক্সাইড
ঘ. উপরের সবগুলোই
উত্তর: গ
খ. রেচন
গ. শ্বসন
ঘ. অভিস্রবণ
উত্তর: গ
খ. অক্সিজেন
গ. জলীয় বাষ্প
ঘ. কার্বন ডাই অক্সাইড
উত্তর: খ
খ. শ্বসন
গ. ক ও উভয়ই
ঘ. কোনটিই নয়
উত্তর: ক
খ. ১২ অণু
গ. ২ অণু
ঘ. ৬ অণু
উত্তর: ঘ
খ. শ্বাসতন্ত্র
গ. স্নায়ুতন্ত্র
ঘ. রেচনতন্ত্র
উত্তর: খ
খ. Trachea
গ. Maxilla
ঘ. Brinchus
উত্তর: গ
খ. প্রশ্বাস
গ. শ্বাস ত্যাগ
ঘ. কোনটিই নয়
উত্তর: খ
খ. নাইট্রোজেন
গ. কার্বন-ডাই-অক্সাইড
ঘ. কোনটিই নয়
উত্তর: গ
খ. ৫ লিটার
গ. ৬ লিটার
ঘ. ৮ লিটার
উত্তর: গ
খ. 1000 Cubic meter in an hour
গ. 1000 Cubic feet in an hour
ঘ.1000 Cubic feet in every 20 minutes
Ans: D
খ. ডান ফুসফুসে ১০টি ও বাম ফুসফুসে ১০টি সেগমেন্ট থাকে
গ.ডান ফুসফুসে ১০টি ও বাম ফুসফুসে ১০টি সেগমেন্ট থাকে
ঘ. কেনোটিই নয়
উত্তর: গ
খ. পেরিঅস্টিয়াম
গ. প্লিউরা
ঘ. পেরিকন্ড্রিয়াম
উত্তর:গ
খ. যকৃত
গ. কিডনি
ঘ. প্লীহা
উত্তর: ক
খ. গোলকৃমি
গ. পাতাকৃমি
ঘ. সুতাকৃমি
উত্তর: খ
খ. Hamturia
গ. Epistaxis
ঘ. Malaena
উত্তর: গ
MCQ
১.মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস?
ক. পরিপাকখ. খাদ্য গ্রহণ
গ. শ্বসন
ঘ. রক্ত সংবহন
উত্তর: গ
২.কোনটিতে শ্বসন ঘটে--
ক. নিউক্লিয়াসেখ. মাইটোকন্ড্রিয়ায়
গ. সাইটোপ্লাজমে
ঘ. কোনটিই নয়
উত্তর: খ
৩.শ্বসনে নির্গত হয়-
ক. অক্সিজেনখ. নাইট্রোজেন
গ. কার্বন-ডাই-অক্সাইড
ঘ. উপরের সবগুলোই
উত্তর: গ
8. প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন-ডাই অক্সাইড তৈরি করে?
ক. ব্যাপনখ. রেচন
গ. শ্বসন
ঘ. অভিস্রবণ
উত্তর: গ
৫.বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয়?
ক. নাইট্রোজেনখ. অক্সিজেন
গ. জলীয় বাষ্প
ঘ. কার্বন ডাই অক্সাইড
উত্তর: খ
৬.অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে বলা হয়-
ক. অবাত শ্বসনখ. শ্বসন
গ. ক ও উভয়ই
ঘ. কোনটিই নয়
উত্তর: ক
৭.সবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ থেকে কয় অণু পানি পাওয়া যায়?
ক. ৩৮ অণুখ. ১২ অণু
গ. ২ অণু
ঘ. ৬ অণু
উত্তর: ঘ
৮. Liarynx কোন তন্ত্রের অংশ?
ক. পরিপাকতন্ত্রখ. শ্বাসতন্ত্র
গ. স্নায়ুতন্ত্র
ঘ. রেচনতন্ত্র
উত্তর: খ
৯. নিম্নের কোনটি শ্বাসতন্ত্রের অন্তর্ভুক্ত নয়?
ক. Phrynxখ. Trachea
গ. Maxilla
ঘ. Brinchus
উত্তর: গ
১০.ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলা হয়?
ক. নিঃশ্বাসখ. প্রশ্বাস
গ. শ্বাস ত্যাগ
ঘ. কোনটিই নয়
উত্তর: খ
১১.মানুষ নিঃশ্বাসের সাথে কী ত্যাগ করে?
ক. অক্সিজেনখ. নাইট্রোজেন
গ. কার্বন-ডাই-অক্সাইড
ঘ. কোনটিই নয়
উত্তর: গ
১২. পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত?
ক. ৩ লিটারখ. ৫ লিটার
গ. ৬ লিটার
ঘ. ৮ লিটার
উত্তর: গ
১৩.What is the quantity of fresh air required for a man?
ক. 2000 Litre in an hourখ. 1000 Cubic meter in an hour
গ. 1000 Cubic feet in an hour
ঘ.1000 Cubic feet in every 20 minutes
Ans: D
১৪.ফুসফুসের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. ডান ফুসফুসে ৫টি ও বাম ফুসফুসে ৫টি সেগমেন্ট থাকেখ. ডান ফুসফুসে ১০টি ও বাম ফুসফুসে ১০টি সেগমেন্ট থাকে
গ.ডান ফুসফুসে ১০টি ও বাম ফুসফুসে ১০টি সেগমেন্ট থাকে
ঘ. কেনোটিই নয়
উত্তর: গ
১৫. ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা তাকে বলা হয়-
ক. পেরিকার্ডিয়ামখ. পেরিঅস্টিয়াম
গ. প্লিউরা
ঘ. পেরিকন্ড্রিয়াম
উত্তর:গ
১৬. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের- সর্বাধিক কমনের---
ক. ফুসফুসখ. যকৃত
গ. কিডনি
ঘ. প্লীহা
উত্তর: ক
১৭. নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কোনটি?
ক. ফিতাকৃমিখ. গোলকৃমি
গ. পাতাকৃমি
ঘ. সুতাকৃমি
উত্তর: খ
১৮. নাক দিয়ে রক্তক্ষরণকে কি বলে?
ক. Haemoptysisখ. Hamturia
গ. Epistaxis
ঘ. Malaena
উত্তর: গ
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url