মানবদেহ

 ডিপ্লোমা(নার্সিং)

মানবদেহ (Human Body)

ডিপ্লোমা(নার্সিং)


বিগত বছরের প্রশ্ন [ডিপ্লোমা]

১। মানষের কমেরুকার সংখ্যা- 

[মিডওয়াইফারি: ১৯-২০]
ক. ৩০টি
খ. ৩৩টি
গ. ৩৬টি
ঘ. ৪০টি
উত্তর: খ

২। মানব দেহে হাড়ের সংখ্যা কত?

 [ ডিপ্লোমা নার্সিং: ১৪-১৫]
ক. 206
খ. 208
গ. 110
ঘ. 203
উত্তর: ক

৩। দেহের সবচেয়ে বড় হাড়- 

[ডিপ্লোমা নাথিং: ১৪-১৫]
ক. হিউমেরাস
খ. টিবিয়া
গ. ফিবুলা
ঘ. ফিমার
উত্তর:

৪। মানবদেহে কয়টি অস্থি তাকে?

 [ডিপ্লোমা নার্সিং: ১৯-২০]
ক. ২১৬
খ. ২২৬
গ. ৩০৬
ঘ. ২০৬
উত্তর:

৫। চুল ও নখের উৎপত্তি হয়? 

[ডিপ্লোমা নার্সিং: ১৪-১৫]

ক. এক্টোডার্ম
খ. এন্ডোডার্ম
গ. মেসোডার্ম
ঘ. এপিডার্ম
উত্তর:ক

৬। কোন টিকার কার্যকর ব্যবহার নেই?

 [ডিপ্লোমা নার্সিং: ১৮-১৯]
ক. MM Vaccine
খ. Hapatitis B Vaccine
গ. Chicken Pox Vaccine 
ঘ. Cholera Vaccine 
উত্তর: ক 

৭। নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে? 

 [ ডিপ্লোমা নার্সিং:২০-২১]
ক. হিমোগ্লোবিন
খ. গ্লুকোজ
গ. অ্যান্টিজেন 
ঘ. অ্যান্টিবডি
উত্তর: ঘ

৮। স্নায়বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রপকে বলা হয়-

[ডিপ্লোমা নার্সিং: ১৯-২০]
ক. থ্যালাসেমিয়া
খ. হিমোফিলিয়া
গ. স্নায়ুরোগ
ঘ. অটিজম
উত্তর: ঘ

৯।রক্তের সর্বজনীন গ্রহিতা হল-

 [ডিপ্লোমা নার্সিং: ১৯-২০]
ক. AB
গ. 0
খ. B
ঘ. A
উত্তর:ক

১০. একজন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক পুরুষের BMI কত হওয়া উচিত?

[জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর : ১৮]
ক.১৫.০০ - ১৮.৪০
খ ১৮.৫০ - ২৪.৯০
গ.২৫.০০ - ২৯.৯০
ঘ. ৩০.০০ - ৩৫.০০
উত্তর: খ

১১. BMI কত হলে Obese বলা হয়? 

[নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স : ১৮]
ক. >30 
খ. >24
গ. >15
ঘ. >20
উত্তর: ক

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url