মানবদেহ
ডিপ্লোমা(নার্সিং)
মানবদেহ (Human Body)
বিগত বছরের প্রশ্ন [ডিপ্লোমা]
১। মানষের কমেরুকার সংখ্যা-
[মিডওয়াইফারি: ১৯-২০]ক. ৩০টি
খ. ৩৩টি
গ. ৩৬টি
ঘ. ৪০টি
উত্তর: খ
২। মানব দেহে হাড়ের সংখ্যা কত?
[ ডিপ্লোমা নার্সিং: ১৪-১৫]ক. 206
খ. 208
গ. 110
ঘ. 203
উত্তর: ক
৩। দেহের সবচেয়ে বড় হাড়-
[ডিপ্লোমা নাথিং: ১৪-১৫]ক. হিউমেরাস
খ. টিবিয়া
গ. ফিবুলা
ঘ. ফিমার
উত্তর:
৪। মানবদেহে কয়টি অস্থি তাকে?
[ডিপ্লোমা নার্সিং: ১৯-২০]ক. ২১৬
খ. ২২৬
গ. ৩০৬
ঘ. ২০৬
উত্তর:
৫। চুল ও নখের উৎপত্তি হয়?
[ডিপ্লোমা নার্সিং: ১৪-১৫]
ক. এক্টোডার্ম
খ. এন্ডোডার্ম
গ. মেসোডার্ম
ঘ. এপিডার্ম
উত্তর:ক
৬। কোন টিকার কার্যকর ব্যবহার নেই?
[ডিপ্লোমা নার্সিং: ১৮-১৯]ক. MM Vaccine
খ. Hapatitis B Vaccine
গ. Chicken Pox Vaccine
ঘ. Cholera Vaccine
উত্তর: ক
৭। নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে?
[ ডিপ্লোমা নার্সিং:২০-২১]ক. হিমোগ্লোবিন
খ. গ্লুকোজ
গ. অ্যান্টিজেন
ঘ. অ্যান্টিবডি
উত্তর: ঘ
৮। স্নায়বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রপকে বলা হয়-
[ডিপ্লোমা নার্সিং: ১৯-২০]ক. থ্যালাসেমিয়া
খ. হিমোফিলিয়া
গ. স্নায়ুরোগ
ঘ. অটিজম
উত্তর: ঘ
৯।রক্তের সর্বজনীন গ্রহিতা হল-
[ডিপ্লোমা নার্সিং: ১৯-২০]ক. AB
গ. 0
খ. B
ঘ. A
উত্তর:ক
১০. একজন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক পুরুষের BMI কত হওয়া উচিত?
[জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর : ১৮]ক.১৫.০০ - ১৮.৪০
খ ১৮.৫০ - ২৪.৯০
গ.২৫.০০ - ২৯.৯০
ঘ. ৩০.০০ - ৩৫.০০
উত্তর: খ
১১. BMI কত হলে Obese বলা হয়?
[নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স : ১৮]ক. >30
খ. >24
গ. >15
ঘ. >20
উত্তর: ক
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url