ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর সাজেশন -২০২৪

বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং



নবম-শ্রেণী

সেট-ক

 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান

অভিজ্ঞতা ৭-বাংলা অঞ্চল ও বাংলাদেশ: রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ

সময়: ১ ঘন্টা ০ মিনিট

পূর্ণমাণ: ৩০

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।

১ । এক কথায় উত্তর দাও

৩০ x ১ = ৩০

ক. পুণ্ড্র জনপদের রাজধানী কোথায় ছিল?

উত্তর: পুণ্ড্রনগর।

খ. বাংলার দক্ষিণ-পূর্বাংশের জনপদ কোনটি?

উত্তর: সমতট

গ. বর্তমান বাংলাদেশের কোথায় বঙ্গ রাজ্যটির কেন্দ্রস্থল ছিল?

উত্তর: বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়।

ঘ. গৌড় রাজ্যের রাজধানী কোথায় ছিল?

উত্তর: কর্ণসুবর্ণ

ঙ. কৈবর্ত শব্দের মানে কী?

উত্তর: মৎস্যজীবী সম্প্রদায়

চ. দেব বংশের রাজাদের রাজধানীর নাম কী ছিল?

উত্তর: দেবপর্বত

ছ. কোন সুলতান ১২১২-১২২৭ পর্যন্ত প্রায় ১৫ বছর লখনৌতি শাসন করেন?

উত্তর: গিয়াসউদ্দীন ইওজ খলজি

জ. কোথায় অভিযান পরিচালনা করতে গিয়ে বখতিয়ার খলজি মৃত্যুমুখে পতিত হন?

উত্তর: তিব্বতে

ঝ. কার শাসনামলের সময় বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য নামে একটি সাহিত্যধারা চালু হয়?

উত্তর: হুসেন শাহী।

ঞ. স্বাধীন বাংলাদেশের স্থপতি কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ট. কত সালে সম্রাট আকবর কর্তৃক প্রেরিত মোগল সৈন্যদের সঙ্গে আফগানদের যুদ্ধ হয়?

উত্তর: ১৫৭৬ সালে

ঠ. মোগল সুবাদার ইসলাম, খান ঢাকায় রাজধানী প্রতিষ্ঠা করে কী নাম রাখেন?

উত্তর: জাহাঙ্গীরনগর

ড. ১৭০০ সালে বাংলার ক্ষমতায় কে আসেন?

উত্তর: মুর্শিদকুলি খান

ঢ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ পূর্ণাঙ্গ রূপ নেয় কত সালে?

উত্তর: ১৭৬৩ সালে

ণ. নীল চাষের বিরুদ্ধে সংঘটিত বাংলার সাধারণ কৃষকদের এই বিদ্রোহ কী নামে পরিচিত?

উত্তর: নীল বিদ্রোহ

ত. কত সালে ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করে?

উত্তর: ১৮৩১ সালে

থ. ডিরোজিওর প্রিয় ছিলেন কারা?

উত্তর: কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র।

দ. কত সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের মানুষের একমাত্র মুখপাত্র হিসেবে আবির্ভূত হন?

উত্তর: ১৯৭০ সালের

ধ. পাকিস্তান সেনাবাহিনী কবে অপারেশন সার্চলাইট নামে একটি নৃশংস হত্যাযজ্ঞে নামে?

উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চ।

ন. আমরা কোন মাধ্যম থেকে প্রাচীন বাংলার জনপদগুলোর নাম জানতে পারি?

উত্তর: প্রাচীনকালে লিখিত বৌদ্ধ ও সংস্কৃত গ্রন্থগুলো থেকে আমরা বাংলার প্রাচীন জনপদগুলোর নাম জানতে পারি

প. আজ থেকে প্রায় কত হাজার বছর পূর্বে তাম্র প্রস্তর যুগের সূচনা ঘটেছিল?

উত্তর: আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে তাম প্রস্তর যুগের সূচনা ঘটেছিল।

ফ. মৌর্যদের পর উত্তর ভারতে কারা শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করে?

উত্তর: মৌর্যদের পর উত্তর ভারতে গুপ্ত বংশের সম্রাটগণ শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করে। এই বংশের সম্রাটদের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত,দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রমুখ নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

ব. ইতিহাসবিদ বিএন মুখার্জী বঙ্গ রাজ্যের সীমানা কতটুকু বিস্তৃত ছিল তা গবেষণা করে জানিয়েছেন?

উত্তর: ইতিহাসবিদ বিএন মুখার্জী গবেষণা করে জানিয়েছেন যে, বঙ্গ রাজ্যের সীমানা বর্তমান বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, যশোরের বৃহত্তর এলাকা এবং বর্তমান ভারতের পশ্চিম বাংলার দক্ষিণাংশব্যাপী বিস্তৃত হয়েছিল।

ভ. কার সময়েই পাল বংশের রাজ্যসীমা সবচেয়ে বেশি পরিমাণে বিস্তৃতি লাভ করেছিল?

উত্তর: দেব পালের সময়েই পাল বংশের রাজ্যসীমা সবচেয়ে বেশি পরিমাণে বিস্তৃতি লাভ করেছিল।

ম. হাজী শরীয়তুল্লাহ কত সাল পর্যন্ত জমিদার ও ইংরেজ নীলকরদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ লড়াই অব্যাহত রাখেন?

উত্তর: ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ ইংরেজ নীলকরদের অন্যায়ের বিরুদ্ধে ১৮৪০ সাল পর্যন্ত প্রতিবাদ লড়াই অব্যাহত রাখেন

য. ১৮৫৭ সালে একটি বড় আকারের বিদ্রোহ হয়, ইতিহাসে তা কী নামে পরিচিত?

উত্তর: সিপাহি বিদ্রোহ

র. প্রাচীন জনপদ পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ বাংলাদেশের কোথায় খুঁজে পাওয়া যায়?

উত্তর: প্রাচীন জনপদ পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড়ে খুঁজে পাওয়া যায়।

ল. পাল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন?

উত্তর: রামপাল

শ. মাৎস্যন্যায় শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?

উত্তর: কৌটিল্য

ষ. মৌর্যদের মতো কারা রাজ্য সম্প্রসারণ নীতিতে বিশ্বাসী ছিলেন?

উত্তর: গুপ্তরা


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url