হৃদপিণ্ড (Heart)

 হৃদপিণ্ড (Heart)



 তথ্যকণিকা(Information):

হৃদপিণ্ড দ্বিস্তরবিশিষ্ট পাতলা পর্দা দ্বারা ঢাকা থাকে, একে পেরিকার্ডিয়াম বলে। হৃদপিণ্ড ৩ স্তর বিশিষ্ট পেশি দ্বারা গঠিত। যথা- এপিকার্ডিয়াম, মাযোকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। পূর্ণ বয়স্ক মানুষের
হৃদপিণ্ডের প্রকোষ্ঠসমূহ | হৃদপিণ্ডের ওজন ৩০০ গ্রাম। মানুষের হৃদপিণ্ড ৪টি প্রকোষ্ঠবিশিষ্ট [উপরে ডান ও | বাম অলিন্দ (Atrium) এবং নিচে ডান ও বাম নিলয় (Ventricle) । 
হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে ডায়াস্টোল এবং সংকোচনকে সিস্টোল বলে। | সিস্টোলিক চাপ বলতে হৃদপিণ্ডের সংকোচন চাপকে বুঝায় এবং হৃদপিণ্ডের প্রসারণ 1 চাপকে ডায়াস্টোলিক চাপ বলে। হার্ট সাউন্ড চার ধরনের। এই হৃদস্পন্দন এবং । দেহের অভ্যন্তরের অন্যান্য শব্দ শোনার জন্য চিকিৎসকগণ স্টেথোস্কোপ | (Stethoscope) ব্যবহার করে থাকেন।

1.হৃৎপিন্ডের আবৃতকারী পর্দার নাম কি?

(ক) পেরিঅস্টিয়াম
(খ) পেরিটোনিয়াম
(গ) মায়োমেট্রিয়াম
(ঘ) পেরিকার্ডিয়াম
উত্তর: ঘ

১.হৃদপিণ্ড (Heart) এর বাইরের আবরণকে বলে-

ক. পেরিটোনিয়াম,
খ. পেরিকার্ডিয়াম
গ. পুরা
ঘ. যকৃত
উত্তর: খ

২.কোনটি হৃদপিণ্ডের স্তর নয়?

ক. এন্ডোকার্ডিয়াম
খ. মায়োকার্ডিয়াম
গ. এপিকার্ডিয়াম
ঘ. পেরিকার্ডিয়াম
উত্তর: ঘ

৩.মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?

ক. দুটি
খ. চারটি
গ. ছয়টি
ঘ. আটটি
উত্তর: খ

8. কোন বাক্যটি সঠিক-

ক. হৃৎপিণ্ডে অলিন্দের অবস্থান উপরে
খ. হৃদপিণ্ডে নিলয়ের অবস্থান নিচে
গ. হৃৎপিণ্ডে ২টি করে অলিন্দ ও নিলয় আছে 
ঘ. উপরের সবগুলো 
উত্তর: ঘ

৫.পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত?

ক. ১ কিলোগ্রাম
খ. ৫০০ গ্রাম
গ. ৩০০ গ্রাম
ঘ. ২০০ গ্রাম
উত্তর: গ

৬.ডায়াস্টোল বলতে বুঝায়-

ক. হৃৎপিণ্ডের প্রসারণ
খ. হৃদপিণ্ডের সংকোচন
গ. হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করা
ঘ. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ
উত্তর: ক

৭.হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়-

ক. সিস্টোল
খ. ডায়াস্টোল
গ. উভয়টিই সত্য
ঘ. কোনোটিই নয়
উত্তর: খ

৮.হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়-

ক. সিস্টোল
খ. ডায়াস্টোল
গ. উভয়টিই সত্য
ঘ. কোনটিই সত্য নয়
উত্তর: খ

৮.হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়-

ক. সিস্টোল
খ. ডায়াস্টোল
গ. উভয়টিই সত্য
ঘ. কোনোটিই নয়
উত্তর: ক

৯.সিস্টোলিক চাপ বলতে বোঝায়-

ক. হৃৎপিণ্ডের সংকোচন চাপ 
খ. হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
গ. হৃৎপিণ্ডের প্রসারণ ও সংকোচন চাপ
ঘ. এর কোনোটিই নয়
উত্তর: ক

১০. হার্ট সাউন্ড কত ধরনের?

ক. এক ধরনের
খ. দুই ধরনের
গ. তিন ধরনের
ঘ. চার ধরনের
উত্তর: ঘ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url