স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর সাজেশন -২০২৪

বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং



নবম-শ্রেণী

সেট-ক

 স্বাস্থ্য সুরক্ষা

অভিজ্ঞতা ৩ - সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে

সময়: ৪০ মিনিট

পূর্ণমাণ: ২০

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।

১ । এক কথায় উত্তর দাও

২০ x ১ = ২০

ক. আমরা সবাই কোন কাজটি করতে পছন্দ করি?

উত্তর: খেলাধুলা

খ. ঘরের মধ্যে কোন ধরনের খেলা অনুষ্ঠিত হয়?

উত্তর: ইনডোর গেমস।

গ. রতন আর মানিকের সম্পর্ক কী?

উত্তর: ভাই

ঘ. ৭ এ সাইড ফুটবল খেলার ক্ষেত্রে প্রতিবন্ধী খেলোয়াড় কতজন?

উত্তর: ৪ জন

ঙ. হুইল চেয়ার বাস্কেটবল খেলার ক্ষেত্রে খেলার সময় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে?

উত্তর: ৫ জন।

চ. প্রতিটি দলে ফিল্ড হকি খেলার অতিরিক্ত খেলোয়াড়ের সংখ্যা কতজন?

উত্তর: ৫ জন

ছ. FIH এর পূর্ণরূপ কী?

উত্তর: International Hockey Federation.

জ. শরীর ও মন ভালো রাখার উপায় কী?

উত্তর: শরীরচর্চা বা খেলাধুলা।

ঝ. ক্রীড়া বা খেলাধুলা কী?

উত্তর: শরীরচর্চা ও আনন্দ লাভের সঙ্গে সম্পৃক্ত ক্রিয়াকলাপ।

ঞ. প্রতিবন্ধীদের সাথে অন্যদের সম্মিলিতভাবে দল গঠন করে যে খেলা হয় তা কী নামে পরিচিত?

উত্তর: ইউনিফাইড স্পোর্টস।

ট. ইউনিফাইড পার্টনার শব্দটি অর্থ কী?

উত্তর: প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থী।

ঠ. হকি কোন ধরনের খেলা?

উত্তর: আউটডোর

ড. বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীদের খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কাদের মতামত নিতে পারি?

উত্তর: শিক্ষক, সহপাঠী ও বন্ধুদের।

ঢ. প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলায় সহযোগিতার জন্য কী করতে পারি?

উত্তর: প্রয়োজনীয় উপকরণ ও খেলার নিয়ম শিথিল করতে পারি।

ণ. প্রচলিত ৪টি ইনডোর খেলার নাম বল।

উত্তর: লুডু, দাবা, ক্যারম, টেবিল টেনিস।

ত. প্রচলিত ৪টি আউটডোর খেলার নাম বল।

উত্তর: ক্রিকেট, ফুটবল, হকি, রাস্কেটবল।

থ. আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে, সাফল্যের জন্য সম্ভাবনাময় একটি খেলার নাম বল।

উত্তর: হকি

দ. আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হকি খেলার সময়কাল কত?

উত্তর: ৬০ মিনিট।

ধ. হকি খেলার প্রতি অর্ধের মাঝখানে কত সময় বিরতি থাকে?

উত্তর: ২ মিনিট।

ন. ৭ এ সাইড ফুটবল খেলার মাঝে বিরতির সময় কত?

উত্তর: ৫ মিনিট


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url