স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর সাজেশন -২০২৪
বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং
নবম-শ্রেণী
সেট-ক
স্বাস্থ্য সুরক্ষা
অভিজ্ঞতা ৩ - সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে
সময়: ৪০ মিনিট
পূর্ণমাণ: ২০
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।
১ । এক কথায় উত্তর দাও
২০ x ১ = ২০
ক. আমরা সবাই কোন কাজটি করতে পছন্দ করি?
উত্তর: খেলাধুলা
খ. ঘরের মধ্যে কোন ধরনের খেলা অনুষ্ঠিত হয়?
উত্তর: ইনডোর গেমস।
গ. রতন আর মানিকের সম্পর্ক কী?
উত্তর: ভাই
ঘ. ৭ এ সাইড ফুটবল খেলার ক্ষেত্রে প্রতিবন্ধী খেলোয়াড় কতজন?
উত্তর: ৪ জন
ঙ. হুইল চেয়ার বাস্কেটবল খেলার ক্ষেত্রে খেলার সময় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে?
উত্তর: ৫ জন।
চ. প্রতিটি দলে ফিল্ড হকি খেলার অতিরিক্ত খেলোয়াড়ের সংখ্যা কতজন?
উত্তর: ৫ জন
ছ. FIH এর পূর্ণরূপ কী?
উত্তর: International Hockey Federation.
জ. শরীর ও মন ভালো রাখার উপায় কী?
উত্তর: শরীরচর্চা বা খেলাধুলা।
ঝ. ক্রীড়া বা খেলাধুলা কী?
উত্তর: শরীরচর্চা ও আনন্দ লাভের সঙ্গে সম্পৃক্ত ক্রিয়াকলাপ।
ঞ. প্রতিবন্ধীদের সাথে অন্যদের সম্মিলিতভাবে দল গঠন করে যে খেলা হয় তা কী নামে পরিচিত?
উত্তর: ইউনিফাইড স্পোর্টস।
ট. ইউনিফাইড পার্টনার শব্দটি অর্থ কী?
উত্তর: প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থী।
ঠ. হকি কোন ধরনের খেলা?
উত্তর: আউটডোর
ড. বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীদের খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কাদের মতামত নিতে পারি?
উত্তর: শিক্ষক, সহপাঠী ও বন্ধুদের।
ঢ. প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলায় সহযোগিতার জন্য কী করতে পারি?
উত্তর: প্রয়োজনীয় উপকরণ ও খেলার নিয়ম শিথিল করতে পারি।
ণ. প্রচলিত ৪টি ইনডোর খেলার নাম বল।
উত্তর: লুডু, দাবা, ক্যারম, টেবিল টেনিস।
ত. প্রচলিত ৪টি আউটডোর খেলার নাম বল।
উত্তর: ক্রিকেট, ফুটবল, হকি, রাস্কেটবল।
থ. আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে, সাফল্যের জন্য সম্ভাবনাময় একটি খেলার নাম বল।
উত্তর: হকি
দ. আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হকি খেলার সময়কাল কত?
উত্তর: ৬০ মিনিট।
ধ. হকি খেলার প্রতি অর্ধের মাঝখানে কত সময় বিরতি থাকে?
উত্তর: ২ মিনিট।
ন. ৭ এ সাইড ফুটবল খেলার মাঝে বিরতির সময় কত?
উত্তর: ৫ মিনিট
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url