বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ নবম শ্রেণীর সাজেশন -২০২৪

বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং

নবম-শ্রেণী

সেট-ক

গণিত

অভিজ্ঞতা 5 -বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ

সময়: ১ ঘন্টা ৪০ মিনিট

পূর্ণমাণ: ৫০

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।

০১.কখন দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল পাওয়া যায় না?

উত্তর: b2 - 4ac < 0 হলে।

০২.সরল সমীকরণের চলকের ঘাত কত?

উত্তর: ১

০৩.y = 14x2 - 25x - 51 সমীকরণটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে?

উত্তর: (3, 0) & ( −17/14 , 0)

০৪.কোনো সমীকরণজোটের একাধিক সমাধান থাকলে তাকে কি বলে?

উত্তর: সমঞ্জস

০৫.অসংখ্য সমাধান আছে এমন দুইটি সহসমীকরণের লেখচিত্র অবস্থান কীরূপ?

উত্তর: পরস্পর সমাপতিত

০৬.x + y = 7 এবং x - y = 5 হলে, (x, y) এর মান কত?

উত্তর: (6, 1)

০৭.y = ax2 + bx + c সমীকরণটির লেখচিত্র x অক্ষকে স্পর্শ না করলে মূলদ্বয় কেমন হবে?

উত্তর: অবাস্তব

০৮. লেখচিত্রে সরল সহসমীকরণের প্রত্যেকটি লেখ কী প্রকাশ করে?

উত্তর: একেকটি সরলরেখা

০৯. 4x - 2y = 7 ও 8x - 5y = 3 এর মাঝে কয়টি সমাধান আছে?

উত্তর: একটি

১০.কোন শর্তে একটি দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব মূল থাকে না?

উত্তর: b - 4ac < 0

১১.3x + y = 15 এবং y = 8 - 2x সমীকরণদ্বয় সমাধান করলে x এর মান কত? 

উত্তর: 7

১২.কোন পদ্ধতিতে সরল সহসমীকরণজোটের যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করে চলকের মান বের করা হয়?

উত্তর: প্রতিস্থাপন পদ্ধতি

১৩.3y - 6x + c = 0; 12x - 6y + 2 = 0 সমীকরণ জোটের লেখচিত্র সমাপতিত সরলরেখা হলে c = ?

উত্তর: e = -1

১৪.একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করলে কয়টি মূল পাওয়া যায়?

উত্তর: ২টি

১৫.5x2 - x - 4 = 0 সমীকরণটির মূল কত?

উত্তর: -4/5,1

১৬.মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে কোন সমীকরণের সমাধান করা যায়?

উত্তর: দ্বিঘাত সমীকরণ

১৭.2x + 5y = 1 ও 4x + 3y = 2 সমীকরণদ্বয়ের সমাধান কত?

উত্তর: (1/2, 0)

১৮. x + 2y = 7, x - y = 0 হলে (x, y) = কত?

উত্তর:(7/3, 7/3)

১৯. আড়গুণন পদ্ধতি আর কী নামে পরিচিত?

উত্তর: বজ্রগুণন পদ্ধতি

২০. লেখচিত্রে দুটি সরলরেখার অবস্থান কীরূপ হলে ঐ সহসমীকরণজোটের কোনো সমাধান থাকে না?

উত্তর: পরস্পর সমান্তরাল হলে।

২১. মূলবিন্দুর স্থানাঙ্ক কোনটি?

উত্তর: (0,0)

২২. 4x - 3y = 10 এবং x - y = 1 হলে, x এর মান কত?

উত্তর: 7

২৩. কখন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হয়?

উত্তর: b2 - 4ac > 0 হলে

২৪. চলক একঘাতবিশিষ্ট হলে সহসমীকরণকে কী বলে?

উত্তর: সরল সহসমীকরণ।

২৫. চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে,সমীকরণগুলোকে একসাথে কী বলে?

উত্তর: সহসমীকরণ

২৬. 2x - 3y = 5 ও 4x - 6y = 2 -এর মাঝে কয়টি সমাধান আছে?

উত্তর: কোনো সমাধান নেই

২৭. 7x - 2 - 3x2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? 

উত্তর: মূলদ্বয় বাস্তব, মূলদ ও অসমান

২৮. k এর কোন মানের জন্য 3x - y + 8 = 0 এবং 6x - ky = -16সমীকরণজোটের অসংখ্য সমাধান থাকবে? 

উত্তর: 2

২৯. শুদ্ধি পরীক্ষায় যেসব মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয় তাদের কী বলে?

উত্তর: সমাধান

৩০. (3x - 5)2 = 0 সমীকরণকে ax2 + bx + c এর সাথে তুলনা করলে a, b ও c এর মান কত?

উত্তর: a = 9, b = -30, c = 25

৩১. 4x2 = bx - 1 সমীকরণটিতে b এর মান কত হলে মূলদ্বয় সমান হবে?

উত্তর: b = ±4

৩২. 2x + 4y = 8 সমীকরণটিতে x ও y এর প্রত্যেকের ঘাত সংখ্যা কত?

উত্তর: পূর্ণবর্গ সংখ্যা

৩৩. (-5, -3) বিন্দুটি x-অক্ষ থেকে কত দূরে অবস্থিত?

উত্তর: পরস্পরচ্ছেদী

৩৪.2x2 - 7x = 18 সমীকরণটির ঘাত সংখ্যা কয়টি?

উত্তর: দুইটি

৩৫.যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত দুই, তাকে কী বলে?

উত্তর: দ্বিঘাত সমীকরণ

৩৬.চলকের ভিত্তিতে x2 + 3x = 8 সমীকরণটি কোন ধরনের সমীকরণ?

উত্তর: এক চলকবিশিষ্ট সমীকরণ

৩৭.x2 - 7x + 10 = 0 এর উৎপাদক দুইটি লেখ।

উত্তর: (x-5) ও (x - 2)

৩৮.দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে কয়টি শর্ত পাওয়া যায়?

উত্তর: তিনটি

৩৯.দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে এদের সাধারণ বিন্দু কয়টি?

উত্তর: একটি

৪০.দুই চলকবিশিষ্ট সরল সমীকরণজোটের যেকোনো একটি চলক.অপসারণ করে অন্য চলকটির মান বের করার পদ্ধতির নাম কী? 

উত্তর: অপনয়ন  পদ্ধতি

৪১.ঘাতের ভিত্তিতে x2 + 5x - 10 = 0 সমীকরণটি কোন ধরনের সমীকরণ?

উত্তর:  দ্বিঘাত সমীকরণ

৪২.দ্বিঘাত সমীকরণের লেখচিত্র কেমন হয়?

উত্তর: বক্ররেখা

৪৩.দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমীকরণ দুইটির কয়টি সমাধান থাকে?

উত্তর: অসংখ্য

৪৪.একটি দ্বিঘাত সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত কত?

উত্তর: 2

৪৫.y = x2 - x - 3 ও x - 2y - 4 = 0 সমীকরণদ্বয়ের সমাধান কত?

উত্তর: (2,-1)

৪৬.যখন দুইটি সরলরেখা অসমাপতিত কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুইটির সমাধান সংখ্যা কত?

উত্তর: কোনো সমাধান নেই

৪৭.x - 2y + 5 = 2 ও 4x - 2y = 6 সমীকরণদ্বয়ের সমাধান লেখ।

উত্তর: (3, 3)




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url