বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ নবম শ্রেণীর সাজেশন -২০২৪
বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং
নবম-শ্রেণী
সেট-ক
গণিত
অভিজ্ঞতা 5 -বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ
সময়: ১ ঘন্টা ৪০ মিনিট
পূর্ণমাণ: ৫০
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।
০১.কখন দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল পাওয়া যায় না?
উত্তর: b2 - 4ac < 0 হলে।
০২.সরল সমীকরণের চলকের ঘাত কত?
উত্তর: ১
০৩.y = 14x2 - 25x - 51 সমীকরণটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে?
উত্তর: (3, 0) & ( −17/14 , 0)
০৪.কোনো সমীকরণজোটের একাধিক সমাধান থাকলে তাকে কি বলে?
উত্তর: সমঞ্জস
০৫.অসংখ্য সমাধান আছে এমন দুইটি সহসমীকরণের লেখচিত্র অবস্থান কীরূপ?
উত্তর: পরস্পর সমাপতিত
০৬.x + y = 7 এবং x - y = 5 হলে, (x, y) এর মান কত?
উত্তর: (6, 1)
০৭.y = ax2 + bx + c সমীকরণটির লেখচিত্র x অক্ষকে স্পর্শ না করলে মূলদ্বয় কেমন হবে?
উত্তর: অবাস্তব
০৮. লেখচিত্রে সরল সহসমীকরণের প্রত্যেকটি লেখ কী প্রকাশ করে?
উত্তর: একেকটি সরলরেখা
০৯. 4x - 2y = 7 ও 8x - 5y = 3 এর মাঝে কয়টি সমাধান আছে?
উত্তর: একটি
১০.কোন শর্তে একটি দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব মূল থাকে না?
উত্তর: b - 4ac < 0
১১.3x + y = 15 এবং y = 8 - 2x সমীকরণদ্বয় সমাধান করলে x এর মান কত?
উত্তর: 7
১২.কোন পদ্ধতিতে সরল সহসমীকরণজোটের যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করে চলকের মান বের করা হয়?
উত্তর: প্রতিস্থাপন পদ্ধতি
১৩.3y - 6x + c = 0; 12x - 6y + 2 = 0 সমীকরণ জোটের লেখচিত্র সমাপতিত সরলরেখা হলে c = ?
উত্তর: e = -1
১৪.একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করলে কয়টি মূল পাওয়া যায়?
উত্তর: ২টি
১৫.5x2 - x - 4 = 0 সমীকরণটির মূল কত?
উত্তর: -4/5,1
১৬.মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে কোন সমীকরণের সমাধান করা যায়?
উত্তর: দ্বিঘাত সমীকরণ
১৭.2x + 5y = 1 ও 4x + 3y = 2 সমীকরণদ্বয়ের সমাধান কত?
উত্তর: (1/2, 0)
১৮. x + 2y = 7, x - y = 0 হলে (x, y) = কত?
উত্তর:(7/3, 7/3)
১৯. আড়গুণন পদ্ধতি আর কী নামে পরিচিত?
উত্তর: বজ্রগুণন পদ্ধতি
২০. লেখচিত্রে দুটি সরলরেখার অবস্থান কীরূপ হলে ঐ সহসমীকরণজোটের কোনো সমাধান থাকে না?
উত্তর: পরস্পর সমান্তরাল হলে।
২১. মূলবিন্দুর স্থানাঙ্ক কোনটি?
উত্তর: (0,0)
২২. 4x - 3y = 10 এবং x - y = 1 হলে, x এর মান কত?
উত্তর: 7
২৩. কখন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হয়?
উত্তর: b2 - 4ac > 0 হলে
২৪. চলক একঘাতবিশিষ্ট হলে সহসমীকরণকে কী বলে?
উত্তর: সরল সহসমীকরণ।
২৫. চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে,সমীকরণগুলোকে একসাথে কী বলে?
২৬. 2x - 3y = 5 ও 4x - 6y = 2 -এর মাঝে কয়টি সমাধান আছে?
উত্তর: কোনো সমাধান নেই
২৭. 7x - 2 - 3x2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
উত্তর: মূলদ্বয় বাস্তব, মূলদ ও অসমান
২৮. k এর কোন মানের জন্য 3x - y + 8 = 0 এবং 6x - ky = -16সমীকরণজোটের অসংখ্য সমাধান থাকবে?
উত্তর: 2
২৯. শুদ্ধি পরীক্ষায় যেসব মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয় তাদের কী বলে?
৩০. (3x - 5)2 = 0 সমীকরণকে ax2 + bx + c এর সাথে তুলনা করলে a, b ও c এর মান কত?
উত্তর: a = 9, b = -30, c = 25
৩১. 4x2 = bx - 1 সমীকরণটিতে b এর মান কত হলে মূলদ্বয় সমান হবে?
উত্তর: b = ±4
৩২. 2x + 4y = 8 সমীকরণটিতে x ও y এর প্রত্যেকের ঘাত সংখ্যা কত?
উত্তর: পূর্ণবর্গ সংখ্যা
৩৩. (-5, -3) বিন্দুটি x-অক্ষ থেকে কত দূরে অবস্থিত?
উত্তর: পরস্পরচ্ছেদী
৩৪.2x2 - 7x = 18 সমীকরণটির ঘাত সংখ্যা কয়টি?
উত্তর: দুইটি
৩৫.যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত দুই, তাকে কী বলে?
উত্তর: দ্বিঘাত সমীকরণ
৩৬.চলকের ভিত্তিতে x2 + 3x = 8 সমীকরণটি কোন ধরনের সমীকরণ?
উত্তর: এক চলকবিশিষ্ট সমীকরণ
৩৭.x2 - 7x + 10 = 0 এর উৎপাদক দুইটি লেখ।
উত্তর: (x-5) ও (x - 2)
৩৮.দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে কয়টি শর্ত পাওয়া যায়?
উত্তর: তিনটি
৩৯.দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে এদের সাধারণ বিন্দু কয়টি?
উত্তর: একটি
৪০.দুই চলকবিশিষ্ট সরল সমীকরণজোটের যেকোনো একটি চলক.অপসারণ করে অন্য চলকটির মান বের করার পদ্ধতির নাম কী?
উত্তর: অপনয়ন পদ্ধতি
৪১.ঘাতের ভিত্তিতে x2 + 5x - 10 = 0 সমীকরণটি কোন ধরনের সমীকরণ?
উত্তর: দ্বিঘাত সমীকরণ
৪২.দ্বিঘাত সমীকরণের লেখচিত্র কেমন হয়?
উত্তর: বক্ররেখা
৪৩.দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমীকরণ দুইটির কয়টি সমাধান থাকে?
উত্তর: অসংখ্য
৪৪.একটি দ্বিঘাত সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত কত?
উত্তর: 2
৪৫.y = x2 - x - 3 ও x - 2y - 4 = 0 সমীকরণদ্বয়ের সমাধান কত?
উত্তর: (2,-1)
৪৬.যখন দুইটি সরলরেখা অসমাপতিত কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুইটির সমাধান সংখ্যা কত?
উত্তর: কোনো সমাধান নেই
৪৭.x - 2y + 5 = 2 ও 4x - 2y = 6 সমীকরণদ্বয়ের সমাধান লেখ।
উত্তর: (3, 3)
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url