ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর সাজেশন -২০২৪

 বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং



শ্রেণী-নবম

সেট-ক

ডিজিটাল প্রযুক্তি

অভিজ্ঞতা ৪ - সমস্যা সমাধানে প্রোগ্রামিং

পূর্ণমাণ: ২০

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।

১ । এক কথায় উত্তর দাও

২০ x ১ = ২০

ক. ০ আর ১ এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে কী বলা হয়?

উত্তর: মেশিন কোড

খ. কোন রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দেই না কেন, সব একসাথে রূপান্তর হবে না?

উত্তর: ইন্টারপ্রেটার

গ. সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয়?

উত্তর: সেমিকোলন চিহ্ন

ঘ. আউটপুট হিসেবে কিছু প্রিন্ট করতে কী ব্যবহার করা হয়?

উত্তর: print()

ঙ. প্রোগ্রামের ভিতর তথ্য সঞ্চয় করার জন্য কী ব্যবহার করা হয়?

উত্তর: ভ্যারিয়েবল

চ. ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা যায়?

উত্তর: আন্ডার স্কোর (_)

ছ. ভ্যারিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?

উত্তর: '=' চিহ্ন

জ. ভ্যারিয়েবলে দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ জমা রাখার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়?

উত্তর: float ডেটা টাইপ।

ঝ. ভ্যারিয়েবলের ডেটা টাইপ বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়?

উত্তর: type () ফাংশন

ঞ. কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভ্যারিয়েবলের গুণফল বের করা যাবে?

উত্তর: গুণ (*) অপারেটর

ট. মডুলো অপারেটর কোনটি?

উত্তর: %

ঠ. কোন সফটওয়‍্যারে পাইথন প্রোগ্রাম লিখলে নিজে নিজেই প্রয়োজনমতো ইনডেনটেশন নিয়ে নেয়?

উত্তর: Thonny সফটওয়‍্যারে

ড. কোন চিহ্নের অর্থ হলো বামপাশে ও ডানপাশে থাকা মান সমান কিনা সেটি যাচাই করা?

উত্তর: '= =' চিহ্ন।

ঢ. লুপ অর্থ কী?

উত্তর: বারবার ঘটা

ণ. শর্ত পূরণ হলে লুপের ভিতরে আমরা যা যা করব সেটিকে কী বলা হয়?

উত্তর: টাস্ক

ত. সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব এক সাথে রূপান্তরিত হবে, এটি কোন ধরনের রূপান্তর ব্যবস্থা?

উত্তর: কম্পাইলার

থ. পাইথন, অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায় কোন লিংক থেকে?

উত্তর: https://www.python.org/downloads

দ. ভ্যারিয়েবল শব্দটির অর্থ কী?

উত্তর: পরিবর্তনশীল

ধ. কোন ভ্যারিয়েবলে সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা করতে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়?

উত্তর: bool ডেটা টাইপ।

ন. পাইথনের কয়টি প্রধান ডেটা টাইপ রয়েছে?

উত্তর: চারটি


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url