রক্ত সংবহনতন্ত্র

ডিপ্লোমা(নার্সিং)

 রক্ত সংবহনতন্ত্র (Blood Circulatory System) 

রক্ত সংবহনতন্ত্র

বিগত বছরের প্রশ্ন [ডিপ্লোমা]

১।মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?

[ মিডওয়াইফারি: ১৮-১৯]
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. অসংখ্য
উত্তর: গ

২। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র- 

[মিডওয়াইফারি ১৮]
ক. কম্পাস
খ. স্টেথোস্কোপ
গ. গ্যালভানোমিটার
ঘ.কার্ডিওগ্রাফ
উত্তর: ঘ

৩। হিমোগ্লোবিন তাকে--

[মিডওয়াইফারি: ১৯-২০]
ক. শ্বেত রক্তকণিকায়
খ. অণুচক্রিকা
গ. রক্তরসে
ঘ. লোহিত রক্তকণিকায়
উত্তর: ঘ

৪। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।

 [ মিডওয়াইফারি: ১৯-২০]
ক. ধমনি
খ. বৃক
গ. হৃদযন্ত্র
ঘ. অণুচক্রিকা
উত্তর: ক

৫। রক্তশূন্যতা বলতে কী বোঝায়? 

[ ডিপ্লোমা নার্স: ১৪-১৫]
ক. রক্তের পরিমাণ কমে যাওয়া
খ. রক্ত রসের পরিমাণ কমে যাওয়া 
গ. হিমোগ্লোবিনের পরমাণ কমে যাওয়া 
ঘ. অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
উত্তর: গ

৬। রক্তের জমাট বাঁধার ক্ষমতা নির্ভর করে প্রধানত --

[  ডিপ্লোমা নার্সিং ১৪-১৫]
ক. লোহিত রক্তকণিকা
খ. শত রক্তকণিকা
গ. অণুচক্রিকা
ঘ.Clothing Factors
উত্তর: গ

৭। রক্ত রসের পরিমাণ সম্পূর্ণ রক্তের--

ক. ৫৩%
খ. ৫৫%
গ. ৫৮%
ঘ.80%
উত্তর: খ

৮। হার্টের আবরণের নাম-

ক. পেরিঅস্টিয়াম
খ. শত রক্তকণিকা
গ. পেরিকার্ডিয়াম
ঘ. প্যারা
উত্তর: গ

৯। হার্টে রক্ত সঞ্চালন করে।

ক. করোনারি আর্টারি
খ. স্যারোটিড আর্টারি 
গ. ব্রাঙ্কিয়াল আর্টারি
ঘ. ফিমোরাল আর্টারি
উত্তর: ক

১০। শ্বেত রক্তকণিকা কত প্রকার?

[ ডিপ্লোমা নার্সিং: ১৪-১৫]
ক. 3
খ.4 
গ. 5
घ. 6
উত্তর: গ

১১। আমাদের দেহকোষে রক্ত হতে গ্রহণ করে-- 

[ ডিপ্লোমা নার্সিং: ১৯-২০]
ক. অক্সিজেন ও গ্লুকোজ
খ. ইউরিয়া ও গ্লুকোজ
গ. অক্সিজেন ও রক্তের আমিষ
ঘ. এমাইনো এসিড ও কার্বন ডাইঅক্সাইড
উত্তর: ক

১২। মানবদেহে পানির পরিমাণ-

ক. ৫০%
খ.৭০%
গ. ৩০%
ঘ. ২৬%
উত্তর: খ

১৩। রক্তর লাল, কারণ রক্তে আছে- 

[ ডিপ্লোমা নার্সিং: ১৯-২০ ]
ক. হিমোগ্লোবিন
খ. গ্লুকোজ
গ. প্রোটিন
ঘ. ভিটামিন
উত্তর: ক

১৪। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?

 [ ডিপ্লোমা নার্সিং ১৯-২০]
ক. 120/80mmHg
খ. 60/40mmHg
গ. 70/50mmHg
ঘ. 160/100mm Hg 
উত্তর: ক

১৫। পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন সাধারণত মিনিটে কত বার হয়? 

[ ডিপ্লোমা নার্সিং: ১৯-২০]
ক. ৭২
খ. ১৪
গ. ৫২
ঘ. ১৪০
উত্তর: ক

১৬। মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?

 [ ডিপ্লোমা নার্সিং : 18-20 ]
ক. ৩টি
খ. ৬টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তর: ঘ

১৭। মানবদেহের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি?

 [ডিপ্লোমা নার্সিং: ২০-২১]
ক. 4
খ.3 
গ. 5
घ. 6
উত্তর: ক

১৮। মানবদেহের রক্তের pH এর স্বাভাবিক মান কত? 

[ ডিপ্লোমা নার্সিং: 20-21]
ক. 3.5
খ.9.4
গ. 7.4
ঘ. 1.5
উত্তর: গ

১৯। মানব শরীরের অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র কোনটি?

[ ডিপ্লোমা নার্সিং ২০-২১]
ক. গ্লুকোমিটার
খ. থার্মোমিটার
গ. পালস অক্সিমিটার
ঘ. হিমোমিটার
উত্তর: গ

২০। নাড়ির স্পন্দন প্রবাহিত হয়-

[ডিপ্লোমা নার্সিং। ১৮-১৯]
ক. ধমনীর ভেতর দিয়ে
খ. শিরার ভেতর দিয়ে
গ. স্নায়ুর ভিতর দিয়ে
ঘ. ল্যাকটিয়ালের ভিতর দিয়ে 
উত্তর: ক

২১। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ডায়াস্টোলিক চাপ কত পারদস্তম্ভের সমান?

[ডিপ্লোমা নার্সিং: ১৬-১৭]
ক.100-140mmHg
খ. 150-200mmmHg
গ. 60-70mmHg
ঘ. 70-90mmHg
উত্তর: ঘ





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url