অধ্যায় ২ প্রমিত ভাষা ব্যবহার করি
বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং
প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।
১.বাষ্প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী?
উত্তর: ওষ্ঠ বা ঠোঁট
২. 'হলো' শব্দটি উচ্চারণ করব?
উত্তর: হোলো
৩.কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়?
উত্তর: কণ্ঠ্যধ্বনি
৪. কত খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬১
৫.বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: ৭টি
১৩. 'দুই বিঘা জমি' কবিতাটি কোন ছন্দের?
উত্তর: ছয় মাত্রার মাত্রাবৃত্ত
১৪.মৌলিক স্বরধ্বনিগুলো কী কী?
উত্তর: ই, এ, অ্যা, আ, অ, উ, ও
১৪. অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কেমন থাকে?
উত্তর: স্বল্প
১৫.স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান কয়টি দিকের উপর নির্ভর করে ও কী কী?
উত্তর: দীর্ঘ স্বর
১৫. আলজিহ্বা থেকে উপর পাটি দাঁতের গোড়া পর্যন্ত ধনুকের মতো বাঁকানো ছাদ বা চালের পুরো অংশকে কী বলে?
উত্তর: তালু
১৬.যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয়, সেসব ধ্বনিকে কী বলে?
উত্তর: ঘোষ ব্যঞ্জনধ্বনি;
১৬. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও বাধা পায় না, সেসব ধ্বনিকে কী বলে?
উত্তর: স্বরধ্বনি
১৭.যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হয়, সেসব ধ্বনিকে কী বলে?
উত্তর: অঘোষ ব্যঞ্জনধ্বনি
১৭. মৌখিক স্বরধ্বনি কী?
উত্তর: মৌলিক স্বরধ্বনি
১৯.ফুসফুসতাড়িত বাতাসের বেগের তারতম্য অনুসারে বাংলা ভাষার ধ্বনি কয় প্রকার?
উত্তর: স্বরতন্ত্রের অনুরণনের ভিত্তিতে
১৮. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে ওঠে?
উত্তর: দুটি- ক. জিভের অবস্থান ও খ. ঠোঁটের অবস্থান;
১৯. কয়টি বিষয়ের উপর নির্ভর করে স্বরধ্বনির শ্রেণিভাগ করা যায় ও কী কী?
উত্তর: ই, উ;
২০.বাংলায় একমাত্র পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কোনটি?
উত্তর: ল্
২১.'অতি' শব্দটি কীভাবে উচ্চারণ করব?
উত্তর: ওতি
২০. দীর্ঘকাল স্থায়ী হওয়া স্বরকে কী বলে?
উত্তর: দুটি- ক. সামনে-পিছনের অবস্থান ও খ. উপর-নিচের অবস্থান;
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url