অধ্যায় ২ প্রমিত ভাষা ব্যবহার করি

বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং

এক কথায় উত্তর


এক কথায় উত্তর

নবম-শ্রেণী

সেট-ক

নবম শ্রেণী বাংলা

অভিজ্ঞতা ২-প্রমিত ভাষা ব্যবহার করি

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।

১.বাষ্প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কী?

উত্তর: ওষ্ঠ বা ঠোঁট

২. 'হলো' শব্দটি উচ্চারণ করব?

উত্তর: হোলো

৩.কোমল তালু ও জিভমূলের স্পর্শে কোন ধ্বনি উচ্চারিত হয়?

উত্তর: কণ্ঠ্যধ্বনি

৪. কত খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৬১

৫.বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

উত্তর: ৭টি

১৩. 'দুই বিঘা জমি' কবিতাটি কোন ছন্দের?

উত্তর: ছয় মাত্রার মাত্রাবৃত্ত

১৪.মৌলিক স্বরধ্বনিগুলো কী কী?

উত্তর: ই, এ, অ্যা, আ, অ, উ, ও

১৪. অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কেমন থাকে?

উত্তর: স্বল্প

১৫.স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান কয়টি দিকের উপর নির্ভর করে ও কী কী?

উত্তর: দীর্ঘ স্বর

১৫. আলজিহ্বা থেকে উপর পাটি দাঁতের গোড়া পর্যন্ত ধনুকের মতো বাঁকানো ছাদ বা চালের পুরো অংশকে কী বলে?

উত্তর: তালু

১৬.যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয়, সেসব ধ্বনিকে কী বলে?

উত্তর: ঘোষ ব্যঞ্জনধ্বনি;

১৬. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও বাধা পায় না, সেসব ধ্বনিকে কী বলে?

উত্তর: স্বরধ্বনি

১৭.যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হয়, সেসব ধ্বনিকে কী বলে?

উত্তর: অঘোষ ব্যঞ্জনধ্বনি

১৭. মৌখিক স্বরধ্বনি কী?

উত্তর: মৌলিক স্বরধ্বনি

১৯.ফুসফুসতাড়িত বাতাসের বেগের তারতম্য অনুসারে বাংলা ভাষার ধ্বনি কয় প্রকার?

উত্তর: স্বরতন্ত্রের অনুরণনের ভিত্তিতে

১৮. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে ওঠে?

উত্তর: দুটি- ক. জিভের অবস্থান ও খ. ঠোঁটের অবস্থান;

১৯. কয়টি বিষয়ের উপর নির্ভর করে স্বরধ্বনির শ্রেণিভাগ করা যায় ও কী কী?

উত্তর: ই, উ;

২০.বাংলায় একমাত্র পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কোনটি?

উত্তর: ল্

২১.'অতি' শব্দটি কীভাবে উচ্চারণ করব?

উত্তর: ওতি

২০. দীর্ঘকাল স্থায়ী হওয়া স্বরকে কী বলে?

উত্তর: দুটি- ক. সামনে-পিছনের অবস্থান ও খ. উপর-নিচের অবস্থান;


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url