অধ্যায় ২ প্রমিত ভাষা ব্যবহার করি পার্ট-1

 বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা - ২০২৪ ইং



এক কথায় উত্তর

নবম-শ্রেণী

সেট-ক

নবম শ্রেণী বাংলা

অভিজ্ঞতা ২-প্রমিত ভাষা ব্যবহার করি

প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেয়া যাবেনা ।

০১. বাংলা ভাষার রূপবৈচিত্র্য বিশ্লেষণ করলে কয়টি রূপ দেখা যায়?

উত্তর: দুটি, যথা- 

  • ১. মৌখিক, 
  • ২. লিখিত

২. 'প্রিয়' শব্দের উচ্চারণ কী?

উত্তর: প্রিয়ো

৩.বাংলাদেশের উপভাষাগুলো প্রধানত কয়টি ভাগে বিভক্ত?

উত্তর: চারটি

৪. 'প্লাবন' শব্দের উচ্চারণ কী?

উত্তর: প্লাবোন

৫'সবিনয়' শব্দটির উচ্চারণ কেমন হবে?

উত্তর: শবিনয়

৬. 'মুক্তো' শব্দটির লেখ্য প্রমিতরূপ কোনটি?

উত্তর: মুক্তা

৭. ম-ফলা যুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে, যার বানান ও উচ্চারণ কোন নিয়মে হয়ে থাকে?

উত্তর: সংস্কৃত

৮. 'বোমা' শব্দটির শুদ্ধ উচ্চারণ কী হবে?

উত্তর: অ্যা-রূপে

৯.বিদেশি শব্দের ক্ষেত্রে স এর উচ্চারণ সাধারণত কেমন হয়ে থাকে।

উত্তর: দন্তমূলীয়

১০. লিখিত বাংলা ভাষার কয়টি রীতি? ও কী কী?

উত্তর: দুটি, যথা- 

  • ১. প্রমিত রীতি, 
  • ২. সাধু রীতি

১১. 'দক্ষতা' শব্দটির উচ্চারণ কী?

উত্তর: দোক্কোতা

১২.'অনুষ্ঠান' শব্দটির প্রমিত উচ্চারণ কী?

উত্তর: ওনুষ্ঠান

১৩. 'শ্মশান' শব্দটির শুদ্ধ উচ্চারণ কী হবে?

উত্তর: শশান

১৪.'কথোপকথন' শব্দটির প্রমিত উচ্চারণ কী?

উত্তর: কথোপোকথান

১৫. 'অনুগ্রহ' শব্দটির প্রমিত উচ্চারণ কী?

উত্তর: ওনুগগ্রোহো

১৬.'নির্দিষ্ট' শব্দটির প্রমিত উচ্চারণ কী?

উত্তর: নিরুদ্দিটো

১৭. 'ফেরা' গল্পের লেখক কে?

উত্তর: হাসান আজিজুল হক

১৮.'ফেরা' গল্পটি কী প্রেক্ষাপটে রচিত?

উত্তর: মুক্তিযুদ্ধ পরবর্তী

১৯.'মদ্যি' শব্দটির অর্থ কী?

উত্তর: মধ্যে



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url