হৃদরোগ (Cardiac Diseases)



আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

 

তথ্যকণিকা(Information): হৃদরোগ (Cardiac Diseases)

করোনারী ধমনী হৃদপিণ্ডে রক্ত সরবরাহ করে। করোনারী ধমনীতে চর্বি জমাট বেঁধে গেলে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হযে যায়। ফলে হৃদপিণ্ডের কিছু টিস্যু মরে যায়। এ ঘটনাকে হার্ট এটাক(Myocardial Infarction) বলে। 
হৃদরোগ বিভিন্ন কারণে হতে পারে। যেমন- ধূমপান, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, শারীরিক পরিশ্রম না করা ইত্যাদি।হৃদরোগের পরীক্ষা
  • Coronary Angiography
  •  Echo Cardiography : Cardiograph হলো হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। শব্দ তরঙ্গ ব্যবহার করে হৃদপিণ্ডের গতি পরীক্ষা করার পদ্ধতিকে Echo Cardiography বলে।
  •  E.T.T (Exercise | Tolerance Test) : হৃদপিণ্ডের কর্মদক্ষতা পরিমাপ করা হয়। হৃদরোগের চিকিৎসা
  • Coronary angioplasty : যা হল হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো পদ্ধতির নাম হল করোনারী এনজিওপ্লাস্টি।
  •  Coronary bypass : এ পদ্ধতিতে করোনারী ধমনীর সরু অংশে ইনটারনাল ম্যামারী ধমনী বা সেপনাস শিরার দ্বারা bypass পথ তৈরি করা হয় যাতে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

১.Cardio-vascular disease affect.

A. Lungs
B. Liver
B. Stomach
D. Heart
উত্তর: ঘ

২। কোনটি হৃদরোগের কারণ?

ক. পরিমিত ঘুম
খ. ধুমপান
গ. সুষমখাদ্য গ্রহণ
ঘ. রক্তপাত
উত্তর: খ.

৩.চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয়?

ক. শব্দ তরঙ্গ ব্যবহার করে হৃদপিন্ড পরীক্ষার পদ্ধতিতে Echo- cardiography বলা হয়।
খ. Coronary angiography হৃদরোগের চিকিৎসা
গ. ETT দ্বারা হৃদপিণ্ডের কর্মদক্ষতা পরিমাপ করা হয় 
উত্তর: খ

৪.হৃদপিণ্ডের জন্মগত ত্রুটি কোনটি?

ক. Acromegaly
খ. Hepatitis
গ. Ventricular septal Defect
ঘ. Appendictis
উত্তর: গ

৫। কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস কখন দেয়া হয়?

ক. Respiratory failure 
খ. Liver failure
গ. Cardiac arrest
ঘ. Renal failure 
উত্তর: গ

৬.ইসিজির মাধ্যমে রোগ নির্ণয় করা যায়-

ক. ফুসফুসের
খ. চর্মের
গ. হার্টের
ঘ. মস্তিষ্কের
উত্তর: গ

৭.What is Cardiograph?

ক. To measure blood
খ. To measure urine
গ. To measure stool
ঘ. To recorded movement of heart
Ans:D

৮.হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র-

ক. কম্পাস
খ. স্টেথস্কোপ
গ. গ্যালভানোমিটার
ঘ. কার্ডিওগ্রাফ
উত্তর: ঘ

৯. এনজিওপ্লাস্টি হচ্ছে-

ক. হৃদপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেওয়া
খ. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলনো
ঘ. হৃদপিণ্ডের নতুন শিরা সংযোজন
উত্তর: খ

১.অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো- 

ক. গ্লাইকোজেন
খ. গ্লুকোজ
গ. ফ্রুক্টোজ
ঘ. সুক্রোজ
উত্তর: ক

২। ইনসুলিন নিঃসৃত হয়-

ক. অগ্ন্যাশয়ে
খ. বৃক্কে
গ. হৃদযন্ত্রে
ঘ. স্নায়ুতে
উত্তর: ক

৩। শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? 

ক. মলটোজ
খ. গ্লাইকোজেন
গ. গ্লুকোজ
ঘ. ল্যাকটোজ
উত্তর: গ

৪। দেহের গঠন বৃদ্ধি করে কোনটি?

ক. খাদ্য
খ. ভিটামিন
গ. পানি
ঘ. লবণ
উত্তর: ক

৫। দেহের রোগ প্রতিরোধ বৃদ্ধি করে কোনটি? 

ক. ভিটামিন
খ. আলো
গ. তাপমাত্রা
ঘ. ঔষধ
উত্তর: ক

৬.Fat Soluble vitamin কোনটি? 

ক. Vit A
খ. Vit B3
গ. Vit C
ঘ. VitB12
উত্তর: ক

৭। আইলেট অব ল্যাঙ্গারহেল কার কলাস্থানিক বৈশিষ্ট্য

ক. ক্ষুদ্রান্ত
খ. যকৃত 
গ. অগ্ন্যাশয়
ঘ. বৃক্ক
উত্তর: গ

৮। পিত্তরস কোথায় থেকে নিঃসৃত হয়? 

ক. যকৃত
খ. অগ্ন্যাশয়
গ. লালা গ্রন্থি
ঘ. পাকস্থলি
উত্তর: ক

৯। কোন ধরনের পাকস্থলিতে অনেকক্ষণ তাকে? 

ক. আমিষ
খ. শর্করা
গ. ভিটামিন
ঘ. স্নেহ
উত্তর: ক

১০। এক গ্রাম স্নেহপদার্থ থেকে আনুমানিক কী পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়?

ক. 9.3 কিলোক্যালরি
খ. 5.8 কিলাক্যালরি
গ. 3.2 কিলোক্যালরি
ঘ. 4.2 কিলোক্যালরি
উত্তর: ক

১১। নিচের কানটি পরিপাকতন্ত্রের অংশ নয়?

 [ ডিপ্লোমা নার্সিং: ১৯-২০]
ক. পাকস্থলি
খ. যকৃত
গ. বৃদ্ধ
ঘ. অগ্ন্যাশয়
উত্তর: গ



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url