রক্ত (Blood)

 ডিপ্লোমা(নার্সিং)

রক্ত (Blood)

ডিপ্লোমা(নার্সিং)

বিগত বছরের প্রশ্ন [ডিপ্লোমা]

১.শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয়?

ক. অ্যানিমিয়া
গ. জন্ডিস
খ. ডায়াবেটিস
ঘ. রিকেটস
উত্তর: ক

২.অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কোনটি?

ক. শিরা ও পালমোনারিশিরা 
খ. শিলা ও ধমনি 
গ. ধমনি ও পালমোনারিধমনি
ঘ. ধমনি ও পালমোনারিশিরা
উত্তর: ঘ

৩.রক্তশূন্যতায় বলতে কি বুঝায়?

ক. রক্ত রসের পরিমাণ কমে যাওয়া
খ. রক্তের পরিমাণ কমে যাওয়া
গ. রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
ঘ. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
উত্তর: ঘ

 তথ্যকণিকা(Information)

রক্ত এক ধরনের তরল যোজক কলা। রক্তের উপাদান দুইটি। যথা- রক্তরস (৫৫%) এবং রক্তকণিকা (৪৫%)। রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে।
 রক্তে ৩ ধরনের কণিকা রয়েছে। যথা- লোহিত রক্ত | কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। মানুষের শরীরের ওজনের ৭% রক্ত থাকে। পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের 
পরিমাণ ৫-৬ লিটার। রক্ত সামান্য ক্ষারীয়। এর PH ৭.৩৫-৭.৪৫।

রক্তের কাজ

রক্তকণিকার কাজ + রক্তরসের কাজ= রক্তের কাজ
ক) রক্তকণিকার কাজ

লোহিত রক্ত কণিকা (Erythrocyte or Red Blood cell) :

 লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় তৈরি হয় এবং বয়ঃপ্রাপ্ত হলে প্লীহায় সঞ্চিত হয় ও এক পর্যায়ে ধ্বংসপ্রাপ্ত হয়। লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত কণিকার গড় আয়ু ১২০ দিন (৪ মাস)। হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য রক্তের রঙ লাল হয়। মানুষের রক্তের লোহিত 
কণিকায় হিমোগ্লোবিন থাকে। কেঁচোর রক্তরসে হিমোগ্লোবিন থাকে। আরশোলার রক্তে হিমোগ্লোবিন না থাকায় আরশোলার রক্ত সাদা বা বর্ণহীন। হিমোগ্লোবিন। এর কাজ - ক) প্রধানত অক্সিজেন
 এবং সামান্য পরিমাণ কার্বন- ডাইঅক্সাইড পরিবহন করে।
খ) বাফার হিসাবে কাজ করে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ
হ্রাস পাওয়াকে রক্তশূন্যতা রক্ত কণিকা বলে। ভিটামিন বি এবং ফলিক এসিড লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে। হিমোগ্লোবিন তৈরিতে প্রয়োজন হয় আমিষ এবং লৌহ।
 ভিটামিন বি, ফলিক এসিড, আমিষ এবং লৌহ স্বল্পতা হলে রক্তশূন্যতা হয় । 

শ্বেত কণিকা (White Blood cell) :

 শ্বেত কণিকা দুই প্রকার। যথা- দানাদার (নিউট্রোফিল,
 ইওসিনোফিল, বেসোফিল) এবং অদানাদার (লিম্ফোসাইট, মনোসাইট)। শ্বেত কণিকার গড় আয়ুষ্কাল কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন। মানুষের শরীরে শ্বেতকণিকা এবং লোহিত কণিকার 
অনুপাত ১ : ৭০০। নিউট্রোফিল. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ব্লাড ক্যান্সারে (Leukaemia) রক্তের শ্বেত কণিকা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এইডস রোগে রক্তের 
শ্বেত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। অনুচক্রিকা (Platelets) : দেহের কোনো অংশ কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর: (Easy Tec: ফুল পড়ে টুপ করে
  • ক) ফিব্রিনোজেন - ফুল
  • খ) প্রোথ্রোম্বিন- পড়ে
  • গ) টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন - টুপ
  • ঘ) ক্যালসিয়াম আয়ন করে রক্তে হেপারিন থাকায় দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর তৈরিতে সাহায্য করে।
  • খ) রক্তরসের কাজ
  • ক. ক্ষুদ্রান্ত্র হতে খাদ্যসার (গ্লুকোজ, অ্যামাইনো এসিড, ফ্যাটি এসিড) রক্তের মাধ্যমে বিভিন্ন কলায় পৌঁছে।
  • খ. কলা হতে উৎপন্ন CO, রক্তরসের মাধ্যমে ফুসফুসে পৌঁছায় হরমোন
  • গ. কলা হতে উৎপন্ন বর্জ্য পদার্থ (ইউরিয়া, ইউরিক এসিড) রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়।
  • ঘ. রক্তরসের বাইকার্বনেট, ফসফটে বাফার অম্ল - ক্ষারের ভারসাম্য রক্ষা করে। 
  • ড. অন্তক্ষরা গ্রন্থি হতে উৎপন্ন হরমোন রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পৌঁছায় মনে রাখা জরুরি।

MCQ

1. কোনটি রক্তের উপাদান নয়?

ক. লোহিতকণিকা
খ. শ্বেতকণিকা
গ. লিউকোপ্লাস্ট
ঘ) বেসোফিল
উত্তর. গ

2. মানুষের রক্তের PH কত?

ক. 7.0
খ.2.7.2
গ. 7.4
ঘ. 7.6
উত্তর: গ

3. মানুষের রক্তের PH কত?

ক. 7.35-7.45
খ. 5.55-5.65
গ. 6.50-6.70
ঘ. 4.79-5.00
উত্তর: ক

4. রক্তে প্রোটিনের হার কত?

ক. 55%
খ. 44%
গ. 66%
ঘ. 46%
উত্তর:ক

5.পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ-

ক. ৫ লিটার
খ) ৭ লিটার
গ. ৮ লিটার
ঘ ১০ লিটার
উত্তর: ক

6. একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে?

ক. 1000 লিটার
খ. 7% of body's weight
গ. 2000 লিটার
ঘ. শরীরের জলীয় অংশের 10 ভাগ
উত্তর: খ

7. এক রক্তদান শিবিরে আপনি যদি ২৫০ মিলি. রক্ত দান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে?

ক. 5%
খ..8%
গ. 7%
ঘ. 4%
উত্তর: ক

8. কোনটি রক্তের কাজ নয়?

ক. হরমোন বিতরণ করা
খ. ক্ষুদ্রস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ. জারক রস বিতরণ করা
ঘ. কলা হতে ফুসফুসের বর্জ্য পদার্থ বহন করা
উত্তর: গ

9. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-

ক. অক্সিজেন ও গ্লুকোজ
খ. অক্সিজেন ও রক্তের আমিষ
গ. ইউরিয়া ও গ্লুকোজ
ঘ. অ্যামাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড
উত্তর: ক

১০. মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন-

ক. ৩ মিনিট বন্ধ থাকে
খ. ৪ মিনিট বন্ধ থাকে
গ. ৫ মিনিট বন্ধ থাকে
ঘ. ৬ মিনিট বন্ধ থাকে
উত্তর: গ

১১.রক্তের তরল অংশের নাম-

ক. কোলেস্টরল
খ. প্রোটিন
গ. লোহিত কণিকা
গ. প্লাজমা
উত্তর: ঘ

১২.রক্তে রক্ত কণিকার পরিমাণ কত?

ক. ৪৫%
খ. ৫০%
গ. ৫৫%
ঘ. ৬০%
উত্তর: ক

১৩.মানুষের শরীরে কত ধরনে র রক্ত কণিকা আছে?

ক. ৫ প্রকার
খ. ৪ প্রকার
গ. ২ প্রকার
ঘ. ৩ প্রকার
উত্তর: ঘ

১৪.রক্তের লোহিত কণিকা তৈরি হয়-

ক. তরণাস্থিতে
খ. হরিদ্রা অস্থিমজ্জায়
গ. লোহিত অস্থিমজ্জায়
গ. যকৃতে
উত্তর: গ

১৫.মানবদেহে লোহিত কণিকা (Red blood cell) এর আয়ুষ্কাল (Life span) কতদিন?

ক. ১০০ দিন
খ. ১২০ দিন
গ. ১৩০ দিন
ঘ. ১৮০ দিন
উত্তর: খ

১৬.রক্তের লোহিত কণিকার কাজ কি?

ক. অক্সিজেন বহন করা 
খ. নাইট্রোজেন বহন করা
গ. কার্বন ডাই অক্সাইড বহন করা
ঘ. কোনোটিই নয়
উত্তর: ক

১৭. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

ক. হৃদযন্ত্রে
খ. বৃক্ক
গ. ফুসফুসে
ঘ. প্লীহাতে
উত্তর: ঘ

১৮.রক্তে হিমোগ্লোবিন তাকে-

ক. লোহিত রক্তকণিকায়
খ. শ্বেত রক্তকণিকায়
গ. অণাচুক্রিকায়
ঘ. প্লাজমায়
উত্তর: ক

১৯. কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে-

ক. শ্বেতকণিকায়
খ. লোহিত কণিকায়
গ. রক্তরসে
ঘ. কোনোটাইতেই না
উত্তর: গ

20.সাদা বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণী?

ক. শ্বেত ভল্লুক
খ. মাছি
গ. আফ্রিকার কৃষ্ণকায় মৃগ 
ঘ. তেলাপোকা
উত্তর: ঘ

২১.তেলাপোলার রক্তের রঙ কি?

ক. লাল
খ. সাদা
গ. সবুজ
ঘ. বর্ণহীন
উত্তর: ঘ

২২.রক্তে হিমোগ্লোবিন হলো একটি একটি-

ক. Fat
খ. Antigen
গ. Platelet
ঘ. Protein
উত্তর: ঘ

২৩. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

ক. আমিষ
খ. আয়োডিন
গ. স্নেহ
ঘ. লৌহ
উত্তর: ক

২৪.খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?

ক. আমিষ
খ. শর্করা
গ. স্নেহ 4
ঘ.ভিটামিন
উত্তর: ক

২৫. কোন উপাদানটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে?

ক. ক্যালসিয়াম
খ. প্রোটিন
গ ভিটামিন-C
ঘ. লৌহ
উত্তর: খ,ঘ

২৬. লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন?

ক. ভিটামিন-C
খ. ভিটামিন-B
গ. ভিটামিন-A
ঘ. ভিটামিন- B12
উত্তর: ক

২৭.রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

ক. অক্সিজেন পরিবহন করা 
খ. রোগ প্রতিরোধ করা
গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
ঘ. উপরে উল্লেখিত সব কয়টিই
উত্তর: ক

২৮. হিমোগ্লোবিন কাজ কি? 

ক. খাদ্য পরিবহন করা 
খ. কাদ্য সংশ্লেষণ করা
গ. হরমোন বহন করা
ঘ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা 
উত্তর: ঘ

২৯.মানবদেহে অক্সিজেন পরিবহন হয় কোন অঙ্গের মাধ্যমে?

ক. মস্তিষ্ক
খ. রক্ত
গ. হৃদপিণ্ড
ঘ. ফুসফুস
উত্তর: খ

৩০.Which one of the following is the function of hemoglobin in human body? 

A. Transportation of oxygen
B. Destruction of bacteria
C. Prevention of anaemia 
D. Protein synthesis
E. Protein synthesis 
Ans: A

৩১. Hypoxia কখন হয়?

ক. Oxygen কমে গেলে
খ. Carbon dioxide বেড়ে গেলে
গ. Oxygen বেড়ে গেলে 
D. Carbon dioxide কমে গেলে 
Ans:A

৩২. Hamoglobin level at birth is around- জন্মের সময় হিমোগ্লোবিনের মাত্রা-

A. 14gm%
B. 16gm%
C. 18gm%
D. 20gm%
Ans:B

৩৩. রক্তশূন্যতা বলতে কি বুঝায়?

ক. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
খ. রক্তের পরিমাণ কমে যাওয়া
গ. রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া 
ঘ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া
উত্তর: ক

৩৪.রক্ত শূন্যতার অপর নাম কি?

ক. লিউকোমিয়া
খ. অ্যানিমিয়া
গ. সিরোসিস
ঘ. জণ্ডিস
উত্তর: খ

৩৫. একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভাল?

ক. ইউরিক এসিড
খ. হিমোগ্লোবিন
গ. শর্করা
ঘ. কোলেস্টেরল
উত্তর: খ

৩৬. কোনটির অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?

ক. আয়রন
খ. ভিটামিন-এ
গ. ক্যালসিয়াম
ঘ. আয়োডিন
উত্তর: ক

৩৭. কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা শুরু হয়?

ক. ভিটামিন বি ১
খ. ভিটামিন বি ২
গ. ভিটামিন ৬
ঘ. ভিটামিন বি ১২
উত্তর: ঘ

৩৮. শরীরে Vitamin B12 এর ঘাটতি হলে কী হয়?

ক. উচ্চ রক্তচাপ
খ. রিকেট
গ. রক্তশূন্যতা
ঘ. স্কার্ভি
উত্তর: গ

৩৯..Thalassemia হলো-

ক. Thyroid জনিত রোগ খ রক্তের জন্মগত ত্রুটি
খ. Atheroscelerosis 
গ. Osteoporosis
উত্তর: খ

৪০. মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?

ক. ১৭০০
গ. ১:৫০০
খ. ১: ১০০
ঘ. ১: ১২০
উত্তর: ক

৪১.WBC (White Blood Cell) এর জীবন কতদিন? 

ক. ১ দিন
খ. ৩০ দিন
গ. ৬০ দিন
ঘ. ৯০ দিন
উত্তর: ক

8২. Phagocytosis প্রক্রিয়াটি সাধিত হয় কোথায়?

ক. Eostinopil
খ. Platelet
গ. Neutrophil
ঘ. Red blood cell 
উত্তর: গ

৪৩.What is the main function of white blood cells?

ক. To carry nutrients
খ. To combat infecitons
গ. To carry oxygen
ঘ. To give strength 
Ans: B

8৩. What is the main function of white blood cells ? /শ্বেতকণিকার কাজ কি?

ক. To carry nutrients 
খ. To combat infections
গ. To carry oxygen
ঘ . To give strength 
উত্তর: খ 

৪৪. দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষার সাহায্য করে-

ক. রক্তরস
খ. শ্বেতকণিকা
গ. অণুচক্রিকা
ঘ. লোহিত কণিকা
উত্তর: খ

৪৫. নিম্নের কোনটি মানবদেহের পুলিশ ম্যান হিসেবে কাজ করে?

ক.শ্বেতকণিকা
খ. লোহিত কণিকা
গ. অনুচক্রিকা
ঘ. প্লাজমা
উত্তর: ক

৪৬. রক্তে শ্বেত কণিকা বেড়ে যাওয়াকে কি বলে-

ক. সিনসিটিয়াম
খ. লিউকোপোয়েসিস
গ. লিউকেমিয়া
ঘ. লিউকোপেনিয়া
উত্তর: গ

৪৭. রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?

ক. লোহিত কণিকা
খ. শ্বেত কণিকা
গ. শ্বেত ও লোহিত কণিকা 
ঘ. কোন কণিকাই নহে 
উত্তর: খ 

৪৮.ar. রক্তে Platelet এর কাজ কী??

ক. O2 পরিবহন
খ. সংক্রমণ প্রতিরোধ
গ. রক্ত জমা বাঁধতে সাহায্য করা 
ঘ. রক্তের pH এর পরিমাণ নির্ধারণ করা
উত্তরঃগ

৪৯. দেহের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

ক. শ্বেত কণিকা
খ. ফাইব্রিনোজেন
গ. অক্সিহিমোগ্লোবিন
ঘ. হরমোন
উত্তর: খ

৫০.আমাদের শরীরের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

ক. এলবোমিন
খ. ফাইব্রিনোজেন
গ. অক্সিহিমোগ্লোবিন
ঘ. হরমোন
উত্তর: খ

৫১. রক্ত জমাট বাঁধায় কোন ধাতুর আয়ূন সাহায্য করে?

ক. আয়রন
খ. সোডিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তর: গ

৫২. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই?

ক. অনুচক্রিকা
খ. হরমোন
গ. ফিব্রিজোনে
ঘ. প্রোথ্রোমিন,
উত্তর: খ

৫৩. রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?

ক. হেপারিন
খ. হিস্টামিন
গ. হিমোগ্লোবিন
ঘ. লিম্ফোসাইট
উত্তর: ক

৫৪. একজন পূর্ণ বয়স্ক মানুষ কতদিন পর রক্ত দান করতে পারেন?

ক. ১২ মাস
খ.৭ মাস 
গ. ৩ মাস
ঘ. ৬ মাস
উত্তর: গ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url