রক্ত বাহিকা (Blood Vessels)
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
তথ্যকণিকা(Information): রক্ত বাহিকা (Blood Vessels)
রক্ত বাহিকা তিন প্রকার।
যথা-
- ধমনী,
- শিরা,
- কৈশিক জালিকা
ধমনীর ভিতর দিয়ে নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়। ডাক্তার রোগীর নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে ধমনীর স্পন্দন দেখেন। সাধারণ রোগীর হাতের কব্জিতে রেডিয়াল ধমনীতে (Radial artery)নাড়ীর স্পন্দন পরীক্ষা করেন। একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ীর স্পন্দন (Pulse rate) ৭২/ মিনিট। প্রবাহমান রক্ত রক্তনালীর গায়ে যে পাশ্চর্যচাপ প্রয়োগ করে, তাকে রক্তচাপ বলে। রক্ত চাপ দুই প্রকার। যথা-
- ক) সিস্টোলিক রক্তচাপ (১১০-১৪০ মি.মি. পারদ)
- খ) ডায়াস্টোলিক রক্তচাপ (৬০-৯০ মি.মি. পারদ)
স্ফিগমোম্যানোমিটার (Sphygmanometer) এর সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়। ধরা যাক, এক ব্যক্তির রক্তচাপ ১২০/৮০ মি.মি. পারদ। এর অর্থ হলো ঐ ব্যক্তির সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ যথাক্রমে ১২০ এবং ৮০ মি.মি. পারদ। উচ্চ রক্তচাপ (Hypertension) হলো একটি রোগ যখন কোন ব্যক্তির রক্তের চাপ সব সময়েই স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে থাকে। কোনো সুনির্দিষ্ট বিন্দু নেই| | যখন রক্তচাপ বিবেচনা করা হয় ‘উচ্চ’।
১.নিম্নের কোনটি বিভিন্ন Organ থেকে রক্ত সংগ্রহ করে?
খ. Arteries
গ. Nerves
ঘ. Lungs
উত্তর: ক
২.কোনটি শিরার বৈশিষ্ট্য নয়?
খ. দেহ থেকে হৃদপিণ্ডের দিকে পরিবহন করে
গ. কম চাপে রক্ত পরিবহন করে
ঘ. পালমোনালী ধমনীতে কপাটিকা থাকে না
উত্তর: ক
৩.রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিলা থেকে?
খ. র্যাসিলিক
গ. ফিমোরাল
ঘ. মিডিয়ান কিউবিটাল
উত্তর: ঘ
৪.নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
খ. শিরার ভিতর দিয়ে
গ. স্নায়ুর ভিতর দিয়ে
ঘ. ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
উত্তর: ক
৫.ডাক্তার রোগীর নাড়ী ধেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন?
খ. ধমনীর স্পন্দন
গ. স্নায়ুর গতি
ঘ. হৃৎপিণ্ডের স্পন্দন
উত্তর: খ
৬.সাধারণ রোগীর Pulse দেখা হয় কোথায়?
খ. Radial artery
গ. Femoral artery
ঘ. Brachial artery
উত্তর: খ.
৭.Normal pulse rate of an adult person-
খ. ৭২
গ. ৪৫
ঘ. ৬০
উত্তর: খ
৮.কত'র নিচে হৃদস্পন্দন হলে Bradcardia বলে?
খ.70/minutes
গ. 80/minute
ঘ. 100/minute
উত্তর: ক
১০.Blood pressure পরিমাপক যন্ত্রটির নাম শুদ্ধ বানানে কোনটি?
খ. Sphygmanometer
গ. Sphygmomanometer
ঘ. Sphygmeter
উত্তর: খ
১১. পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কোনটি?
ক. ১৬০/৯০
খ. ১২০/৮০
গ. ১৮০/৬০
ঘ. ৯০/৬০
উত্তর: খ
১১.Which is high blood pressure?
A. Pressure exerted by air on blood
B. Pressure exerted by liquid on blood
C. Excess of presure exerted by blood against blood vessels
D. 150/100
উত্তর: D
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url