সেইদিন এই মাঠ সাজেশন

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।




সেইদিন এই মাঠ

জীবনানন্দ দাশ

তথ্যকণিকা(Information)

  • ১.জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন— ১৮৯৯ সালে বরিশালে ।
  • ২. কুসুমকুমারী দাশ ছিলেন — স্বভাব কবি।
  • ৩. প্রকৃতিতে বজায় থাকবে- চিরকালীন ব্যস্ততা।
  • ৪. 'সেইদিন এই মাঠ' কবিতায় উল্লিখিত গন্ধটা— ভেজা । 
  • ৫. শিশিরের জলে ভিজবে — চালতাফুল।
  • ৬. বাতাসে ঢেউ বয়ে যাবে— নরম গন্ধের। 
  • ৭. লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীর তরে — গান গাইবে। 
  • ৮. এশিরিয়া ও বেবিলন হলো— ধ্বংসপ্রাপ্ত সভ্যতার নাম । 
  • ৯. 'সেইদিন এই মাঠ' কবিতার রচয়িতা — জীবনানন্দ দাশ।
  •  ১০. ক্ষয়িষ্ণু সভ্যতার অন্যদিকে চলে বিনির্মাণ ।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১.‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি – পক্তিটিতে কবি 'মাঠ' বলতে কী বুঝিয়েছেন? 

ক).জীবন প্রবাহ

খ) মানুষের স্বপ্নভূমি

গ) সভ্যতার অবস্থান

ঘ) প্রাকৃতিক সৌন্দর্য

উ:ঘ

২.কোন সভ্যতা ধুলো হয়ে আছে?

ক) ব্যাবলনীয় 

খ) সুমেরীয় 

গ) ক্যালেডীয় 

ঘ)  এশিরিয়া 

উ:ঘ

৩.বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি কে? 

ক) কাজী নজরুল ইসলাম 

খ) জীবনানন্দ দাশ

গ) সত্যেন্দ্রনাথ দত্ত

ঘ) সৈয়দ শামসুল হক

উ:খ

8.‘সোনার স্বপ্নের সাধ' বলতে কবি জীবনানন্দ দাশ কী বুঝিয়েছেন?

ক) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

খ) মানুষের শাশ্বত সৌন্দর্যবোধ 

গ) প্রাকৃতিক সৌন্দর্যের নিত্যতা

ঘ) নান্দনিক সৌন্দর্যের চিরন্তনতা 

উ:খ

৫.“আমি তো মরে যাব, রেখে যাব সবই – গানের কথার সাথে 'সেইদিন এই মাঠ” কবিতার কোন ভাবের সংগতি আছে? 

ক) মৃত্যু চেতনা

খ) মানুষের স্বপ্নময়তা

গ)  প্রকৃতির বহমানতা

ঘ) কৃত্রিমতার ধ্বংস

উ:ক

৬.‘চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে?'— পঙক্তিটিতে কোন অনুভব ব্যক্ত হয়েছে?

ক) প্রকৃতির শাশ্বত রূপ

খ) সৌন্দর্যবোধ

গ) কল্পনার প্রসার

ঘ) প্রকৃতির বৈচিত্র্য

উ:ক

৭. 'সেইদিন এই মাঠ' কবিতায় কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে?

ক) মাছরাঙা 

খ) চাতক

গ) কোকিল 

ঘ্) লক্ষ্মীপেঁচা 

উ:ঘ

৮. ‘পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল' বলতে কী বোঝানো হয়েছে?

ক) প্রকৃতির অবিনশ্বরতা

খ) বিস্ময়কর সৌন্দর্য

গ) অসাধারণ ঐশ্বর্য

ঘ) ক্ষয়িষ্ণু হওয়া

উ:ক

৯. পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল’– এখানে ‘এই সব গল্প' দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে?

ক) মানুষের বিচরণ

খ) সৌন্দর্যের উপমা

গ) প্রাণের প্রবাহ

ঘ) সভ্যতার নিত্য অনুষঙ্গ

উ:খ

১০. জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি?

ক) প্রাকৃতিক সৌন্দর্য 

খ)  স্বদেশপ্রেম

গ) প্রকৃতিপ্রীতি

ঘ) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

উ:ঘ

১১. ‘এশিরিয়া ধুলো আজ' বলতে কবি কী বুঝিয়েছেন? 

ক) প্রকৃতি চিরন্তন

খ) সময় বহমান

গ) মৃত্যু অনিবার্য

ঘ) সভ্যতা ক্ষণস্থায়ী

উ:ঘ

১২. ‘সেইদিন এই মাঠ' কবিতার কবি বিস্ময়কর নিপুণতায় কোন বিষয়টি উপস্থাপন করেছেন?

ক) গভীর জীবনবোধ ও জীবন তৃষ্ণা 

খ) মানবসৃষ্ট সভ্যতার ক্ষয়িষ্ণু দিক 

গ) প্রকৃতির চিরকালীন সৌন্দর্য 

ঘ) মানুষের মৃত্যুর স্বাভাবিকতা 

উ:গ

১৩. ‘সেইদিন এই মাঠ' কবিতায় কবির মতে কোনটি টিকে থাকবে না? 

ক) নদী

খ)  নক্ষত্র 

গ) সভ্যতা

ঘ) স্বপ্ন

উ:গ

১৪. ‘সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব কী? 

ক) মানবসভ্যতার পরিণতি

খ) প্রকৃতির সৌন্দর্য নশ্বর

গ) জীবাত্মা রহস্যময়

ঘ) প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী

উ:ঘ

১৫. ‘সেইদিন এই মাঠ' কবিতায় কী বেঁচে রবে চিরকাল?

ক) খেয়ানৌকা 

খ) সৌন্দর্য

গ) সভ্যতা

ঘ) নশ্বর

উ:খ

১৬. সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি লক্ষ্মীপেঁচা
শুধু সেই সেদিনের মালী নেই— 
উদ্দীপকের সাথে ‘সেইদিন এই মাঠ'
কবিতার ভাবগত ঐক্য রয়েছে— 
i. প্রকৃতির অবিনশ্বরতায়
ii. মানুষের স্বপ্নের অমরতায়
iii. জীবনের অবশ্যম্ভাবী পরিণতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ)  i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ঘ

১৭. প্রত্যেক মানুষের মৃত্যু হয়, কিন্তু প্রকৃতি—

i. বেঁচে থাকে চিরকাল 

ii. আপন অস্তিত্ব বজায় রাখে 

iii. নিঃশেষ হয়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে
সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। 

১৮. উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক) পল্লিজননী

খ)  আমার পরিচয়

গ)  সেইদিন এই মাঠ

ঘ) জীবন-সঙ্গীত

উ:গ

১৯. উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো-

i. পৃথিবীর অবিনশ্বর সৌন্দর্য

ii. মানব জীবনের দুঃখ 

iii. পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:খ

সৃজনশীল রচনামূলক

প্রশ্ন:১.কাল ও ছিল আজ সে নাই; আজও যে ছিল, তাহারো ঐ নশ্বর দেহটা ধীরে ধীরে ভস্মসাৎ হইতেছে, আর তাহাকে চেনাই যায় না, অথচ এই দেহটাকে আশ্রয় করিয়া কত আশা, কত আকাঙ্ক্ষা, কত ভয়, কত ভাবনাই না ছিল। কোথায় কোথায় গেল? এক নিমিয়ে কোথায় অন্তর্হিত হইল? তবে তার দাম? মরিতেই বা কতক্ষণ লাগে? 
ক. খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে?
খ. এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে'- কেন?
গ. উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন: ২ । মনে হয় একদিন আকাশে শুকতারা দেখিব না আর; দেখিব না হেলেখার ঝোপ থেকে একঝাক জোনাকি কখন নিভে যায়— দেখিব না আর আমি এই পরিচিত বাঁশবন, শুকনো বাঁশের পাতা-ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার আমার চোখের কাছে— লক্ষ্মীপূর্ণিমার রাতে সে কবে আবার।
ক.লক্ষ্মীপেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়?
খ. 'সোনার স্বপ্নের সাধ' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. 'সেইদিন এই মাঠ' কবিতার মৌলিক প্রেরণা উদ্দীপকের চিত্রকল্পে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করো।
घ.উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতা উভয়ক্ষেত্রেই কবির জীবনতৃষ্ণাকে অভিন্ন বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
 প্রশ্ন:৩ 'এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে- এখন আমারে লহো করুণা ক'রে। ঠাঁই নাই ঠাঁই নাই, ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়াছে ভরি।'
ক. 'মাল্যবান' গ্রন্থটি কোন কবির রচনা?
খ. ‘পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল' বলতে কবি কী বুঝিয়েছেন?
 গ. উদ্দীপকের যে দিকটির সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো।
'ঘ. “সেইদিন এই মাঠ' কবিতার ভাবের সাথে উদ্দীপকের সম্পর্ক খুবই ক্ষীণ।”— বক্তব্যটি সম্পর্কে তোমার মতামত দাও।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url