সাহসী জননী বাংলা সাজেশন
বাংলা ১ম পত্র
আমাদের ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম ”আপনাদের স্বাগতম ।
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।
সাহসী জননী বাংলা
কামাল চৌধুরী
পেজ সূচিপত্র : সাহসী জননী বাংলা
তথ্যকণিকা(Information)
- ১. কামাল চৌধুরী জন্মগ্রহণ করেন – ১৯৫৭ সালের ২৮শে জানুয়ারি।
- ২. কামাল চৌধুরীর পিএইচডি গবেষণার বিষয়- গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা'।
- ৩.কামাল চৌধুরী বাংলা কবিতায় পরিস্ফুত ধারার অন্যতম প্রধান প্রতিনিধি ।
- ৪. কামাল চৌধুরীর কিশোর কাব্যগ্রন্থ- আপন মনের পাঠশালাতে
- ৫. নির্বাসন শেষে বাঙালি ফিরবে— স্বাধীনতা উড়িয়ে।
- ৬. কবি বাঙালিদের আখ্যা দিয়েছেন- অনার্য হিসেবে।
- ৭. বাসভূমি থেকে বিচ্যুত বা বিতাড়িত ব্যক্তিকে উদ্বাস্তু বলে।
- ৮. হিন্দু পুরাণ মতে 'অসুর' হলো— দেবতাদের শত্রু।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাঙালির যাতে কী উঠেছে?
ক) গ্রেনেড
খ) কাস্তে
গ) কার্তুজ
ঘ) জননী
উ:ক
২. 'সাহসী জননী বাংলা' কবিতায় 'তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে' বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) প্রতিশোধ
খ) প্রতিরোধ
গ) প্রতিহিংসা
ঘ) প্রতিবাদ
উ:ক
৩.'কে দেখাল মহাপ্রতিরোধ প্রতিরোধের সম্পর্কযুক্ত কারা?
ক) বাঙালি জাতি
খ) মিত্র বাহিনী
গ) পাকিস্তানি হানাদার বাহিনী
ঘ) পাকিস্তানি সেনাবাহিনী
উ:ক
৪. বুকে চাপা মৃতের আগুন' বলতে কী বোঝানো হয়েছে?
ক) নৃশংসতার ভয়াবহতা
খ) মুক্তিবাহিনীর বীরত্ব
গ) প্রতিশোধের উন্মাদনা
ঘ) হানাদারদের প্রতিরোধ
উ:গ
৫. কবি কামাল চৌধুরীর জন্মস্থান কোথায়?
ক) কুমিল্লা
খ) যশোর
গ) রংপুর
ঘ) দিনাজপুর
উ:ক
৬.কামাল চৌধুরী কত সালে এসএসসি পাশ করেন।
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৫
উ:খ
৭. 'তোদের অসুর নৃত্য প্রকাশ পেয়েছে- ফিরিয়ে দিয়েছি' কবির এ উত্তর মধ্য দিয়ে--
ক) প্রতিশোধ
খ) হিংসা
গ) প্রতিরোধ
ঘ) সংগ্রাম
উ:ক
৮.'সাহসী জননী বাংলা' কবিতায় শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করত।
ক) আর্য
খ) অনার্য
গ) অস্ট্রিক
ঘ) কার্তুজ
উ:খ
৯. মৃতের আগুন কোথায় চাপা পড়ে।
ক) বুকে
খ) পিঠে
গ) মনে
ঘ) মাটিতে
উ:ক
১০. কোনটি সাহসী জননী বাংলার বুকে চাপা আছে।
ক) মহা প্রতিরোধ
খ) ঘৃণার কার্তুজ
গ) মৃতের আগুন
ঘ) বাঘের থাবা
উ:গ
১১. 'রক্ত জাগে পাহারায়... বুড়িগঙ্গা পদ্মা নদী তীর' পঙক্তিটির দ্বারা 'সাহসী জননী বাংলা' কবিতায় কাদের পরিচয় তুলে ধরা হয়েছে?
ক) হানাদারদের
খ) মুক্তিযোদ্ধাদের
গ) পাহারাদারদের
ঘ) অনার্যদের
উ:খ
১২. সাহসী জননী বাংলা কোন নদীর তীরে জেগে ওঠো -
ক) বুড়িগঙ্গা
খ) কর্ণফুলী
গ) মেঘনা
ঘ) যমুনা
উ:ক
১৩. 'নীলকমল' শব্দটি কোন কবিতার উপাত্ত?
ক) আমার সন্তান
খ) ঝরনার গান
গ) কপোতাক্ষ নদ
ঘ) সাহসী জননী বাংলা
উ:ঘ
১৪. 'সাহসী জননী বাংলা' কবিতার বক্তা কে?
ক) শত্রুপক্ষ
খ) দেশ
গ) বাঙালি
ঘ) কবি
উ:ঘ
১৫. বাঙালি কী উড়িয়ে বঙ্গ জননীর কোলে ফিরে এসেছে?
ক) জয়মালা
খ) কার্তুজ
গ) বর্ণমালা
ঘ) স্বাধীনতা
উ:ঘ
১৬. 'নীলকমলেরা' বলতে বোঝায়—
ক) নির্ভীক প্রহরীদের
খ) সাহসী অভিযাত্রীদের
গ) মুক্তিযোদ্ধাদের
ঘ) সহৃদয় মানুষদের
উ:গ
১৭. হানাদারদের প্রতিরোধ করার জন্য কারা সারা রাত জেগে থাকে?
ক) নীলকমলেরা
খ) মিত্রবাহিনী
গ) রাজাকাররা
ঘ) বীরাঙ্গনারা
উ:ক
১৮. 'সাহসী জননী বাংলা' কবিতাটি কে লিখেছেন?
ক) নির্মলেন্দু গুণ
খ) কামাল চৌধুরী
গ) শামসুর রাহমান
ঘ) সৈয়দ শামসুল হক
উ:খ
১৯. ভাষা আন্দোলন গণ-অভ্যুত্থান মুক্তিযুদ্ধ ছকটি 'সাহসী জননী বাংলা' কবিতার আলোকে প্রকাশ করেছে—
i. বাঙালির বীরত্ব ও শৌর্যের ইতিহাস
ii. বাঙালির সুমহান আত্মত্যাগ
iii. গণমানুষের প্রতি মমতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii
ঘ) i,ii ও iii
উ:গ
২০. 'আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না।' চরণটিতে 'সাহসী জননী বাংলা' কবিতার যে দিক বিদ্যমান —
i. ঐক্যচেতনা
ii. প্রতিশোধস্পৃহা
iii. দৃঢ়চেতা মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) iii
ঘ) i,ii ও iii
উ:গ
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
'এবার স্বপ্ন ভাঙবে না, স্ট্যাম্প ভাঙবে।'
২১. উদ্দীপকের ভাব ‘সাহসী জননী বাংলা' কবিতার কোন পক্তির ভাবের সাথে মিল রয়েছে?
ক) সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন
খ) গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল
গ) এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে
ঘ) যার সঙ্গে যে রকম, সে রকম খেলবে বাঙালি
উ:গ
২২. এরূপ মিলের কারণ-
i. প্রতিশোধস্পৃহা
ii. সংগ্রামী চেতনা
iii. বিজয় উল্লাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii
উ:ক
সৃজনশীল রচনামূলক
কেউ চাইলেই আমার শরীর থেকে মাংস কেটে দিতে পারি না।
এদেশের বাতাস, আমার প্রতিটি বিশুদ্ধ নিঃশ্বাস কেউ চাইলেই
আমার নিঃশ্বাসের বাতাসে বারুদের গন্ধ ছড়াতে পারে না
আমরা তা কিছুতেই দিতে পারি না ।
ক. কবি কামাল চৌধুরী কোন নৃ-জনগোষ্ঠীর ওপর গবেষণা করেছেন?
খ. ‘চির কবিতার দেশ' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকটি ‘সাহসী জননী বাংলা' কবিতার ভাবের সাথে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
ঘ. “ চেতনাগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি 'সাহসী জননী বাংলা' কবিতার সমগ্রভাব ধারণ করে না।” বিশ্লেষণ করো।
২. মাগো, ভাবনা কেন
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
ক. কখন হানাদার আসে?
খ. "চির কবিতার দেশ' বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের প্রথম দুই চরণে 'সাহসী জননী বাংলা' কবিতায় বর্ণিত বাঙালি চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষ তিন চরণে সাহসী জননী বাংলা' কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে।”— মন্তব্যটি মূল্যায়ন করো।
৩. “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।"
ক. 'সাহসী জননী বাংলা' কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
খ. ‘কবিতার হাতে রাইফেল' বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের আলোকে 'সাহসী জননী বাংলা' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের ডাব 'সাহসী জননী বাংলা' কবিতার সামগ্রিক পরিচয় নয়।”— উক্তিটি মূল্যায়ন করো।
অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url