স্বাধীনতা,এ শব্দটি কীভাবে আমাদের হলো সাজেশন

 

বাংলা ১ম পত্র

আমাদের  ওয়েবসাইট “অর্ডিনেট আইটি.কম” ও  চ্যানেল ”অর্ডিনেট ক্লাসরুম  ”আপনাদের  স্বাগতম । 
আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে হবে। আর মুখস্থ করে আর যা ই হোক, বিজ্ঞান শিক্ষা হতে পারে না। আর সেই প্রচেষ্টারই অংশ হল আমাদের কনটেন্ট ও ভিডিও লেকচার। এই কনটেন্ট ও  ভিডিওগুলির উদ্দেশ্য হল প্রতিটি বিষয় এমনভাবে শেখানোর চেষ্টা করা যাতে আপনি বইয়ের বাইরেও অনেক কিছু ভাবতে পারেন। আর আপনি যখন চিন্তাশীল মানুষ হবেন, তখন আপনি নিজেই বুঝবেন এই দেশকে আলাদা করতে আমাদের কী করতে হবে, কতদূর যেতে হবে।

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো 

 নির্মলেন্দু গুণ

পেজ সূচিপত্র : স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো 

তথ্যকণিকা(Information)

  • ১. নির্মেলেন্দু গুণের জন্মস্থান – নেত্রকোণা জেলার কাশবন গ্রাম। 
  • ২. নির্মলেন্দু গুণ কবিতা রচনায় অত্যন্ত সজাগ — শিল্প-সৌন্দর্যের প্রতি। 
  • ৩.কবিহীন বিমুখ প্রান্তরে আজ- কবির বিরুদ্ধে কবি।
  • ৪. নির্মলেন্দু গুণ শিশুদের জন্য লিখে যাচ্ছেন— শ্রেষ্ঠ বিকেলের গল্প। 
  • ৫. আকাশ ছোঁয়া অর্থে ব্যবহৃত হয় - দিগন্ত প্লাবিত।
  • ৬. কবিতায় গণসূর্য বলে আখ্যায়িত করা হয়েছে— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
  • ৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – বাঙালির শিকড় থেকে জেগে ওঠা এক বিদ্রোহী নেতা ।
  • ৮. বঙ্গবন্ধুকে বলা হয় – রাজনীতির কবি।
  • ৯.এ দেশের মানুষের ভালোবাসায় গড়া এক মানুষ— জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১."চির উন্নত মম শির'- চরণটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার কোন ভাবকে ধারণ করে?

ক) সংগ্রামী চেতনা

খ) অধিকার চেতনা

গ) আত্মত্যাগী মনোভাব

ঘ)  কৌশলীভাৰ

উ:ক

২. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কপালে কব্জিতে লালসালু বেঁধে কে ছুটে এসেছিল? 

ক)  করুণ কেরানি

খ)  শিশু পাতা-কুড়ানিরা

গ)  উলঙ্গ কৃষক

ঘ)  লোহার শ্রমিক

উ:ঘ

৩. কবি নির্মলেন্দু গুণ রচিত শিশুতোষ উপন্যাস কোনটি?

ক) বাংলার মাটি বাংলার জল

খ)  পঞ্চাশ সহস্র বর্ষ

গ)  আপন দলের মানুষ

ঘ) কালোমেঘের ভেলা

উ:ঘ

৪. কবি নির্মলেন্দু গুণ 'আগামী দিনের কবি' বলে কাদের সম্বোধন করেছেন?

ক)  পাতা কুড়ানি

খ) লোহার শ্রমিক

গ) অনাগত শিশু

ঘ) উলঙ্গ কৃষক

উ:গ

৫."লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প'- কাদের জন্য?

ক) মুক্তিযোদ্ধা

খ)  আগামী দিনের শিশু

গ) বিদ্রোহী শ্রোতা

ঘ) লোহার শ্রমিক

 উ:খ

৬. কপালে কব্জিতে লালসালু বেঁধে কারা এসেছিল?

ক) উলঙ্গ কৃষক

খ) করুণ কেরানি

গ) লোহার শ্রমিক

ঘ)  শিশু পাতা-কুড়ানিরা

উ:গ

৭. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় 'অমর কবিতা বলতে কবি কী বুঝিয়েছেন?

ক)  স্বাধীন বাংলাদেশ

খ)  জনতার সংগ্রাম

গ) বিক্ষুব্ধ জনতা

ঘ) বঙ্গবন্ধুর ভাষণ

উ:ঘ

৮.হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল- 

ক)  মধ্যবিত্ত 

খ)  শ্রমিক

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) মওলানা ভাসানী

উ:ক

৯,  এখানে কবি কে?

ক) কৃষক 

খ) নির্মলেন্দু গুণ

গ) বঙ্গবন্ধু

ঘ) ভবঘুরে

উ:গ

১০. 'গণসূর্যের মধ্য কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি'—এখানে 'সূর্য' বলতে কোনটি বোঝায়?

ক) তেজস্বীপ্তি

খ) জনগণ

গ) নক্ষত্র

ঘ) নেতা

উ:ঘ

১১. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় 'প্রাণের সবুজ বলতে বোঝানো হয়েছে— 

ক) প্রাণচাঞ্চল্য

খ) প্রাণের জোয়ার

গ) প্রাণের সজীবতা

ঘ) প্রাণের আনন্দ

উ:গ

১২.১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর বক্তব্য শোনার জন্য মানুষ কোথায় অপেক্ষা করছিল?

ক)  রেসকোর্স ময়দানে

খ) পল্টন ময়দানে

গ)  টিএসসির মোড়ে

ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উ:ক

১৩. “স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় 'কখন আসবে কবি?' এ বাক্যে কবি কে?

ক)  নির্মলেন্দু গুণ

খ) বঙ্গবন্ধু

গ) আল মাহমুদ

ঘ)  কামাল চৌধুরী

উ:খ

১৪. 'স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বলতে কাদের বোঝানো হয়েছে? 

ক) কবিদের

খ) মুক্তিযোদ্ধাদের

গ) রাজনীতিবিদদের

ঘ) সাধারণ জনগণকে

উ:ঘ

১৫. 'রাজনীতির কবি' হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যায়িত করা হয়--

ক) ৭ই মার্চ, ১৯৭১

খ)  ৫ই এপ্রিল, ১৯৭১

গ) ২৬শে মার্চ, ১৯৭১

ঘ)১৭ই এপ্রিল, ১৯৭১

উ:খ

১৬. কবি নির্মলেন্দু গুণ ৭ই মার্চের ভাষণকে 'শ্রেষ্ঠ বিকেলের গল্প' যে দৃষ্টিতে বলেছেন তা হলো— 

i. মুক্তির আকুতি

ii. স্বাধীনতার পদধ্বনি

iii. বাঙালির ঐক্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

১৭. চোখে স্বপ্ন নিয়ে কবিতা শুনতে এসেছিল-

i. মধ্যবিত

ii. নারী ও বৃদ্ধ

iii. কেরানি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ঘ

১৮. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় 'গণসূর্য' বলতে বোঝানো হয়েছে— 

i. যার তেজীয়ান দ্যুতি চারদিকে বিস্ফোরিত হয়েছে

ii. বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে

iii. প্রচণ্ড আলোর দোলা লাগিয়ে

নিচের কোনটি সঠিক?

ক) i

খ)  i ও iii

গ) ii ও iii

ঘ) i,ii ও iii

উ:ক

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ইদের ছুটিতে রুবিনা ও তার চাচাতো ভাইবোন সবাই দাদু বাড়িতে গেল। তাদের দাদু ১৯৭১ সালের ৭ই মার্চ যে জোয়ার লেগেছিল সাত কোটি বাঙালির মনে সেই গল্প সবাইকে শোনান।

১৯. দাদুর গল্প কোন কবির ভাষ্যের সাথে সাদৃশ্যপূর্ণ?

ক) কাজী নজরুল ইসলাম

খ) কামাল চৌধুরী

গ) শামসুর রাহমান

ঘ) নির্মলেন্দু গুণ

উ:ঘ

২০. সাত কোটি বাঙালির মনে যে জোয়ার জেগেছিল তা কীসের আহ্বান?

ক) দেশগড়ার

খ)  স্বাধীনতার

গ) অসহযোগের

ঘ) অনশনের

উ:খ

সৃজনশীল রচনামূলক

১. প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। 
এদেশের  মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।
ক. কবি কাদের আগামী দিনের কবি বলেছেন?
খ. 'গণসূর্যের মঞ্চ' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. এ দেশের মানুষকে মুক্ত করা প্রসঙ্গে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কবি আমাদের কোন কবিতা শুনিয়েছেন? 
ঘ. 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামে সাড়া দিয়ে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে শত্রুর মোকাবিলা করার মাধ্যমেই এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।'— 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
২.জন্ম যাদের একাত্তরের পরে,
আমার এ গান শুধুই তাদের তরে
বঙ্গবন্ধু দিলেন শেষে স্বাধীনতার ডাক
তাঁর ডাকেতে উঠল জেগে মানুষ লাখে লাখ
ছাত্র-যুবক-কৃষক-মজুর সবাই অস্ত্র ধরে
আমার এ গান শুধুই তাদের তরে।
ক. প্রাণের সবুজ কী?
খ. 'জনসমুদ্রের উদ্যান সৈকতে' বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকটির সাথে স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতা কীভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের গান এবং 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটির বক্তব্য একই প্রজন্মের জন্য।”— উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
 ৩. ইংরেজ শাসনামলে নিপীড়ন-নির্যাতনের মাত্রা সহ্যের সীমা অতিক্রম করলে একসময় তিতুমীর তাদের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে থাকেন। 
তাদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলেন তিনি। তাই সাধারণ মানুষ সাথে নিয়ে বাঁশের কেল্লায় বসে ইংরেজ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। 
ক. কীসের জন্য মানুষের ব্যাকুল প্রতীক্ষা?
খ. ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি' বলতে কবি কী বুঝিয়েছেন? 
গ. উদ্দীপকের সাথে ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ. “তিতুমীরের স্বাধীনতা ভাবনাই যেন 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার মূলসুর। " - যুক্তিসহ মতামত দাও। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনেট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url